ETV Bharat / state

Couple Bodies Recovered: ঘাটালে দম্পতির দেহ উদ্ধার, মিলল 'সুইসাইড নোট' - ঘাটালের খবর

ভাড়া বাড়িতে উদ্ধার হল দম্পতির দেহ ৷ ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে একটি 'সুইসাইড নোট' ৷ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানা এলাকার ঘটনা ৷

Police suspect Double Suicide Case after Couple Bodies Recovered in Ghatal
দম্পতির দেহ উদ্ধারে চাঞ্চল্য ঘাটালে
author img

By

Published : Apr 14, 2023, 1:26 PM IST

ঘাটালের ঘটনায় জোড়া আত্মহত্যার সম্ভাবনা দেখছে পুলিশ

ঘাটাল, 14 এপ্রিল: ভাড়া বাড়িতে উদ্ধার হল দম্পতির মৃতদেহ ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই দম্পতি আত্মহত্যা করেছেন ৷ কারণ, ঘটনাস্থল থেকে একটি 'সুইসাইড নোট' উদ্ধার করেছে পুলিশ ৷ তবে, সেটি আসল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতির নাম দেবাশিস ঘোষ (64) ও জলি ঘোষ (53) ৷ দেবাশিস একটি প্রসাধনী সংস্থায় কর্মরত ছিলেন ৷ আলাদা করে নিজের একটি ব্যবসাও শুরু করেছিলেন ৷ প্রসাধনী বিভিন্ন সামগ্রী বিক্রি করতেন এই দম্পতি ৷ কিন্তু, সেই ব্যবসা ভালো যাচ্ছিল না বলে শোনা যাচ্ছে ৷ বাজারে মোটা অঙ্কের দেনা হয়ে গিয়েছিল দেবাশিসের ৷ তার জেরেই এই ঘটনা কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে ৷ প্রবীণ এই দম্পতি ঘাটাল থানা এলাকার আলমগঞ্জের একটি বাড়িতে ভাড়া থাকতেন ৷ আগে অন্য জায়গায় ভাড়া থাকতেন তাঁরা ৷ আলমবাজারের এই বাড়িতে উঠে আসেন তিন-চারবছর আগে ৷ শুক্রবার সকালে এই বাড়ি থেকেই তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ৷

ঘটনাস্থলে পৌঁছে দেহ দু'টি নামিয়ে ময়নাতদন্তে পাঠায় ঘাটাল থানার পুলিশ ৷ মৃতদের ভাড়ার ঘর থেকেই একটি চিঠি উদ্ধার করা হয় ৷ প্রাথমিকভাবে সেটিকেই দেবাশিসের 'সুইসাইড নোট' হিসাবে দেখছে পুলিশ ৷ তাতে লেখা রয়েছে, ব্যবসা করতে গিয়ে বড় ধাক্কা খেয়েছেন এই দম্পতি ৷ বাজারে তাঁদের ঋণের পরিমাণ অন্তত 50 লক্ষ টাকা ! এত টাকা পরিশোধ করার ক্ষমতা তাঁদের নেই ৷ সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তাঁরা ! পুলিশ এই চিঠিটি বাজেয়াপ্ত করেছে ৷ দেবাশিসের হাতের লেখার সঙ্গে এই চিঠির লেখকের হাতের লেখা মিলিয়ে দেখা হবে ৷

আরও পড়ুন: দুই সন্তান-সহ দম্পতির দেহ উদ্ধার, সুইসাইড নোটে মিলল টেট-যোগ

ঘোষ দম্পতির বাড়িতে পরিচারিকার কাজ করতেন সুপ্রিয়া বিবি ৷ তিনি জানান, দেবাশিস ও জলির দুই মেয়ে রয়েছেন ৷ দু'জনই কলকাতায় থাকেন ৷ তাঁদের মধ্যে একজন বিবাহিতা ৷ প্রতিবেশীরা বলছেন, এই পরিবারটিকে শান্তিপ্রিয় বলেই মনে হয়েছে তাঁদের ৷ কোনও দিন কারও সঙ্গে কোনও অশান্তি বা ঝামেলায় জড়াননি ৷ পারিবারিক অশান্তিরও কোনও ইঙ্গিত মেলেনি ৷ ব্যবসার কারণে দেনার বিষয়টি এখন সামনে এলেও এ নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কেউ কিছু বলতে পারেননি ৷ তাই সব সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ ৷

