ETV Bharat / state

করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী, বারবার স্যানিটাইজেশন চন্দ্রকোনা বাজারে

author img

By

Published : May 13, 2021, 11:09 PM IST

উত্তরোত্তর বাড়ছে করোনার সংক্রমণ ৷ তার সঙ্গে তাল মিলিয়ে বারংবার স্যানিটাইজেশন করা হচ্ছে ঘাটাল, চন্দ্রকোনা এবং আশপাশের এলাকা ৷ শুধু সরকারি উদ্যোগেই নয়, স্থানীয় ক্লাবগুলিও এগিয়ে এসেছে এই কাজে ৷ বাসস্টপ, বাজারের মতো জনবহুল এলাকাগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৷

চন্দ্রকোনা বাজারে সানিটাইজেশন
চন্দ্রকোনা বাজারে সানিটাইজেশন

চন্দ্রকোনা, 13 মে: লাগামছাড়া করোনায় মৃত্যুর সংখ্যা ৷ এই অবস্থায় ঘাটাল, চন্দ্রকোনা-সহ আশপাশের এলাকায় ও গ্রামীণ এলাকায় স্যানিটাইজেশনের কাজ শুরু হয়েছে ৷ ঘাটাল সরকারি দফতর-সহ বিভিন্ন ক্লাবগুলি এগিয়ে এসেছে এই কাজে । বারবার স্যানিটাইজ করা হচ্ছে সংশ্লিষ্ট এলাকায় ।

বৃহস্পতিবার ফের চন্দ্রকোনার একাধিক এলাকা স্যানিটাইজ করল ঘাটাল দমকল বিভাগ । বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 ব্লকের চন্দ্রকোনা পৌরসভার 4 নম্বর ওয়ার্ড খিড়কিবাজারে চন্দ্রকোনা সেন্ট্রাল বাসস্ট্যান্ড চত্বর স্যানিটাইজ করেন ঘাটাল দমকল বাহিনীর কর্মীরা । এছাড়াও এদিন চন্দ্রকোনা পৌরসভার রেগুলেটেড মার্কেট-সহ ব্লকের ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভগবন্তপুর মার্কেট কমপ্লেক্স ও মহেশপুর বাসস্ট্যান্ড স্যানিটাইজ করেন দমকল বাহিনীর কর্মীরা ।

গত কয়েকদিন ধরেই চন্দ্রকোনা 2 ব্লকে দৈনিক সংক্রমণ লাগামছাড়া গত পরশু অর্থাৎ 11 মে মঙ্গলবার শালবনী কোভিড হাসপাতালে মারা যান চন্দ্রকোনা পৌরসভার বছর সাতচল্লিশের এক বাসিন্দা । সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি গুরুত্বপূর্ণ জনবহুল জায়গাগুলি নিয়মিত ঘাটাল দমকল বিভাগকে দিয়ে স্যানিটাইজ করার উদ্যোগ নেয় প্রশাসন । সপ্তাহখানেক আগেই দমকল বাহিনী দিয়ে চন্দ্রকোনার প্রশাসনিক দফতর-সহ একাধিক জায়গা স্যানিটাইজ করা হয়েছিল ৷ বৃহস্পতিবার পুনরায় সেইসব জায়গা স্যানিটাইজ করে ঘাটাল দমকল বিভাগ ।

অপরদিকে করোনা সংক্রমণ ঠেকাতে এগিয়ে এসেছে চন্দ্রকোনার একটি ক্লাব ৷ চন্দ্রকোনা পৌরসভার 4 নম্বর ওয়ার্ড গাজীপুর এলাকার গঙ্গোত্রী ক্লাবের উদ্যোগে ওয়ার্ড স্যানিটাইজেশনের কাজ শুরু হয়েছে । এদিন ক্লাবের পদাধিকারী ও সদস্যরা এই স্যানিটাইজেশনের কাজ করলেন । এর পাশাপাশি সচেতনতা প্রচারও চলবে বলে তাঁরা জানান ৷

করোনার সংক্রমণ ঠেকাতে চন্দ্রকোনায় সানিটাইজেশন করা হল সরকারি এবং বেসরকারি উদ্যোগে ৷

রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ ৷ বাদ নেই চন্দ্রকোনা পৌরসভা এলাকাও । পৌরসভার 4 নম্বর ওয়ার্ডেও ইতিমধ্যে একাধিক ব্যক্তি করোনা সংক্রমিত হয়েছেন ৷ দৈনিক সংক্রমণ লাগামছাড়া হওয়ায় এবার আসরে নামল স্থানীয় এই ক্লাব । স্বাস্থ্য দফতর বা পুরসভার তরফে জনবহুল এলাকায় স্যানিটাইজেশনের কাজ করা হলেও ওয়ার্ডগুলিতে সেভাবে হয়নি ৷ তাই এদিন গঙ্গোত্রী ক্লাবের এই উদ্যোগে খুশি ওয়ার্ডবাসী ।

