ETV Bharat / state

শালবনিতে মহিলাকে ধর্ষণের পর খুনের অভিযোগ

শনিবার বাড়ির পোষা ছাগলদের জঙ্গলে চড়াতে নিয়ে গেছিলেন শালবনির খামারবাড়ি এলাকার বছর 50-এর এক মহিলা৷ দীর্ঘক্ষণ পার হয়ে যাওয়ায় মহিলার বাড়ির লোক তাকে জঙ্গলে খুঁজতে যায়৷ সেখানেই ওই মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার করেন তার পরিবারের লোকেরা৷ মৃতের পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে৷

Salboni rape accused
ধর্ষণ করে খুনের অভিযোগ
author img

By

Published : Feb 2, 2020, 3:06 PM IST

Updated : Feb 2, 2020, 5:15 PM IST

পশ্চিম মেদিনীপুর, 2 ফেব্রুয়ারি: মধ্যবয়সী মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ৷ পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার খামারবাড়ি এলাকার ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, ওই মহিলা জঙ্গলে ছাগল খুঁজতে গেছিলেন৷ দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোক তাঁকে খুঁজতে জঙ্গলে যান ৷ সেখানেই তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ অভিযুক্তদের ফাঁসির দাবি তুলেছে মৃতের পরিবার ৷

শনিবার দুপুরের দিকে বাড়ির পোষা ছাগলদের জঙ্গলে চড়াতে নিয়ে গেছিলেন শালবনির খামারবাড়ি এলাকার বছর 50-এর এক মহিলা ৷ বাড়ি ফেরার পর একটি ছাগলকে তিনি খুঁজে পাচ্ছিলেন না ৷ সেটিকে খুঁজতে ফের তিনি জঙ্গলে যান ৷ তারপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি বলে দাবি মহিলার প্রতিবেশীদের ৷ দীর্ঘক্ষণ পার হয়ে যাওয়ায় মহিলার বাড়ির লোক জঙ্গলে খুঁজতে যায় ৷

বাড়ি থেকে এক কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে ওই মহিলার বিবস্ত্র দেহ দেখতে পান তাঁর পরিবারের সদস্যরা ৷ মৃতের পরিবারের অভিযোগ, ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ মৃতের দেহে নখের দাগ রয়েছে বলে স্থানীয় বাসিন্দা ও পরিজনদের দাবি ৷ ঘটনাস্থানে মহিলার ভাঙা শাঁখা-পলা পড়ে থাকতে দেখা যায় ৷ ঘটনার তদন্তে নেমে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ প্রথমে চারজনকে আটক করে ৷ পরে একজনকে গ্রেপ্তার করলেও বাকিদের ছেড়ে দেওয়া হয় ৷ অভিযুক্তদের ফাঁসির দাবি করেছে মৃতের পরিবার ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷

পশ্চিম মেদিনীপুর, 2 ফেব্রুয়ারি: মধ্যবয়সী মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ৷ পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার খামারবাড়ি এলাকার ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, ওই মহিলা জঙ্গলে ছাগল খুঁজতে গেছিলেন৷ দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোক তাঁকে খুঁজতে জঙ্গলে যান ৷ সেখানেই তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ অভিযুক্তদের ফাঁসির দাবি তুলেছে মৃতের পরিবার ৷

শনিবার দুপুরের দিকে বাড়ির পোষা ছাগলদের জঙ্গলে চড়াতে নিয়ে গেছিলেন শালবনির খামারবাড়ি এলাকার বছর 50-এর এক মহিলা ৷ বাড়ি ফেরার পর একটি ছাগলকে তিনি খুঁজে পাচ্ছিলেন না ৷ সেটিকে খুঁজতে ফের তিনি জঙ্গলে যান ৷ তারপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি বলে দাবি মহিলার প্রতিবেশীদের ৷ দীর্ঘক্ষণ পার হয়ে যাওয়ায় মহিলার বাড়ির লোক জঙ্গলে খুঁজতে যায় ৷

