ETV Bharat / state

গড়বেতায় BJP কর্মীদের বাড়ি ভাঙচুর, লুটপাট; অভিযুক্ত তৃণমূল - bombs

BJP কর্মী-সমর্থকদের মারধর সহ বাড়িতে ভাঙচুরের অভিযোগ উলল তৃণমূের বিরুদ্ধে । ঘটনাটি গড়বেতার বড়ডিহা গ্রামের ।

d
author img

By

Published : May 13, 2019, 1:49 PM IST

Updated : May 13, 2019, 2:02 PM IST

গড়বেতা, 13 মে : BJP কর্মীদের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। BJP কর্মী-সমর্থকদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ । গড়বেতা থানার বড়ডিহা গ্রামের ঘটনা ।

ভোট চলাকালীনই বড়ডিহায় দুই দলের মধ্যে সংঘর্ষ হয় । অভিযোগ, এরপর রাতেই গ্রামের BJP কর্মীদের বাড়িতে চড়াও হয় তৃণমূল কর্মী-সমর্থকরা । তাদের আরও অভিযোগ, গতরাতে প্রায় 500 জন বহিরাগত এসে বাড়িতে ভাঙচুর চালায়। বোমাবাজিও করে।

খবর পেয়ে ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আজ সকালে তল্লাশি চালিয়ে রফিক খান নামে এক তৃণমূল সমর্থকের বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয় । এলাকায় টহল দিচ্ছে পুলিশ।

বড়ডিহা গ্রামের বাসিন্দা মালা বেরা বলেন, "গতরাতে বহিরাগতরা এসে আমাদের বাড়িতে ভাঙচুর ও হামলা চালায় । বোমাবাজি করে । সেই সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল ।" পদ্মা বেরা নামে আর এক বাসিন্দা বলেন, "প্রচুর লোক রাতে বাড়িতে এসে বোমা ফাটায় । আমরা ভয়ে দূরে পালিয়ে প্রাণে বাঁচি ।"

গড়বেতা, 13 মে : BJP কর্মীদের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। BJP কর্মী-সমর্থকদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ । গড়বেতা থানার বড়ডিহা গ্রামের ঘটনা ।

ভোট চলাকালীনই বড়ডিহায় দুই দলের মধ্যে সংঘর্ষ হয় । অভিযোগ, এরপর রাতেই গ্রামের BJP কর্মীদের বাড়িতে চড়াও হয় তৃণমূল কর্মী-সমর্থকরা । তাদের আরও অভিযোগ, গতরাতে প্রায় 500 জন বহিরাগত এসে বাড়িতে ভাঙচুর চালায়। বোমাবাজিও করে।

খবর পেয়ে ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আজ সকালে তল্লাশি চালিয়ে রফিক খান নামে এক তৃণমূল সমর্থকের বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয় । এলাকায় টহল দিচ্ছে পুলিশ।

বড়ডিহা গ্রামের বাসিন্দা মালা বেরা বলেন, "গতরাতে বহিরাগতরা এসে আমাদের বাড়িতে ভাঙচুর ও হামলা চালায় । বোমাবাজি করে । সেই সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল ।" পদ্মা বেরা নামে আর এক বাসিন্দা বলেন, "প্রচুর লোক রাতে বাড়িতে এসে বোমা ফাটায় । আমরা ভয়ে দূরে পালিয়ে প্রাণে বাঁচি ।"

sample description
Last Updated : May 13, 2019, 2:02 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.