ETV Bharat / state

মেদিনীপুরে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান, সচেতনতার বার্তা পুলিশের

পুলিশ ও প্রশাসনের পক্ষে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় শব্দবাজি সহ যে কোনও রকমের আতশবাজির বিরুদ্ধে অভিযান চালানো হল । কোরোনা সংক্রমণের সময় দীপাবলিতে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে শব্দবাজি ফাটাতে নিষেধ করেছে হাইকোর্ট । সেই নির্দেশের পরেই পুলিশের পক্ষে এই অভিযান ।

firecracker
শব্দবাজি বন্ধ রাখার আবেদন পুলিশের
author img

By

Published : Nov 7, 2020, 4:24 PM IST

মেদিনীপুর, 7 নভেম্বর : হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর জেলায় জেলায় এবার আতশবাজি-শব্দবাজির বিরুদ্ধে অভিযানে মেদিনীপুর পুলিশ। মেদিনীপুর শহর ও বিভিন্ন প্রান্তে এই অভিযানে নামে পুলিশ প্রশাসন । পুলিশের পক্ষে প্রদীপ জ্বালিয়ে কালীপুজো ও দীপাবলি পালনে সচেতনতার বার্তাও দেওয়া হয়।

হাইকোর্টের নির্দেশের পর অবশেষে জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় শব্দবাজি সহ যে কোনও রকমের আতশবাজির বিরুদ্ধে অভিযান চালানো হল পুলিশ প্রশাসনের পক্ষে। মেদিনীপুর শহরের নিমতলা চক, বিবিগঞ্জ, বড়বাজার, সাহাভরঙ বাজার, সঙ্গত বাজার সহ বিস্তীর্ণ এলাকার বাজির দোকানে হানা দেয় পুলিশ। এদিন পুলিশ মাইকিংয়ের মাধ্যমে যেমন একদিকে শব্দবাজির বিরুদ্ধে জনগণকে সচেতনতার বার্তা দেয়, তেমনি বিভিন্ন ধরনের আতশবাজিও বাজেয়াপ্ত করে। এদিন তারা সঙ্গত বাজারে গিয়ে একটি বাজি দোকানে থেকে প্রচুর পরিমাণে বাজি আটক করে। বিভিন্ন ধরনের শব্দবাজি, তুবড়ি চরকি বাজেয়াপ্ত করে পুলিশ।এছাড়াও মাইকিংয়ের মাধ্যমে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে শব্দবাজির বিরুদ্ধে প্রচার করে পুলিশ।

কোরোনা আবহে সচেতন বার্তায় পুলিশ সাধারণ মানুষের কাছে আবেদন করে, দুর্গাপুজোর মতোই কালীপুজো ও দীপাবলি পালনেও কোথাও জনসমাগম না করে সামাজিক দূরত্ব বজায় রাখতে । দীপাবলি ও কালীপুজোতে কোনও প্রকার আতশবাজি ও শব্দবাজি না ফাটাতে নিষেদ করা হয় পুলিশের পক্ষ থেকে । পরিবেশ দূষণ প্রতিরোধে প্রশাসনের এই ভূমিকা সকলের প্রশংসা পায় ।

IC পার্থ পাল বলেন, "দুর্গাপুজোয় যেভাবে মানুষ জমায়েত না হয়ে কোরোনা সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেভাবেই যেন কালীপুজোতেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন । ঘরে থেকে মাটির প্রদীপ জ্বালিয়ে কালীপুজো পালন করুক সবাই।"

মেদিনীপুর, 7 নভেম্বর : হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর জেলায় জেলায় এবার আতশবাজি-শব্দবাজির বিরুদ্ধে অভিযানে মেদিনীপুর পুলিশ। মেদিনীপুর শহর ও বিভিন্ন প্রান্তে এই অভিযানে নামে পুলিশ প্রশাসন । পুলিশের পক্ষে প্রদীপ জ্বালিয়ে কালীপুজো ও দীপাবলি পালনে সচেতনতার বার্তাও দেওয়া হয়।

হাইকোর্টের নির্দেশের পর অবশেষে জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় শব্দবাজি সহ যে কোনও রকমের আতশবাজির বিরুদ্ধে অভিযান চালানো হল পুলিশ প্রশাসনের পক্ষে। মেদিনীপুর শহরের নিমতলা চক, বিবিগঞ্জ, বড়বাজার, সাহাভরঙ বাজার, সঙ্গত বাজার সহ বিস্তীর্ণ এলাকার বাজির দোকানে হানা দেয় পুলিশ। এদিন পুলিশ মাইকিংয়ের মাধ্যমে যেমন একদিকে শব্দবাজির বিরুদ্ধে জনগণকে সচেতনতার বার্তা দেয়, তেমনি বিভিন্ন ধরনের আতশবাজিও বাজেয়াপ্ত করে। এদিন তারা সঙ্গত বাজারে গিয়ে একটি বাজি দোকানে থেকে প্রচুর পরিমাণে বাজি আটক করে। বিভিন্ন ধরনের শব্দবাজি, তুবড়ি চরকি বাজেয়াপ্ত করে পুলিশ।এছাড়াও মাইকিংয়ের মাধ্যমে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে শব্দবাজির বিরুদ্ধে প্রচার করে পুলিশ।

কোরোনা আবহে সচেতন বার্তায় পুলিশ সাধারণ মানুষের কাছে আবেদন করে, দুর্গাপুজোর মতোই কালীপুজো ও দীপাবলি পালনেও কোথাও জনসমাগম না করে সামাজিক দূরত্ব বজায় রাখতে । দীপাবলি ও কালীপুজোতে কোনও প্রকার আতশবাজি ও শব্দবাজি না ফাটাতে নিষেদ করা হয় পুলিশের পক্ষ থেকে । পরিবেশ দূষণ প্রতিরোধে প্রশাসনের এই ভূমিকা সকলের প্রশংসা পায় ।

IC পার্থ পাল বলেন, "দুর্গাপুজোয় যেভাবে মানুষ জমায়েত না হয়ে কোরোনা সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেভাবেই যেন কালীপুজোতেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন । ঘরে থেকে মাটির প্রদীপ জ্বালিয়ে কালীপুজো পালন করুক সবাই।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.