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী ঘাটালে করোনায় সংক্রামিত হয়েছেন 63 জন ৷ তাঁরা ভর্তি রয়েছেন ঘাটাল হাসপাতালে । এঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে ৷ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন চারজন ।

আরও পড়ুন: গঙ্গা থেকে দেহ উদ্ধারের ঘটনায় উত্তরপ্রদেশ, বিহার ও কেন্দ্রকে নোটিস

চন্দ্রকোনা, 13 মে: লাগামছাড়া করোনায় মৃত্যুর সংখ্যা ৷ এই অবস্থায় ঘাটাল, চন্দ্রকোনা-সহ আশপাশের এলাকায় ও গ্রামীণ এলাকায় স্যানিটাইজেশনের কাজ শুরু হয়েছে ৷ ঘাটাল সরকারি দফতর-সহ বিভিন্ন ক্লাবগুলি এগিয়ে এসেছে এই কাজে । বারবার স্যানিটাইজ করা হচ্ছে সংশ্লিষ্ট এলাকায় ।

বৃহস্পতিবার ফের চন্দ্রকোনার একাধিক এলাকা স্যানিটাইজ করল ঘাটাল দমকল বিভাগ । বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 ব্লকের চন্দ্রকোনা পৌরসভার 4 নম্বর ওয়ার্ড খিড়কিবাজারে চন্দ্রকোনা সেন্ট্রাল বাসস্ট্যান্ড চত্বর স্যানিটাইজ করেন ঘাটাল দমকল বাহিনীর কর্মীরা । এছাড়াও এদিন চন্দ্রকোনা পৌরসভার রেগুলেটেড মার্কেট-সহ ব্লকের ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভগবন্তপুর মার্কেট কমপ্লেক্স ও মহেশপুর বাসস্ট্যান্ড স্যানিটাইজ করেন দমকল বাহিনীর কর্মীরা ।

গত কয়েকদিন ধরেই চন্দ্রকোনা 2 ব্লকে দৈনিক সংক্রমণ লাগামছাড়া গত পরশু অর্থাৎ 11 মে মঙ্গলবার শালবনী কোভিড হাসপাতালে মারা যান চন্দ্রকোনা পৌরসভার বছর সাতচল্লিশের এক বাসিন্দা । সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি গুরুত্বপূর্ণ জনবহুল জায়গাগুলি নিয়মিত ঘাটাল দমকল বিভাগকে দিয়ে স্যানিটাইজ করার উদ্যোগ নেয় প্রশাসন । সপ্তাহখানেক আগেই দমকল বাহিনী দিয়ে চন্দ্রকোনার প্রশাসনিক দফতর-সহ একাধিক জায়গা স্যানিটাইজ করা হয়েছিল ৷ বৃহস্পতিবার পুনরায় সেইসব জায়গা স্যানিটাইজ করে ঘাটাল দমকল বিভাগ ।

অপরদিকে করোনা সংক্রমণ ঠেকাতে এগিয়ে এসেছে চন্দ্রকোনার একটি ক্লাব ৷ চন্দ্রকোনা পৌরসভার 4 নম্বর ওয়ার্ড গাজীপুর এলাকার গঙ্গোত্রী ক্লাবের উদ্যোগে ওয়ার্ড স্যানিটাইজেশনের কাজ শুরু হয়েছে । এদিন ক্লাবের পদাধিকারী ও সদস্যরা এই স্যানিটাইজেশনের কাজ করলেন । এর পাশাপাশি সচেতনতা প্রচারও চলবে বলে তাঁরা জানান ৷

করোনার সংক্রমণ ঠেকাতে চন্দ্রকোনায় সানিটাইজেশন করা হল সরকারি এবং বেসরকারি উদ্যোগে ৷

রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ ৷ বাদ নেই চন্দ্রকোনা পৌরসভা এলাকাও । পৌরসভার 4 নম্বর ওয়ার্ডেও ইতিমধ্যে একাধিক ব্যক্তি করোনা সংক্রমিত হয়েছেন ৷ দৈনিক সংক্রমণ লাগামছাড়া হওয়ায় এবার আসরে নামল স্থানীয় এই ক্লাব । স্বাস্থ্য দফতর বা পুরসভার তরফে জনবহুল এলাকায় স্যানিটাইজেশনের কাজ করা হলেও ওয়ার্ডগুলিতে সেভাবে হয়নি ৷ তাই এদিন গঙ্গোত্রী ক্লাবের এই উদ্যোগে খুশি ওয়ার্ডবাসী ।

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী ঘাটালে করোনায় সংক্রামিত হয়েছেন 63 জন ৷ তাঁরা ভর্তি রয়েছেন ঘাটাল হাসপাতালে । এঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে ৷ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন চারজন ।

আরও পড়ুন: গঙ্গা থেকে দেহ উদ্ধারের ঘটনায় উত্তরপ্রদেশ, বিহার ও কেন্দ্রকে নোটিস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.