ETV Bharat / state

Abhishek to Visit Jhargram: নবজোয়ার কর্মসূচিতে শুক্রে ঝাড়গ্রাম যাচ্ছেন অভিষেক, প্রস্তুতি চলছে জোরকদমে - নবজোয়ার কর্মসূচি

নবজোয়ার কর্মসূচিতে শুক্রবার ঝাড়গ্রামে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই কারণে জেলাজুড়ে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি চলছে জোরকদমে ৷

Abhishek to Visit Jhargram
Abhishek to Visit Jhargram
author img

By

Published : May 25, 2023, 12:49 PM IST

ঝাড়গ্রাম, 25 মে: নবজোয়ার কর্মসূচিতে আগামিকাল ঝাড়গ্রাম যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁকে স্বাগত জানাতে ও তাঁর কর্মসূচিকে সফর করতে জোরকদমে প্রস্তুতি চলছে পশ্চিম মেদিনীপুরে ৷

শুক্রবার বিকেল সাড়ে তিনটার সময় বেলপাহাড়ি ব্লকের বেলপাহাড়ি বাজারের ইন্দ্রা চক থেকে শুরু হবে অভিষেকের কর্মসূচি । পুরুলিয়ার বান্দোয়ানের ক্যাম্প থেকে দুপুর আড়াইটার সময় ঝাড়গ্রামের উদ্দেশে রওনা দেবেন ডায়মন্ডহারবারের সাংসদ । আনুমানিক বিকেল সাড়ে তিনটার সময় বেলপাহাড়ির ইন্দ্রা চক থেকে তাঁর কর্মসূচি শুরু করবেন তিনি । বেলপাহাড়ির ইন্দ্রা চকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য জেলার সমস্ত তৃণমূলের নেতৃত্ব উপস্থিত থাকবেন । আদিবাসী লোকনৃত্যের মাধ্যমে অভিষেককে স্বাগত জানানো হবে । ইন্দ্রা চক থেকে বেলপাহাড়ি থানা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় জনসংযোগ যাত্রা করবেন অভিষেক ।

তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই জনসংযোগ যাত্রায় আনুমানিক সাত হাজারেরও বেশি মানুষের জমায়েত থাকবে । এই জনসংযোগ যাত্রার পর নারায়ণপুর, শীলদা হয়ে বিনপুর এক নম্বর ব্লকের দহিজুড়ি পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । দহিজুড়ি থেকে ঝাড়গ্রাম শহর পর্যন্ত রোড শো রয়েছে তাঁর ।

রোড শো শেষে বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার সময় গড়রো খেলার মাঠে জনসভা করবেন তিনি । ঝাড়গ্রামের আটটি ব্লক এবং ঝাড়গ্রাম শহরের তৃণমূলের কর্মী সমর্থকরা এই জনসভায় উপস্থিত থাকবেন । তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, জনসভায় আনুমানিক 20 হাজার মানুষের জমায়েত হবে । জনসভার শেষে লোধাশুলি হয়ে গজাশিমূল রাবণপুরা মাঠে পৌঁছবেন অভিষেক । রাবণপুরা মাঠে তাঁর রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়েছে । সেখানে তিনি তাঁর দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিকে সফল করার জন্য বুধবার রাত থেকে জোড়কদমে প্রস্তুতি চলছে জেলাজুড়ে । ঝাড়গ্রাম শহরকে তৃণমূলের দলীয় পতাকায় ঢেকে ফেলা হয়েছে । বৃহস্পতিবার সকালে বেলপাহাড়ির ইন্দ্রা চকে দেখা গেল অভিষেককে স্বাগত জানানোর জন্য বেলপাহাড়ি বাজারে তৃণমূলের দলীয় পতাকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানারে ছেয়ে ফেলা হচ্ছে ।

বিনপুর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি চিন্ময় মাহাত বলেন, "আমাদের বেলপাহাড়ি ব্লকের প্রতিটি অঞ্চলে সাজো সাজো রব চলছে । আগামিকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে জনজোয়ার উপচে পড়বে । আজ আমাদের তৃণমূলের কর্মী সমর্থকরা চারিদিকে দলীয় পতাকা বাঁধার পাশাপাশি ব্যানার লাগানোর কাজ করছেন জোরকদমে ৷"

