ETV Bharat / state

Rahul Sinha: 'সিনেমা টাকার পাহাড়, প্রডিউসার মমতা, ডিরেক্টর তৃণমূল' কটাক্ষ রাহুল সিনহার - সিনেমা টাকার পাহাড় প্রডিউসার মমতা ডিরেক্টর তৃণমূল কটাক্ষ রাহুল সিনহার

তৃণমূল দলটাই দুর্নীতির রন্ধ্রে-রন্ধ্রে ছেয়ে গিয়েছে। এখানে চাঁদের পাহাড় নয় বরং টাকার পাহাড় চলছে যার প্রডিউসার খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মেদিনীপুরে পা দিয়েই তৃণমূলকে এভাবে কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha Slams State Govt over SSC Scam) ।

Rahul Sinha
পার্থ-অর্পিতা কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন রাহুল সিনহা
author img

By

Published : Jul 24, 2022, 10:59 PM IST

মেদিনীপুর, 24 জুলাই: "চাঁদের নয় টাকার পাহাড় চলছে এ রাজ্যে ৷ যার প্রডিউসার খোদ মমতা ও ডিরেক্টর তৃণমূল ৷" ঠিক এভাবেই পার্থ-অর্পিতা কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷ এছাড়া সিপিএম জমানাতেও শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে দাবি করেন তিনি(Rahul Sinha Slams State Govt over SSC Scam)।

রবিবার ভারতীয় জনতা পার্টি সমর্থিত শ্রমিক সংগঠন ভারতীয় জনতা ট্রেড ইউনিয়ন কাউন্সিলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সভায় আসেন বিজেপি নেতা। সেই সভায় উপস্থিত হয়ে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে তীব্র কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুন: পার্থকে সোমবার সকালেই ভুবনেশ্বর এইমসে নিয়ে গিয়ে চিকিৎসার নির্দেশ হাইকোর্টের

সভা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হলে তাঁকে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করা হয় ৷ তিনি বলেন, "তৃণমূলের এটাই সবচেয়ে দারুণ ব্যাপার ৷ যখনই কারও জন্য তৃণমূল বেকায়দায় পড়ে, তখনই তার সঙ্গে ওদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কত সম্পর্ক ছিন্ন করবে? কারণ চোরের তো লাইন তৃণমূলে। অতএব সম্পর্ক ছিন্ন করতে-করতে দেখা যাবে পুরো তৃণমূলটাই উধাও হয়ে গিয়েছে।"

তিনি আরও বলেন, "এই পার্টির রন্ধ্রে-রন্ধ্রে দুর্নীতি ৷ উপর থেকে নীচ সর্বত্রই শুধু দুর্নীতি। এতদিন নীচের দুর্নীতি দেখা যাচ্ছিল। এখন সবাই চাঁদের পাহাড়ের মত টাকার পাহাড় দেখছেন। চাঁদের পাহাড় সিনেমা শুনেছি কিন্তু টাকার পাহাড়ের বাস্তব সিনেমা তৃণমূলই পশ্চিমবঙ্গকে দেখাল। সেই সিনেমার প্রডিউসার মমতা বন্দ্যোপাধ্যায়, ডিরেক্টর তৃণমূল কংগ্রেস আর অভিনেতা জেলখানায় যিনি বা যাঁরা রয়েছেন। এই সিনেমায় আরও কলাকুশলীরা রয়েছেন ৷ আর কিছুদিনের মধ্যে দেখবেন তাঁরাও যেখানে যাবার সেখানে চলে গিয়েছেন।"

আরও পড়ুন: সারাদিনেও মেডিক্যাল বোর্ডের কোনও সদস্যের দেখা পেলেন 'অসুস্থ' পার্থ

এখানেই শেষ নয় তিনি আরও বলেন, " সিপিএম আমল থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। তাই সিপিএম আমল থেকে আজ পর্যন্ত শিক্ষক নিয়োগের প্রত্যেকটা বিষয়ের তদন্ত হওয়া দরকার ৷"

মেদিনীপুর, 24 জুলাই: "চাঁদের নয় টাকার পাহাড় চলছে এ রাজ্যে ৷ যার প্রডিউসার খোদ মমতা ও ডিরেক্টর তৃণমূল ৷" ঠিক এভাবেই পার্থ-অর্পিতা কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷ এছাড়া সিপিএম জমানাতেও শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে দাবি করেন তিনি(Rahul Sinha Slams State Govt over SSC Scam)।

রবিবার ভারতীয় জনতা পার্টি সমর্থিত শ্রমিক সংগঠন ভারতীয় জনতা ট্রেড ইউনিয়ন কাউন্সিলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সভায় আসেন বিজেপি নেতা। সেই সভায় উপস্থিত হয়ে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে তীব্র কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুন: পার্থকে সোমবার সকালেই ভুবনেশ্বর এইমসে নিয়ে গিয়ে চিকিৎসার নির্দেশ হাইকোর্টের

সভা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হলে তাঁকে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করা হয় ৷ তিনি বলেন, "তৃণমূলের এটাই সবচেয়ে দারুণ ব্যাপার ৷ যখনই কারও জন্য তৃণমূল বেকায়দায় পড়ে, তখনই তার সঙ্গে ওদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কত সম্পর্ক ছিন্ন করবে? কারণ চোরের তো লাইন তৃণমূলে। অতএব সম্পর্ক ছিন্ন করতে-করতে দেখা যাবে পুরো তৃণমূলটাই উধাও হয়ে গিয়েছে।"

তিনি আরও বলেন, "এই পার্টির রন্ধ্রে-রন্ধ্রে দুর্নীতি ৷ উপর থেকে নীচ সর্বত্রই শুধু দুর্নীতি। এতদিন নীচের দুর্নীতি দেখা যাচ্ছিল। এখন সবাই চাঁদের পাহাড়ের মত টাকার পাহাড় দেখছেন। চাঁদের পাহাড় সিনেমা শুনেছি কিন্তু টাকার পাহাড়ের বাস্তব সিনেমা তৃণমূলই পশ্চিমবঙ্গকে দেখাল। সেই সিনেমার প্রডিউসার মমতা বন্দ্যোপাধ্যায়, ডিরেক্টর তৃণমূল কংগ্রেস আর অভিনেতা জেলখানায় যিনি বা যাঁরা রয়েছেন। এই সিনেমায় আরও কলাকুশলীরা রয়েছেন ৷ আর কিছুদিনের মধ্যে দেখবেন তাঁরাও যেখানে যাবার সেখানে চলে গিয়েছেন।"

আরও পড়ুন: সারাদিনেও মেডিক্যাল বোর্ডের কোনও সদস্যের দেখা পেলেন 'অসুস্থ' পার্থ

এখানেই শেষ নয় তিনি আরও বলেন, " সিপিএম আমল থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। তাই সিপিএম আমল থেকে আজ পর্যন্ত শিক্ষক নিয়োগের প্রত্যেকটা বিষয়ের তদন্ত হওয়া দরকার ৷"

For All Latest Updates

TAGGED:

Rahul Sinha
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.