ETV Bharat / state

Lakshmi Puja : কোজাগরীর আরাধনার আগে বাজারে মন্দা, লক্ষ্মীলাভের আশা ছেড়েছেন ব্যবসায়ী থেকে মৃৎশিল্পীরা

দুর্গাপুজোয় বৃষ্টির পূর্বাভাস ছিল ৷ কিন্তু সেই পূর্বাভাস মেলেনি ৷ ফলে মাটি হয়নি শারদোৎসবের আনন্দ ৷ কিন্তু উমা কৈলাসে ফিরতেই বাংলার আকাশে ঘনীভূত হয়েছে নিম্নচাপ ৷ টানা বৃষ্টিও শুরু হয়েছে ৷ যা প্রভাব ফেলছে কোজাগরী লক্ষ্মী পুজোর বাজারে ৷

rain before laxmi puja affecting business of chandrakona market
Laxmi Puja : কোজাগরীর আরাধনার আগে বাজারে মন্দা, লক্ষ্মীলাভের আশা ছেড়েছেন ব্যবসায়ী থেকে মৃৎশিল্পীরা
author img

By

Published : Oct 19, 2021, 7:30 PM IST

চন্দ্রকোনা, 19 অক্টোবর : দুর্গাপুজো কাটতেই ঘনীভূত নিম্নচাপ ৷ তার জেরে চলছে টানা বৃষ্টি ৷ এতেই লক্ষ্মী পুজোর আগে মুখভার চন্দ্রকোনার সবজি, ফল, ফুল বিক্রেতাদের । পুজোর আগে বাজারে ক্রেতার ভিড় না থাকায় দুঃশ্চিন্তায় পড়েছেন তাঁরা ৷ এমনকী সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরাও ।

আরও পড়ুন : Ghatal: পুজোর বাজার করেন কার্তিক, দাঁড়িয়ে থেকে প্যান্ডেল বাঁধান মইদুল, সম্প্রীতির উৎসব ঘাটালে

প্রতি বছর দুর্গাপুজোর রেশ কাটার আগেই কোজাগরী লক্ষ্মী পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় বাংলার ঘরে ঘরে । বাজারে তিল ধারণের জায়গা থাকে না ৷ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রেগুলেটেড বাজারও তার ব্যতিক্রম ছিল না । কিন্তু চন্দ্রকোনা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের গোঁসাইবাজারের এই রেগুলেটেড মার্কেটে অন্য বছরের চেনা ছবি উধাও ৷

বিক্রেতাদের দাবি, একে গত দু-একদিন ধরে আবহাওয়ার খামখেয়ালিপনা শুরু হয়েছে ৷ তার উপর করোনার জেরে এবারও বাজার মন্দা ৷ ফলে চড়া দামে সবজি, ফল থেকে ফুল-সহ পুজোর উপকরণ কিনে এনে বাজারে বসলেও আগের তুলনায় ক্রেতাদের ভিড় নেই ।

আরও পড়ুন : Durga Puja-Covid Rules : বিধি শিকেয় ! চন্দ্রকোনায় বিসর্জনে মহিলাদের উদ্দাম নাচ

তাঁরা বলছেন, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে অর্ধেক দামে সব বিক্রি করে দিতে হবে ৷ এতে ক্ষতির আশঙ্কা রয়েছে ৷ কিন্তু নষ্ট হওয়ার থেকে কিছু তো রোজগার হবে বলে যুক্তি দিচ্ছেন ব্যবসায়ীরা ৷

কোজাগরীর আরাধনার আগে বাজারে মন্দা, লক্ষ্মীলাভের আশা ছেড়েছেন ব্যবসায়ী থেকে মৃৎশিল্পীরা

অন্যদিকে বৃষ্টির জেরে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরাও ৷ প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজে বাধা পড়ছে ৷ শিল্পীদের বক্তব্য, এই বছর যেটুকু অর্ডার মিলেছে লক্ষ্মী পুজোয়, তার অর্ধেক প্রতিমার কাজ সম্পূর্ণ হওয়ার মুখে । কিন্তু টানা বৃষ্টিতে কাজে সমস্যা হচ্ছে ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা তৈরি করতে ত্রিপলের ছাউনি দিয়েও অনেকে কাজ করছেন ৷

