ETV Bharat / state

School Reopen : স্কুল-কলেজ খোলার সিদ্ধান্তে স্বস্তি পশ্চিম মেদিনীপুরে, চলছে প্রস্তুতি - school re open

সকালের প্রার্থনা আর ছুটির ঘণ্টার আওয়াজে ফের গমগম করবে স্কুল চত্বর ৷ পড়ুয়াদের আনাগোনা শুরু হবে কলেজ ক্যাম্পাসে ৷ গোটা রাজ্যের মতোই স্কুল-কলেজ খোলার সরকারি নির্দেশে স্বস্তির ছায়া পশ্চিম মেদিনীপুরে ৷ হাঁফ ছেড়ে বেঁচেছেন পড়ুয়া, অভিভাবক থেকে স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা ৷

স্কুল-কলেজ খোলার সিদ্ধান্তে স্বস্তিতে পশ্চিম মেদিনীপুর, চলছে প্রস্তুতি
স্কুল-কলেজ খোলার সিদ্ধান্তে স্বস্তিতে পশ্চিম মেদিনীপুর, চলছে প্রস্তুতি
author img

By

Published : Nov 1, 2021, 1:03 PM IST

মেদিনীপুর, 1 নভেম্বর : অবশেষে স্বস্তির ছায়া । দীর্ঘ কোভিড পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ থাকার পর 16 নভেম্বর স্কুল কলেজ খোলার সিদ্ধান্তে খুশির হাওয়া স্কুল-কলেজগুলিতে । নির্দেশিকা পাওয়ার পরই শুরু হয়ে গিয়েছে চূড়ান্ত প্রস্তুতি । কলেজ ও স্কুল কর্তৃপক্ষ-সহ অভিভাবক ও পড়ুয়া সকলেই খুশি ৷

এই বিষয়ে মেদিনীপুর কলেজের অধ্যক্ষ গোপালচন্দ্র বেরা বলেন, "মুখ্যমন্ত্রীর ঘোষণা মত আমরা প্রস্তুতি শুরু করেছি ৷ কলেজে সবরকম ব্যবস্থা রেখেছি যাতে সংক্রমণ রোখা যায় ৷ রুমগুলো স্যানিটাইজ করার পাশাপাশি সমস্ত রকম বিধিনিষেধ মেনে যাতে ক্লাস শুরু করা যায় তার ব্যবস্থাও রয়েছে ।"

মেদিনীপুর কলেজিয়েট বয়েজ হাইস্কুলেও দেখা গেল চূড়ান্ত প্রস্তুতি ৷ প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া জানান, যেহেতু স্কুল খোলার কথা ঘোষণা হয়েছে তাই পরিষ্কারের কাজ শুরু হয়ে গিয়েছে ৷ তবে ছাত্রছাত্রীদের টিকাকরণ না হলে একটু সমস্যা হতে পারে ৷ কারণ বিগত দিনে যখন কিছুদিনের জন্য ক্লাস হয়েছিল তখন বহু বাবা-মা তার বাচ্চাদের বিনা টিকাকরণে পাঠাননি স্কুলে । তাই সরকারের কাছে আবেদন থাকবে যাতে অবিলম্বে সব পড়ুয়াদের টিকা দেওয়া হয় ।

স্কুল-কলেজ খোলার সিদ্ধান্তে স্বস্তিতে পশ্চিম মেদিনীপুর, চলছে প্রস্তুতি

অনলাইন ক্লাসের একঘেয়েমি থেকে বেরোতে মরিয়া পড়ুয়ারা ৷ সব মিলিয়ে স্কুল খোলার সিদ্ধান্তে স্বস্তির ছায়া জঙ্গলমহলের আনাচে কানাচে ৷


আরও পড়ুন : Midnapore Medical College : আয়া দৌরাত্ম্যে মেদিনীপুর মেডিকেল কলেজে বিক্ষোভ রোগীর আত্মীয়দের

মেদিনীপুর, 1 নভেম্বর : অবশেষে স্বস্তির ছায়া । দীর্ঘ কোভিড পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ থাকার পর 16 নভেম্বর স্কুল কলেজ খোলার সিদ্ধান্তে খুশির হাওয়া স্কুল-কলেজগুলিতে । নির্দেশিকা পাওয়ার পরই শুরু হয়ে গিয়েছে চূড়ান্ত প্রস্তুতি । কলেজ ও স্কুল কর্তৃপক্ষ-সহ অভিভাবক ও পড়ুয়া সকলেই খুশি ৷

এই বিষয়ে মেদিনীপুর কলেজের অধ্যক্ষ গোপালচন্দ্র বেরা বলেন, "মুখ্যমন্ত্রীর ঘোষণা মত আমরা প্রস্তুতি শুরু করেছি ৷ কলেজে সবরকম ব্যবস্থা রেখেছি যাতে সংক্রমণ রোখা যায় ৷ রুমগুলো স্যানিটাইজ করার পাশাপাশি সমস্ত রকম বিধিনিষেধ মেনে যাতে ক্লাস শুরু করা যায় তার ব্যবস্থাও রয়েছে ।"

মেদিনীপুর কলেজিয়েট বয়েজ হাইস্কুলেও দেখা গেল চূড়ান্ত প্রস্তুতি ৷ প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া জানান, যেহেতু স্কুল খোলার কথা ঘোষণা হয়েছে তাই পরিষ্কারের কাজ শুরু হয়ে গিয়েছে ৷ তবে ছাত্রছাত্রীদের টিকাকরণ না হলে একটু সমস্যা হতে পারে ৷ কারণ বিগত দিনে যখন কিছুদিনের জন্য ক্লাস হয়েছিল তখন বহু বাবা-মা তার বাচ্চাদের বিনা টিকাকরণে পাঠাননি স্কুলে । তাই সরকারের কাছে আবেদন থাকবে যাতে অবিলম্বে সব পড়ুয়াদের টিকা দেওয়া হয় ।

স্কুল-কলেজ খোলার সিদ্ধান্তে স্বস্তিতে পশ্চিম মেদিনীপুর, চলছে প্রস্তুতি

অনলাইন ক্লাসের একঘেয়েমি থেকে বেরোতে মরিয়া পড়ুয়ারা ৷ সব মিলিয়ে স্কুল খোলার সিদ্ধান্তে স্বস্তির ছায়া জঙ্গলমহলের আনাচে কানাচে ৷


আরও পড়ুন : Midnapore Medical College : আয়া দৌরাত্ম্যে মেদিনীপুর মেডিকেল কলেজে বিক্ষোভ রোগীর আত্মীয়দের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.