ঘাটাল, 7 এপ্রিল : ঘটাল মহকুমা হাসপাতালে রোগীর পরিজনদের থাকার জন্য কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে বিশ্রামাগার । অধিকাংশ সময়েই তালা বন্ধ থাকে এই বিশ্রামাগারে ৷ এমনকি রাতের বেলাতেও তালা বন্ধ থাকতে দেখা যায় ৷ বাধ্য হয়েই খোলা আকাশের নীচে রাত কাটান রোগীর আত্মীয় পরিজনরা ৷ তা নিয়েও উত্তোরত্তর ক্ষোভ বাড়ছে রোগীর পরিজনদের মধ্যে (The restroom on the hospital premises is close) ৷
আরও পড়ুন : Money Fraud : পিসি সরকার জুনিয়রের আত্মীয় বলে পরিচয় দিয়ে 53 লক্ষ টাকা প্রতারণা
জানা গিয়েছে, ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরে সুপার স্পেসালিটি হাসপাতাল আছে ৷ তাই পাশ্ববর্তী হুগলি, হাওড়া সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন চিকিৎসার জন্য আসেন । কিন্তু হাসপাতালে বিশ্রামাগারে দিনের অধিকাংশ সময়েই তালা-চাবি থাকে ৷ এমনকি রাতেও বেলাও বন্ধ থাকে এই বিশ্রামাগার ৷ অথচ নিয়মানুযায়ী রোগীর সঙ্গেও থাকতে পারবেন না তাদের আত্মীয়রা ৷ বিশ্রামাগারও বন্ধ থাকায় খোলা আকাশের নীচে রাত কাটাতে হয় রোগীর আত্মীয়দের ৷ সূত্রের খবর, এই বিশ্রামাগারের দায়িত্ব ঠিকা সংস্থার কর্মীদের হাতে ৷ সেই কর্মীদেরও দেখা পাওয়া যায় না ৷ ফলে তালা বন্ধ থাকে এই বিশ্রামাগার ৷ হয়রানির শিকার রোগীর পরিজনরা। তবে এই প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য মুখ খোলেননি ৷
উল্লেখ্য, ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী ও আত্মীয় পরিজন নিয়ে প্রতিদিন কয়েকহাজার মানুষজনের যাতায়াত ৷ এমনকি পার্শ্ববর্তী এলাকা থেকেও চিকিৎসার জন্য অনেকে আসেন ৷ অথচ রাত্রে বিশ্রামাগারের ব্যবস্থা থাকলেও তারা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ৷