ETV Bharat / state

The restroom on the hospital premises is close: অধিকাংশ সময়েই বন্ধ থাকে হাসপাতাল চত্বরের বিশ্রামাগার - restroom is closed most of the time

মহকুমা হাসপাতালে রোগির আত্মীয়দের রাত্রি বাসের জন্য তৈরি হয়েছে বিশ্রামাগার ৷ তারপরেও দিনের পর দিন হাসপাতালের বাইরে চাদর, পলিথিন পেতে দিন কাটাচ্ছেন রোগীর পরিবার পরিজনের । তাতেই বাড়ছে ক্ষোভ ৷ প্রশ্ন একটাই সরকারি সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন এই উদাসীনতা? (The restroom on the hospital premises is close)

The restroom on the hospital premises is close
অধিকাংশ সময়েই বন্ধ থাকে হাসপাতাল চত্বরের বিশ্রামাগার
author img

By

Published : Apr 7, 2022, 10:10 PM IST

Updated : Apr 7, 2022, 10:37 PM IST

ঘাটাল, 7 এপ্রিল : ঘটাল মহকুমা হাসপাতালে রোগীর পরিজনদের থাকার জন্য কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে বিশ্রামাগার । অধিকাংশ সময়েই তালা বন্ধ থাকে এই বিশ্রামাগারে ৷ এমনকি রাতের বেলাতেও তালা বন্ধ থাকতে দেখা যায় ৷ বাধ্য হয়েই খোলা আকাশের নীচে রাত কাটান রোগীর আত্মীয় পরিজনরা ৷ তা নিয়েও উত্তোরত্তর ক্ষোভ বাড়ছে রোগীর পরিজনদের মধ্যে (The restroom on the hospital premises is close) ৷

আরও পড়ুন : Money Fraud : পিসি সরকার জুনিয়রের আত্মীয় বলে পরিচয় দিয়ে 53 লক্ষ টাকা প্রতারণা

জানা গিয়েছে, ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরে সুপার স্পেসালিটি হাসপাতাল আছে ৷ তাই পাশ্ববর্তী হুগলি, হাওড়া সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন চিকিৎসার জন্য আসেন । কিন্তু হাসপাতালে বিশ্রামাগারে দিনের অধিকাংশ সময়েই তালা-চাবি থাকে ৷ এমনকি রাতেও বেলাও বন্ধ থাকে এই বিশ্রামাগার ৷ অথচ নিয়মানুযায়ী রোগীর সঙ্গেও থাকতে পারবেন না তাদের আত্মীয়রা ৷ বিশ্রামাগারও বন্ধ থাকায় খোলা আকাশের নীচে রাত কাটাতে হয় রোগীর আত্মীয়দের ৷ সূত্রের খবর, এই বিশ্রামাগারের দায়িত্ব ঠিকা সংস্থার কর্মীদের হাতে ৷ সেই কর্মীদেরও দেখা পাওয়া যায় না ৷ ফলে তালা বন্ধ থাকে এই বিশ্রামাগার ৷ হয়রানির শিকার রোগীর পরিজনরা। তবে এই প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য মুখ খোলেননি ৷

অধিকাংশ সময়েই বন্ধ থাকে হাসপাতাল চত্বরের বিশ্রামাগার

উল্লেখ্য, ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী ও আত্মীয় পরিজন নিয়ে প্রতিদিন কয়েকহাজার মানুষজনের যাতায়াত ৷ এমনকি পার্শ্ববর্তী এলাকা থেকেও চিকিৎসার জন্য অনেকে আসেন ৷ অথচ রাত্রে বিশ্রামাগারের ব্যবস্থা থাকলেও তারা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ৷

ঘাটাল, 7 এপ্রিল : ঘটাল মহকুমা হাসপাতালে রোগীর পরিজনদের থাকার জন্য কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে বিশ্রামাগার । অধিকাংশ সময়েই তালা বন্ধ থাকে এই বিশ্রামাগারে ৷ এমনকি রাতের বেলাতেও তালা বন্ধ থাকতে দেখা যায় ৷ বাধ্য হয়েই খোলা আকাশের নীচে রাত কাটান রোগীর আত্মীয় পরিজনরা ৷ তা নিয়েও উত্তোরত্তর ক্ষোভ বাড়ছে রোগীর পরিজনদের মধ্যে (The restroom on the hospital premises is close) ৷

আরও পড়ুন : Money Fraud : পিসি সরকার জুনিয়রের আত্মীয় বলে পরিচয় দিয়ে 53 লক্ষ টাকা প্রতারণা

জানা গিয়েছে, ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরে সুপার স্পেসালিটি হাসপাতাল আছে ৷ তাই পাশ্ববর্তী হুগলি, হাওড়া সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন চিকিৎসার জন্য আসেন । কিন্তু হাসপাতালে বিশ্রামাগারে দিনের অধিকাংশ সময়েই তালা-চাবি থাকে ৷ এমনকি রাতেও বেলাও বন্ধ থাকে এই বিশ্রামাগার ৷ অথচ নিয়মানুযায়ী রোগীর সঙ্গেও থাকতে পারবেন না তাদের আত্মীয়রা ৷ বিশ্রামাগারও বন্ধ থাকায় খোলা আকাশের নীচে রাত কাটাতে হয় রোগীর আত্মীয়দের ৷ সূত্রের খবর, এই বিশ্রামাগারের দায়িত্ব ঠিকা সংস্থার কর্মীদের হাতে ৷ সেই কর্মীদেরও দেখা পাওয়া যায় না ৷ ফলে তালা বন্ধ থাকে এই বিশ্রামাগার ৷ হয়রানির শিকার রোগীর পরিজনরা। তবে এই প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য মুখ খোলেননি ৷

অধিকাংশ সময়েই বন্ধ থাকে হাসপাতাল চত্বরের বিশ্রামাগার

উল্লেখ্য, ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী ও আত্মীয় পরিজন নিয়ে প্রতিদিন কয়েকহাজার মানুষজনের যাতায়াত ৷ এমনকি পার্শ্ববর্তী এলাকা থেকেও চিকিৎসার জন্য অনেকে আসেন ৷ অথচ রাত্রে বিশ্রামাগারের ব্যবস্থা থাকলেও তারা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ৷

Last Updated : Apr 7, 2022, 10:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.