খড়গপুর, 7 জুন : খড়গপুর গ্রামীণের বড়কলা অঞ্চলে প্রকাশ্যে বিজেপির মহিলা কর্মীকে ধর্ষণ ও খুনের হুমকি দিয়ে লিফলেট ছড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরূদ্ধে । সোমবার সেই লিফলেট নিয়ে গিয়ে খড়গপুর থানায় অভিযোগ দায়ের করেছে জেলা বিজেপি নেতৃত্ব । এর আগে মহিষদাতেও বিজেপি নেতাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল ৷ এবার খড়গপুর গ্রামীণে বিজেপি নেতাদের বয়কট ও মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ৷
বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের 15টির মধ্যে 13টি আসনে জিতেছে তৃণমূল । বিজেপির জেতা দু’টি আসনের মধ্যে রয়েছে খড়গপুর সদর ও ঘাটাল বিধানসভা । খড়গপুর গ্রামীণ বিধানসভায় তৃণমূল জয়লাভ করে । অভিযোগ এই এলাকায় তৃণমূল জেতার পর থেকেই বিজেপির নেতা ও কর্মীদের মারধর করা হচ্ছে ৷ সেই সঙ্গে প্রাণে মারা হুমকিও দেওয়া হয়েছে ৷
সোমবার সকালে বড়কলা এলাকার এক মহিলা বিজেপি নেত্রীর বাড়িতে লিফলেট দিয়ে যাওয়া হয় ৷ সেখানে বিজেপি নেতা কর্মীদের সামাজিক বয়কট ও খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । সেই সঙ্গে মহিলা কর্মীদের ধর্ষণ করে খুনের হুমকি দেওয়া হয়েছে সেই লিফলেটে । রাতের অন্ধকারে সেই লিফলেটগুলি ছড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব । ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খড়গপুর গ্রামীণ থানায় অভিযোগ দায়ের করেছে জেলা বিজেপি ।
আরও পড়ুন : ঘরছাড়াদের ফেরানোর দাবিতে বোলপুর ও শান্তিনিকেতন থানায় বিজেপির ডেপুটেশন
এ নিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্য গোলাপ রায় দেহেরী অভিযোগ করেছেন, ক্ষমতায় আসার পরে তাঁকে তৃণমূলে যোগ দিতে বলা হয়েছিল ৷ আর তা না করায় তাঁর বাড়িতে এই ধরনের লিফলেট দিয়ে হুমকি দেওয়া হয়েছে ৷ যদিও অভিযোগ মিথ্যে বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । এই বিষয়ে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘এই ঘটনা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করানো হয়েছে । এখানে তৃণমূলের কেউ জড়িত নেই ৷’’