ETV Bharat / state

Protest at ICDS Center: মেয়াদোত্তীর্ণ সোয়াবিন, খাবারে পোকা ! 'বেহাল' আইসিডিএস কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের - অঙ্গনাওয়াড়ি কেন্দ্র

অঙ্গনাওয়াড়ি কেন্দ্রে খাবারে পোকা, মেয়াদ উত্তীর্ণ সোয়াবিন নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অভিভাবকরা । অভিভাবকদের অভিযোগ, বাচ্চারা খাবার খেয়ে যদি অসুস্থ হয়, তার দায় কে নেবে (Protest over low quality food at ICDS Center) ?

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 16, 2022, 5:53 PM IST

Updated : Oct 16, 2022, 7:49 PM IST

কেশিয়াড়ি, 16 অক্টোবর: মেয়াদ শেষ হয়ে যাওয়া সোয়াবিন, খাবারে কিলবিল করছে পোকা ৷ এমনই ভয়াবহ ছবি কেশিয়াড়ি ব্লকের খাজরা 2 নম্বর কুশগেড়িয়া গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ৷ তা নিয়েই অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল আইসিডিএস কেন্দ্র (Integrated Child Development Services Scheme) ৷ সেন্টারের দিদিমণিকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারে পোকা, মেয়াদোত্তীর্ণ সোয়াবিন নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অভিভাবকরা । অভিযোগ, আজ সকালে বাচ্চাদের দেওয়া খাবার বাড়িতে নিয়ে গিয়েছিলেন তাঁরা ৷ দুপুরে তা খাওয়ানোর জন্য বের করা হয় ৷ তখনই দেখা যায় খাবারের উপর পোকা কিলবিল করছে । তার পরেই এক অভিভাবক বেশ কিছু খাবার নিয়ে গ্রামের বাকি বাড়িতে তা দেখান । এরপর সমস্ত অভিভাবকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ।

ওই আইসিডিএস সেন্টারে ডেকে পাঠানো হয় দিদিমণিকে । দিদিমণিকে আটকে রেখে ক্ষোভ উগড়ে দেন অভিভাবকরা ৷ পাশাপাশি সেন্টারে পৌঁছে সামনে আসে আরেক চাঞ্চল্যকর তথ্য । সরকার থেকে দেওয়া সোয়াবিনের যে প্যাকেট রয়েছে সেই প্যাকেটের মেয়াদ পেরিয়ে গিয়েছে । প্রায় 2 মাস আগেই মেয়াদ শেষ হয়ে যাওয়া ওই সোয়াবিনের প্যাকেট কেটে খাওয়ানো হচ্ছে বাচ্চাদের । এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ।

বেহাল আইসিডিএস কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের

আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে সাপ ! অসুস্থ শিশু, প্রসূতি

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কেশিয়াড়ি থানার পুলিশ । অভিভাবকদের অভিযোগ, বাচ্চারা খাবার খেয়ে যদি অসুস্থ হয়, তার দায় কে নেবে ? ইতিমধ্যেই কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও বাচ্চা অসুস্থ হওয়ার ঘটনা ঘটেনি । তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে ।

কেশিয়াড়ি, 16 অক্টোবর: মেয়াদ শেষ হয়ে যাওয়া সোয়াবিন, খাবারে কিলবিল করছে পোকা ৷ এমনই ভয়াবহ ছবি কেশিয়াড়ি ব্লকের খাজরা 2 নম্বর কুশগেড়িয়া গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ৷ তা নিয়েই অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল আইসিডিএস কেন্দ্র (Integrated Child Development Services Scheme) ৷ সেন্টারের দিদিমণিকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারে পোকা, মেয়াদোত্তীর্ণ সোয়াবিন নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অভিভাবকরা । অভিযোগ, আজ সকালে বাচ্চাদের দেওয়া খাবার বাড়িতে নিয়ে গিয়েছিলেন তাঁরা ৷ দুপুরে তা খাওয়ানোর জন্য বের করা হয় ৷ তখনই দেখা যায় খাবারের উপর পোকা কিলবিল করছে । তার পরেই এক অভিভাবক বেশ কিছু খাবার নিয়ে গ্রামের বাকি বাড়িতে তা দেখান । এরপর সমস্ত অভিভাবকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ।

ওই আইসিডিএস সেন্টারে ডেকে পাঠানো হয় দিদিমণিকে । দিদিমণিকে আটকে রেখে ক্ষোভ উগড়ে দেন অভিভাবকরা ৷ পাশাপাশি সেন্টারে পৌঁছে সামনে আসে আরেক চাঞ্চল্যকর তথ্য । সরকার থেকে দেওয়া সোয়াবিনের যে প্যাকেট রয়েছে সেই প্যাকেটের মেয়াদ পেরিয়ে গিয়েছে । প্রায় 2 মাস আগেই মেয়াদ শেষ হয়ে যাওয়া ওই সোয়াবিনের প্যাকেট কেটে খাওয়ানো হচ্ছে বাচ্চাদের । এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ।

বেহাল আইসিডিএস কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের

আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে সাপ ! অসুস্থ শিশু, প্রসূতি

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কেশিয়াড়ি থানার পুলিশ । অভিভাবকদের অভিযোগ, বাচ্চারা খাবার খেয়ে যদি অসুস্থ হয়, তার দায় কে নেবে ? ইতিমধ্যেই কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও বাচ্চা অসুস্থ হওয়ার ঘটনা ঘটেনি । তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে ।

Last Updated : Oct 16, 2022, 7:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.