ETV Bharat / state

Impure Water for Drinking: পানীয়ের অযোগ্য দূষিত জলই ভরসা শালবনির যশপুর গ্রামের বাসিন্দাদের - পঞ্চায়েত ভোট

শালবনি বিধানসভার যশপুর গ্রাম ৷ যে গ্রামে পানীয় জলের একমাত্র ভরসা একটি পাতকুয়ো ৷ আর তার জল, ঘোলা ও দুর্গন্ধ যুক্ত (Impure Water for Drinking in Salboni) ৷ পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে এমনই ছবি উঠে এলো শালবনি বিধানসভার যশপুর গ্রামের ৷ সেখানকার বসবাসকারী তফসিলি জাতি ও উপজাতির বাসিন্দাদের নিত্যদিনের সমস্যা এই অপরিচ্ছন্ন পানীয় জল ৷

Impure Water for Drinking in Salboni ETV BHARAT
Impure Water for Drinking in Salboni
author img

By

Published : Mar 11, 2023, 6:53 PM IST

গ্রামে পানীয় জলের ভরসা পাতকুয়ো

শালবনি, 11 মার্চ: খুব বেশি হলে আর 2 মাস ৷ তার পরেই রাজ্য পঞ্চায়েত ভোটের (Panchayat Election) বাদ্যি বাজবে ৷ কিন্তু, বিগত কয়েকবছর ধরে পানীয় জলের সমস্যা যেই কি সেই তিমিরে শালবনি বিধানসভার যশপুর এলাকার পানীয় জলের সমস্যা (Salboni Jashpur Villagers Rely on Impure Water) ৷ এই এলাকায় মূলত তফসিলি জাতি ও উপজাতির মানুষের বসবাস ৷ যাঁদের পেশা চাষবাস এবং দীনমজুরির কাজ করা ৷ কিন্তু, ন্যায্য নাগরিক পরিষেবা হিসেবে স্বচ্ছ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা ৷ একটি পাতকুয়োর জলে সম্পূর্ণ গ্রামকে ভরসা করতে হয় ৷ আর সেই জলও অপরিচ্ছন্ন ও দুর্গন্ধ যুক্ত বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা ৷

এ নিয়ে সাংবাদিকদের সামনে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা ৷ তাঁদের অভিযোগ প্রতিবার ভোটের সময় নেতানেত্রীরা ভোট চাইতে চলে আসেন ৷ তখন পানীয় জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে যান ৷ কিন্তু, ভোট মেটার পর কারও কোনও পাত্তা পাওয়া যায় না ৷ বছরের পর বছর নোংরা জলই দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করছেন তাঁরা ৷ আর বাধ্য হয়ে সেই জল পান করতে হচ্ছে ৷ গ্রামবাসীদের আরও অভিযোগ, রাতের অন্ধকারে যশপুরের একমাত্র কুয়োতে জীবজন্তু পড়ে মারা যায় ৷ সকালে সেই জল তুলেই ব্যবহার করতে হয় তাঁদের ৷ ফলে রোগ-জীবাণুর সঙ্গে বসবাস করা গ্রামবাসীদের নিত্যদিনের অভ্যেস হয়ে গিয়েছে ৷

উমা কালিন্দী, সুচিত্রা কালিন্দী এবং সনাতন কালিন্দীরা অভিযোগ করলেন, তাঁদের জলের একমাত্র ভরসা পাতকুয়ো ৷ কিন্তু, সেই জল খুবই নোংরা ৷ আর আঢাকা কুয়োতে নিত্যদিন নোংরা পড়ে জল পচে যায় বলে অভিযোগ করলেন তাঁরা ৷ কিন্তু, তাঁদের উপায় নেই বলে বাধ্য হয়েই সেই জল ব্যবহার করতে হচ্ছে ৷ তা সে দৈনন্দিন জীবনের কাজ হোক বা পান করার জন্য ৷ আর ভোটের সময় নেতারা শুধু ভোট চাইতে আসেন ৷ কিন্তু, তাঁদের দাবি দাওয়ার কোনও গুরুত্ব কারও কাছে নেই ৷

আরও পড়ুন: ললিপপ চাই না, 3 শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণায় খুশি নন বিক্ষোভকারীরা

