চন্দ্রকোনা, 23 নভেম্বর : সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতালি ভাষা অলচিকি লিপিতে চালু ও শিক্ষক নিয়োগের দাবিতে এবার আন্দোলনে নামতে চলেছে ভারত জাকাত মাঝি পারগানা মহল । গতকাল রাত থেকে এলাকায় পোস্টার লাগানো হয়েছে । যার জেরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে সংশ্লিষ্ট এলাকায় ।
যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতালি ভাষা অলচিকি লিপিতে চালু হয়েও এখনও শিক্ষক নিয়োগ হয়নি, অবিলম্বে শিক্ষক নিয়োগ না হলে তারা ভোট বয়কটেরও ডাক দেয় ৷ পাশা ঘাটালের বীরসিংহ গ্রামে আদিবাসী মিউজ়িয়াম ও আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্র তৈরির অনুমোদনের জন্য এলাকায় পোস্টারিং শুরু করে আদিবাসীদের বৃহত্তর সংগঠন । রবিবার সন্ধ্যা থেকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার সেন্ট্রাল বাসস্ট্যান্ড নরহরিপুর, গাজিপুর সহ একাধিক জায়গায় পোস্টারিং করা হয় ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে । ঘাটাল মহকুমা জুড়েই আদিবাসী সম্প্রদায়ের কাছে ভোট বয়কটের ডাক দিয়ে চলছে পোস্টারিং । অভিযোগ, কোনও ভাতা বা অন্য কোনও দাবির জন্য,পঠনপাঠন থেকে আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতিকে মর্যাদা দেওয়ার জন্য সরকারের কাছে একাধিক বার আবেদন করা হয়েছে ৷ উক্ত দাবিদাওয়া পুরণ না হলে একুশের নির্বাচনে আদিবাসী সম্প্রদায়ের একটি ভোটও ভোট বাক্সে পড়বে না ৷
ভারত জাকাত পারগানা মহলের রাম চাঁদ মুর্মু বলেন, " দীর্ঘদিন ধরে আমাদের কোনও দাবি দাওয়া পূরণ হয়নি । আমরা সরকারের কাছে বহু আবেদন নিবেদন করেছি তা সত্ত্বেও সরকার সম্পূর্ণভাবে উদাসীন । আমাদের আশ্বাস দেওয়া হয় কিন্তু তার পরেও আমাদের দাবি পূরণ হয় না ।"