আরও পড়ুন : Weather Forecast : লক্ষ্মীপুজোতে ভাসবে উত্তর ও দক্ষিণবঙ্গ, লাল সতর্কতা আবহাওয়া দফতরের

অন্যদিকে ক্রেতাদের বক্তব্য, আগের তুলনায় এবছর জিনিসপত্রের দাম আগুন, পুজো তো আর বন্ধ করা যায় না । তবে বৃষ্টি চলতে থাকায় কেনাকাটায় ব্যাঘাত ঘটছে ৷

চন্দ্রকোনা, 19 অক্টোবর : দুর্গাপুজো কাটতেই ঘনীভূত নিম্নচাপ ৷ তার জেরে চলছে টানা বৃষ্টি ৷ এতেই লক্ষ্মী পুজোর আগে মুখভার চন্দ্রকোনার সবজি, ফল, ফুল বিক্রেতাদের । পুজোর আগে বাজারে ক্রেতার ভিড় না থাকায় দুঃশ্চিন্তায় পড়েছেন তাঁরা ৷ এমনকী সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরাও ।

আরও পড়ুন : Ghatal: পুজোর বাজার করেন কার্তিক, দাঁড়িয়ে থেকে প্যান্ডেল বাঁধান মইদুল, সম্প্রীতির উৎসব ঘাটালে

প্রতি বছর দুর্গাপুজোর রেশ কাটার আগেই কোজাগরী লক্ষ্মী পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় বাংলার ঘরে ঘরে । বাজারে তিল ধারণের জায়গা থাকে না ৷ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রেগুলেটেড বাজারও তার ব্যতিক্রম ছিল না । কিন্তু চন্দ্রকোনা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের গোঁসাইবাজারের এই রেগুলেটেড মার্কেটে অন্য বছরের চেনা ছবি উধাও ৷

বিক্রেতাদের দাবি, একে গত দু-একদিন ধরে আবহাওয়ার খামখেয়ালিপনা শুরু হয়েছে ৷ তার উপর করোনার জেরে এবারও বাজার মন্দা ৷ ফলে চড়া দামে সবজি, ফল থেকে ফুল-সহ পুজোর উপকরণ কিনে এনে বাজারে বসলেও আগের তুলনায় ক্রেতাদের ভিড় নেই ।

আরও পড়ুন : Durga Puja-Covid Rules : বিধি শিকেয় ! চন্দ্রকোনায় বিসর্জনে মহিলাদের উদ্দাম নাচ

তাঁরা বলছেন, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে অর্ধেক দামে সব বিক্রি করে দিতে হবে ৷ এতে ক্ষতির আশঙ্কা রয়েছে ৷ কিন্তু নষ্ট হওয়ার থেকে কিছু তো রোজগার হবে বলে যুক্তি দিচ্ছেন ব্যবসায়ীরা ৷

কোজাগরীর আরাধনার আগে বাজারে মন্দা, লক্ষ্মীলাভের আশা ছেড়েছেন ব্যবসায়ী থেকে মৃৎশিল্পীরা

অন্যদিকে বৃষ্টির জেরে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরাও ৷ প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজে বাধা পড়ছে ৷ শিল্পীদের বক্তব্য, এই বছর যেটুকু অর্ডার মিলেছে লক্ষ্মী পুজোয়, তার অর্ধেক প্রতিমার কাজ সম্পূর্ণ হওয়ার মুখে । কিন্তু টানা বৃষ্টিতে কাজে সমস্যা হচ্ছে ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা তৈরি করতে ত্রিপলের ছাউনি দিয়েও অনেকে কাজ করছেন ৷

আরও পড়ুন : Weather Forecast : লক্ষ্মীপুজোতে ভাসবে উত্তর ও দক্ষিণবঙ্গ, লাল সতর্কতা আবহাওয়া দফতরের

অন্যদিকে ক্রেতাদের বক্তব্য, আগের তুলনায় এবছর জিনিসপত্রের দাম আগুন, পুজো তো আর বন্ধ করা যায় না । তবে বৃষ্টি চলতে থাকায় কেনাকাটায় ব্যাঘাত ঘটছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.