জলের এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অঞ্জলি সরেন ৷ তিনি দাবি করেছেন, এ নিয়ে পঞ্চােতের শীর্ষস্তরে জানিয়েছেন ৷ কিন্তু, সেখান থেকে কোনও ব্যবস্থা আজ পর্যন্ত করা হয়নি ৷ পানীয় জল ও নিত্যদিনের ব্যবহারের জলের ব্যবস্থা করেনি প্রশাসনের উপর মহল ৷ তাই নোংরা জল ব্যবহার করতে হচ্ছে সকলকে ৷ তিনি এও জানিয়েছেন, গ্রামের বাইরে একটি সাব-মারসিবল রয়েছে ৷ কিন্তু, সেখানকার জলের চাহিদা বিশাল ৷ তাই সেখানে লাইন দিয়ে জল তোলা সময় সাপেক্ষ ৷

গ্রামে পানীয় জলের ভরসা পাতকুয়ো

শালবনি, 11 মার্চ: খুব বেশি হলে আর 2 মাস ৷ তার পরেই রাজ্য পঞ্চায়েত ভোটের (Panchayat Election) বাদ্যি বাজবে ৷ কিন্তু, বিগত কয়েকবছর ধরে পানীয় জলের সমস্যা যেই কি সেই তিমিরে শালবনি বিধানসভার যশপুর এলাকার পানীয় জলের সমস্যা (Salboni Jashpur Villagers Rely on Impure Water) ৷ এই এলাকায় মূলত তফসিলি জাতি ও উপজাতির মানুষের বসবাস ৷ যাঁদের পেশা চাষবাস এবং দীনমজুরির কাজ করা ৷ কিন্তু, ন্যায্য নাগরিক পরিষেবা হিসেবে স্বচ্ছ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা ৷ একটি পাতকুয়োর জলে সম্পূর্ণ গ্রামকে ভরসা করতে হয় ৷ আর সেই জলও অপরিচ্ছন্ন ও দুর্গন্ধ যুক্ত বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা ৷

এ নিয়ে সাংবাদিকদের সামনে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা ৷ তাঁদের অভিযোগ প্রতিবার ভোটের সময় নেতানেত্রীরা ভোট চাইতে চলে আসেন ৷ তখন পানীয় জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে যান ৷ কিন্তু, ভোট মেটার পর কারও কোনও পাত্তা পাওয়া যায় না ৷ বছরের পর বছর নোংরা জলই দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করছেন তাঁরা ৷ আর বাধ্য হয়ে সেই জল পান করতে হচ্ছে ৷ গ্রামবাসীদের আরও অভিযোগ, রাতের অন্ধকারে যশপুরের একমাত্র কুয়োতে জীবজন্তু পড়ে মারা যায় ৷ সকালে সেই জল তুলেই ব্যবহার করতে হয় তাঁদের ৷ ফলে রোগ-জীবাণুর সঙ্গে বসবাস করা গ্রামবাসীদের নিত্যদিনের অভ্যেস হয়ে গিয়েছে ৷

উমা কালিন্দী, সুচিত্রা কালিন্দী এবং সনাতন কালিন্দীরা অভিযোগ করলেন, তাঁদের জলের একমাত্র ভরসা পাতকুয়ো ৷ কিন্তু, সেই জল খুবই নোংরা ৷ আর আঢাকা কুয়োতে নিত্যদিন নোংরা পড়ে জল পচে যায় বলে অভিযোগ করলেন তাঁরা ৷ কিন্তু, তাঁদের উপায় নেই বলে বাধ্য হয়েই সেই জল ব্যবহার করতে হচ্ছে ৷ তা সে দৈনন্দিন জীবনের কাজ হোক বা পান করার জন্য ৷ আর ভোটের সময় নেতারা শুধু ভোট চাইতে আসেন ৷ কিন্তু, তাঁদের দাবি দাওয়ার কোনও গুরুত্ব কারও কাছে নেই ৷

আরও পড়ুন: ললিপপ চাই না, 3 শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণায় খুশি নন বিক্ষোভকারীরা

জলের এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অঞ্জলি সরেন ৷ তিনি দাবি করেছেন, এ নিয়ে পঞ্চােতের শীর্ষস্তরে জানিয়েছেন ৷ কিন্তু, সেখান থেকে কোনও ব্যবস্থা আজ পর্যন্ত করা হয়নি ৷ পানীয় জল ও নিত্যদিনের ব্যবহারের জলের ব্যবস্থা করেনি প্রশাসনের উপর মহল ৷ তাই নোংরা জল ব্যবহার করতে হচ্ছে সকলকে ৷ তিনি এও জানিয়েছেন, গ্রামের বাইরে একটি সাব-মারসিবল রয়েছে ৷ কিন্তু, সেখানকার জলের চাহিদা বিশাল ৷ তাই সেখানে লাইন দিয়ে জল তোলা সময় সাপেক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.