ঘাটালের ঘটনায় জোড়া আত্মহত্যার সম্ভাবনা দেখছে পুলিশ

ঘাটাল, 14 এপ্রিল: ভাড়া বাড়িতে উদ্ধার হল দম্পতির মৃতদেহ ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই দম্পতি আত্মহত্যা করেছেন ৷ কারণ, ঘটনাস্থল থেকে একটি 'সুইসাইড নোট' উদ্ধার করেছে পুলিশ ৷ তবে, সেটি আসল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতির নাম দেবাশিস ঘোষ (64) ও জলি ঘোষ (53) ৷ দেবাশিস একটি প্রসাধনী সংস্থায় কর্মরত ছিলেন ৷ আলাদা করে নিজের একটি ব্যবসাও শুরু করেছিলেন ৷ প্রসাধনী বিভিন্ন সামগ্রী বিক্রি করতেন এই দম্পতি ৷ কিন্তু, সেই ব্যবসা ভালো যাচ্ছিল না বলে শোনা যাচ্ছে ৷ বাজারে মোটা অঙ্কের দেনা হয়ে গিয়েছিল দেবাশিসের ৷ তার জেরেই এই ঘটনা কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে ৷ প্রবীণ এই দম্পতি ঘাটাল থানা এলাকার আলমগঞ্জের একটি বাড়িতে ভাড়া থাকতেন ৷ আগে অন্য জায়গায় ভাড়া থাকতেন তাঁরা ৷ আলমবাজারের এই বাড়িতে উঠে আসেন তিন-চারবছর আগে ৷ শুক্রবার সকালে এই বাড়ি থেকেই তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ৷

ঘটনাস্থলে পৌঁছে দেহ দু'টি নামিয়ে ময়নাতদন্তে পাঠায় ঘাটাল থানার পুলিশ ৷ মৃতদের ভাড়ার ঘর থেকেই একটি চিঠি উদ্ধার করা হয় ৷ প্রাথমিকভাবে সেটিকেই দেবাশিসের 'সুইসাইড নোট' হিসাবে দেখছে পুলিশ ৷ তাতে লেখা রয়েছে, ব্যবসা করতে গিয়ে বড় ধাক্কা খেয়েছেন এই দম্পতি ৷ বাজারে তাঁদের ঋণের পরিমাণ অন্তত 50 লক্ষ টাকা ! এত টাকা পরিশোধ করার ক্ষমতা তাঁদের নেই ৷ সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তাঁরা ! পুলিশ এই চিঠিটি বাজেয়াপ্ত করেছে ৷ দেবাশিসের হাতের লেখার সঙ্গে এই চিঠির লেখকের হাতের লেখা মিলিয়ে দেখা হবে ৷

আরও পড়ুন: দুই সন্তান-সহ দম্পতির দেহ উদ্ধার, সুইসাইড নোটে মিলল টেট-যোগ

ঘোষ দম্পতির বাড়িতে পরিচারিকার কাজ করতেন সুপ্রিয়া বিবি ৷ তিনি জানান, দেবাশিস ও জলির দুই মেয়ে রয়েছেন ৷ দু'জনই কলকাতায় থাকেন ৷ তাঁদের মধ্যে একজন বিবাহিতা ৷ প্রতিবেশীরা বলছেন, এই পরিবারটিকে শান্তিপ্রিয় বলেই মনে হয়েছে তাঁদের ৷ কোনও দিন কারও সঙ্গে কোনও অশান্তি বা ঝামেলায় জড়াননি ৷ পারিবারিক অশান্তিরও কোনও ইঙ্গিত মেলেনি ৷ ব্যবসার কারণে দেনার বিষয়টি এখন সামনে এলেও এ নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কেউ কিছু বলতে পারেননি ৷ তাই সব সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.