আরও পড়ুন: বাঁকুড়ায় অভিষেককে দেখে 'চোর চোর' স্লোগান, উঠল জয় শ্রীরাম ধ্বনিও; ভিডিয়ো ভাইরাল

ঝাড়গ্রাম, 25 মে: নবজোয়ার কর্মসূচিতে আগামিকাল ঝাড়গ্রাম যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁকে স্বাগত জানাতে ও তাঁর কর্মসূচিকে সফর করতে জোরকদমে প্রস্তুতি চলছে পশ্চিম মেদিনীপুরে ৷

শুক্রবার বিকেল সাড়ে তিনটার সময় বেলপাহাড়ি ব্লকের বেলপাহাড়ি বাজারের ইন্দ্রা চক থেকে শুরু হবে অভিষেকের কর্মসূচি । পুরুলিয়ার বান্দোয়ানের ক্যাম্প থেকে দুপুর আড়াইটার সময় ঝাড়গ্রামের উদ্দেশে রওনা দেবেন ডায়মন্ডহারবারের সাংসদ । আনুমানিক বিকেল সাড়ে তিনটার সময় বেলপাহাড়ির ইন্দ্রা চক থেকে তাঁর কর্মসূচি শুরু করবেন তিনি । বেলপাহাড়ির ইন্দ্রা চকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য জেলার সমস্ত তৃণমূলের নেতৃত্ব উপস্থিত থাকবেন । আদিবাসী লোকনৃত্যের মাধ্যমে অভিষেককে স্বাগত জানানো হবে । ইন্দ্রা চক থেকে বেলপাহাড়ি থানা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় জনসংযোগ যাত্রা করবেন অভিষেক ।

তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই জনসংযোগ যাত্রায় আনুমানিক সাত হাজারেরও বেশি মানুষের জমায়েত থাকবে । এই জনসংযোগ যাত্রার পর নারায়ণপুর, শীলদা হয়ে বিনপুর এক নম্বর ব্লকের দহিজুড়ি পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । দহিজুড়ি থেকে ঝাড়গ্রাম শহর পর্যন্ত রোড শো রয়েছে তাঁর ।

রোড শো শেষে বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার সময় গড়রো খেলার মাঠে জনসভা করবেন তিনি । ঝাড়গ্রামের আটটি ব্লক এবং ঝাড়গ্রাম শহরের তৃণমূলের কর্মী সমর্থকরা এই জনসভায় উপস্থিত থাকবেন । তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, জনসভায় আনুমানিক 20 হাজার মানুষের জমায়েত হবে । জনসভার শেষে লোধাশুলি হয়ে গজাশিমূল রাবণপুরা মাঠে পৌঁছবেন অভিষেক । রাবণপুরা মাঠে তাঁর রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়েছে । সেখানে তিনি তাঁর দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিকে সফল করার জন্য বুধবার রাত থেকে জোড়কদমে প্রস্তুতি চলছে জেলাজুড়ে । ঝাড়গ্রাম শহরকে তৃণমূলের দলীয় পতাকায় ঢেকে ফেলা হয়েছে । বৃহস্পতিবার সকালে বেলপাহাড়ির ইন্দ্রা চকে দেখা গেল অভিষেককে স্বাগত জানানোর জন্য বেলপাহাড়ি বাজারে তৃণমূলের দলীয় পতাকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানারে ছেয়ে ফেলা হচ্ছে ।

বিনপুর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি চিন্ময় মাহাত বলেন, "আমাদের বেলপাহাড়ি ব্লকের প্রতিটি অঞ্চলে সাজো সাজো রব চলছে । আগামিকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে জনজোয়ার উপচে পড়বে । আজ আমাদের তৃণমূলের কর্মী সমর্থকরা চারিদিকে দলীয় পতাকা বাঁধার পাশাপাশি ব্যানার লাগানোর কাজ করছেন জোরকদমে ৷"

আরও পড়ুন: বাঁকুড়ায় অভিষেককে দেখে 'চোর চোর' স্লোগান, উঠল জয় শ্রীরাম ধ্বনিও; ভিডিয়ো ভাইরাল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.