ETV Bharat / state

ঘাটালে BJP-তৃণমূল সংঘর্ষ, মাথা ফাটল OC-র

ঘাটালে BJP-তৃণমূল সংঘর্ষ । আক্রান্ত ঘাটাল থানার OC দেবাংশু ভৌমিক । ঘটনায় কয়েকজনকে আটক করেছে ঘাটাল থানার পুলিশ ।

Ghatal TMC-BJP clash
ঘাটালে BJP-তৃণমূল সংঘর্ষে মাথা ফাটল OC-র
author img

By

Published : Sep 4, 2020, 7:02 AM IST

Updated : Sep 4, 2020, 8:08 AM IST

ঘাটাল , 4 সেপ্টেম্বর : তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হলেন ঘাটাল থানার OC । তাঁর মাথায় আঘাত লাগে । ঘাটাল থানার বরদচৌকন রানিবাজার এলাকার ঘটনা । আহত OC দেবাংশু ভৌমিক স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনায় আহত হয়েছেন আরও এক পুলিশকর্মী । পুলিশের উপর হামলার ঘটনায় কয়েকজনকে আটক করেছে ঘাটাল থানার পুলিশ ।

তৃণমূলের দাবি, রানিবাজারে তাদের দলীয় কার্যালয়ে তালা দিয়ে রেখেছিল BJP । চাবি চাইতে গিয়ে BJP-র লোকজন তাদের কর্মীদের উপর হামলা চালায় । এদিকে কার্যালয়ে তালা দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ । সেই সময় আহত হন OC দেবাংশু ভৌমিক । অপর এক পুলিশকর্মীও চোট পান ।

এই প্রসঙ্গে ঘাটালের বিধায়ক শংকর দোলুই বলেন, BJP-র লোকজন পরিকল্পিতভাবে পিছন থেকে OC-কে আক্রমণ করে । তিনি নিজে এই ঘটনার সাক্ষী ।আজ এর প্রতিবাদে পথে নামবে তারা । তিনি বলেন, "আমাদের পার্টি অফিসে BJP জোর করে চাবি দিয়ে দেয় । আমরা সেই চাবি আনতে গেলে BJP-র লোকজন লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে । এই সময় থানার OC খবর পেয়ে আসেন । তিনি আক্রান্ত হন । তাঁর মাথা ফাটে এবং তাঁর সঙ্গে থাকা আরও এক কনস্টেবল আক্রান্ত হন । তাঁর হাত ভেঙেছে । আমরা BJP-র এই ঘৃণ্য চক্রান্তের নিন্দা করছি । "

ঘাটালে BJP-তৃণমূল সংঘর্ষে মাথা ফাটল OC-র , এই বিষয়ে কী বলছেন ঘাটালের তৃণমূল বিধায়ক , শুনে নিন
অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব। এই প্রসঙ্গে BJP-র ঘাটাল দক্ষিণ মণ্ডল সভাপতি শীতল কপাট বলেন , "তৃণমূল যে ধরনের দুর্নীতির কাজ করছে তা দেখে স্থানীয় মানুষ তাদের পার্টি অফিসে তালা দিয়েছিল । এরপর আজ তৃণমূল এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করে । এর সঙ্গে BJP-র কোনও যোগ নেই । সন্ধ্যায় তৃণমূলের লোকজন সেখানে গিয়ে BJP কর্মীদের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করে । সেই সময় BJP-র কয়েকজন কর্মী তা আটকাতে গেলে গন্ডগোল হয় । এই অবস্থায় পুলিশ তা থামানোর পরিবর্তে লাঠিচার্জ করে । সেই সময় তৃণমূলের লোকজনই OC-কে আঘাত করে । তাঁর মাথা ফেটে যায় । যদিও তৃণমূল মেরেছে এটা কখনও পুলিশ বলবে না । এখানে আমাদের BJP-র লোকেদের জড়ানো হচ্ছে । আমরা কোনওভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত নই ।"

ঘাটাল , 4 সেপ্টেম্বর : তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হলেন ঘাটাল থানার OC । তাঁর মাথায় আঘাত লাগে । ঘাটাল থানার বরদচৌকন রানিবাজার এলাকার ঘটনা । আহত OC দেবাংশু ভৌমিক স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনায় আহত হয়েছেন আরও এক পুলিশকর্মী । পুলিশের উপর হামলার ঘটনায় কয়েকজনকে আটক করেছে ঘাটাল থানার পুলিশ ।

তৃণমূলের দাবি, রানিবাজারে তাদের দলীয় কার্যালয়ে তালা দিয়ে রেখেছিল BJP । চাবি চাইতে গিয়ে BJP-র লোকজন তাদের কর্মীদের উপর হামলা চালায় । এদিকে কার্যালয়ে তালা দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ । সেই সময় আহত হন OC দেবাংশু ভৌমিক । অপর এক পুলিশকর্মীও চোট পান ।

এই প্রসঙ্গে ঘাটালের বিধায়ক শংকর দোলুই বলেন, BJP-র লোকজন পরিকল্পিতভাবে পিছন থেকে OC-কে আক্রমণ করে । তিনি নিজে এই ঘটনার সাক্ষী ।আজ এর প্রতিবাদে পথে নামবে তারা । তিনি বলেন, "আমাদের পার্টি অফিসে BJP জোর করে চাবি দিয়ে দেয় । আমরা সেই চাবি আনতে গেলে BJP-র লোকজন লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে । এই সময় থানার OC খবর পেয়ে আসেন । তিনি আক্রান্ত হন । তাঁর মাথা ফাটে এবং তাঁর সঙ্গে থাকা আরও এক কনস্টেবল আক্রান্ত হন । তাঁর হাত ভেঙেছে । আমরা BJP-র এই ঘৃণ্য চক্রান্তের নিন্দা করছি । "

ঘাটালে BJP-তৃণমূল সংঘর্ষে মাথা ফাটল OC-র , এই বিষয়ে কী বলছেন ঘাটালের তৃণমূল বিধায়ক , শুনে নিন
অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব। এই প্রসঙ্গে BJP-র ঘাটাল দক্ষিণ মণ্ডল সভাপতি শীতল কপাট বলেন , "তৃণমূল যে ধরনের দুর্নীতির কাজ করছে তা দেখে স্থানীয় মানুষ তাদের পার্টি অফিসে তালা দিয়েছিল । এরপর আজ তৃণমূল এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করে । এর সঙ্গে BJP-র কোনও যোগ নেই । সন্ধ্যায় তৃণমূলের লোকজন সেখানে গিয়ে BJP কর্মীদের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করে । সেই সময় BJP-র কয়েকজন কর্মী তা আটকাতে গেলে গন্ডগোল হয় । এই অবস্থায় পুলিশ তা থামানোর পরিবর্তে লাঠিচার্জ করে । সেই সময় তৃণমূলের লোকজনই OC-কে আঘাত করে । তাঁর মাথা ফেটে যায় । যদিও তৃণমূল মেরেছে এটা কখনও পুলিশ বলবে না । এখানে আমাদের BJP-র লোকেদের জড়ানো হচ্ছে । আমরা কোনওভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত নই ।"
Last Updated : Sep 4, 2020, 8:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.