চন্দ্রকোনা, 6 নভেম্বর : চড়চড়িয়ে বাড়ছে আলুর দাম, সঙ্গে শাক সবজি ও পেঁয়াজেরও। তাই প্রতিদিন থলি হাতে বাজারে গিয়ে আলু কিনতে তিতিবিরক্ত মানুষ।আলুর এই দুর্মূল্যের বাজারে এবার সুফল বাংলা স্টল থেকে 25 টাকা কেজি দরে আলু দেওয়া শুরু হল চন্দ্রকোনায় । প্রতিজনকে 4 কেজি করে মাথাপিছু আলু দেওয়া হয়।
বাজারে অগ্নিমূল্য আলুর দাম । কেজি প্রতি বিক্রি হচ্ছে 35-40 টাকায় ।এতেই নাভিশ্বাস আমজনতার। তা থেকে মানুষকে কিছুটা স্বস্তি দিতে সুফল বাংলা স্টল খুলে কেজি প্রতি 25 টাকা দরে মাথা পিছু চার কেজি করে আলু বিক্রি শুরু করেছে রাজ্য সরকার। সেইমতো শুক্রবার জেলার চন্দ্রকোনা পৌরসভার 5 নং ওয়ার্ড রেগুলেটেড বাজারে সুফল বাংলা স্টল খুলে আলু বিক্রি করা হয়। গত 4 তারিখ বুধবার থেকে শুরু হয়েছে স্টল থেকে আলু বিক্রি। এদিন তার তৃতীয় দিন।আলুর স্টক থাকা পর্যন্ত চলবে আলু বিক্রি । বাজারদরের কমে সরকারি স্টল থেকে কম দামে আলু পেতে লম্বা লাইন পড়ে যায় এদিন।চন্দ্রকোনার বিভিন্ন জায়গা থেকে ওয়ার্ড এবং শহরের মানুষ এসে ভিড় জমান এই স্টলে। প্রত্যেকেই 4 কেজি করে আলু পেতে দীর্ঘ লাইনে অপেক্ষা করেন। বাজার ছেড়ে অনেকেই থলি হাতে হাজির হন স্টলে।
শুধু চন্দ্রকোনাতে নয় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় চলে এই সরকারি মূল্য আলু দেওয়ার কাজ। মেদিনীপুর শহরের জেলা পরিষদের একটি বিল্ডিং থেকেও আলু দেওয়া হয় 25 টাকা কেজি দরে।সেখানেও পড়ে দীর্ঘ লম্বা লাইন।
ক্রেতা থেকে বিক্রেতা সকলেই জানিয়েছেন, এই উদ্যোগকে সাধুবাদ। কেননা এই দুর্মূল্যের বাজারে 25 টাকা কেজি দরে আলু পেয়ে সত্যিই কাজে অনেকটা সুবিধে হবে। কেননা প্রতিদিন রান্না করার ক্ষেত্রে এক কেজি আলু লাগেই। সেক্ষেত্রে 40 টাকা করে আলু কেনা সোজা কথা নয় । 25 টাকা করে আলু কিনতে পেরে কিছুটা হলেও সাশ্রয় হবে। একদিকে সরকার স্টল থেকে 25 টাকা কেজি দরে আলু অপরদিকে বাজারে আলু, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে টাস্কফোর্সের তদারকি কিছুটা হলেও সমাধান হবে দূর্মূল্যের আলুর বাজার।