বাড়ি থেকে এক কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে ওই মহিলার বিবস্ত্র দেহ দেখতে পান তাঁর পরিবারের সদস্যরা ৷ মৃতের পরিবারের অভিযোগ, ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ মৃতের দেহে নখের দাগ রয়েছে বলে স্থানীয় বাসিন্দা ও পরিজনদের দাবি ৷ ঘটনাস্থানে মহিলার ভাঙা শাঁখা-পলা পড়ে থাকতে দেখা যায় ৷ ঘটনার তদন্তে নেমে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ প্রথমে চারজনকে আটক করে ৷ পরে একজনকে গ্রেপ্তার করলেও বাকিদের ছেড়ে দেওয়া হয় ৷ অভিযুক্তদের ফাঁসির দাবি করেছে মৃতের পরিবার ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷

Intro:ছাগল খুঁজতে গিয়ে আর ফিরলো না ৫০ বছর বয়সি নাম নিচু মাহাতো ,পরে উদ্ধার হলো জঙ্গলে ,বিবস্ত্র অবস্থায় ,নিচু মাহাতো কে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল এলাকায় , গ্রেফতার এক l
Body:ছাগল খুঁজতে গিয়ে আর ফিরলো না ৫০ বছর বয়সি নাম নিচু মাহাতো ,পরে উদ্ধার হলো জঙ্গলে ,বিবস্ত্র অবস্থায় ,নিচু মাহাতো কে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল এলাকায় , গ্রেফতার এক l



পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার খামারবাড়ি এলাকার ৫০ বছর বয়সি নাম নিচু মাহাতো ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল এলাকায় l স্থানীয় সূত্রে জানা যায় শনিবার দুপুর নাগাদ ছাগল চরাতে গিয়েছিল নিচু মাহাতো এই জঙ্গলে l সেই সময় একটি ছাগল আর বাড়িতে ফেরেনি সেই ছাগল খুঁজতে গিয়ে এই নিচু মাহাতো তিনিও খুঁজতে গিয়ে আর বাড়ি ফেরেন নি l রাত বাড়তে থাকে এলাকার লোকজন জঙ্গলে খুঁজতে যায় বাড়ি থেকে এক কিলোমিটার দূরে জঙ্গলে বিবস্ত্র অবস্থায় দেহ উদ্ধার হয় l এর পর সালবনি থানায় খবর দেওয়া হয় l ঘটনাস্থলে পুলিশ গিয়ে একটি মোবাইল ঘটনাস্থল থেকে উদ্ধার করে ,সেই মোবাইলে টাওয়ার ধরে ভোরবেলায় একজনকে আটক করে শালবনী থানার পুলিশ l এলাকাবাসীর অভিযোগ ধর্ষণ করে গলা টিপে খুন করা হয় ওই বছর বয়স কি বৃদ্ধ মহিলা কে l এই মহিলা খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় l ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয় দেহটিকে , তদন্ত করছে পুলিশ শালবনী থানার l মহিলার ছেলে জানায় গতকাল মা ছাগল খুঁজতে বেরিয়ে ছিল ,সব ছাগল চলে এলেও একটি ছাগল না আসায় তা খুঁজতে গিয়ে মা রাত অবধি বাড়ি ফেরে নি l পরবর্তীকালে মাকে দেখতে পাওয়া যায় জঙ্গলে পড়ে আছে ছিন্নভিন্ন বিবস্ত্র অবস্থায় l এই ঘটনায় আমরা আতঙ্কিত ,আমরা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি l গ্রামের এক প্রতিবেশী বলেন মহিলা ছাগল খুঁজতে গিয়ে আর ফেরেননি ,পরে তাকে জঙ্গল থেকে ছিন্ন ভিন্ন বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় আমরা এই দোষীদের শাস্তি দাবি করছি l যদিও এই ঘটনায় পুলিশ 4 জন যুবককে আটক করেছিল কিন্তু পরবর্তীকালে তিন জনকে ছেড়ে যায় একজনকে গ্রেপ্তার করে l পুলিশ সূত্রে খবর ঐ মহিলা কে জঙ্গলে খুন করা হয়েছে l Conclusion:ছাগল খুঁজতে গিয়ে আর ফিরলো না ৫০ বছর বয়সি নাম নিচু মাহাতো ,পরে উদ্ধার হলো জঙ্গলে ,বিবস্ত্র অবস্থায় ,নিচু মাহাতো কে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল এলাকায় , গ্রেফতার এক l
Last Updated : Feb 2, 2020, 5:15 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.