ঘাটাল , 4 সেপ্টেম্বর : তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হলেন ঘাটাল থানার OC । তাঁর মাথায় আঘাত লাগে । ঘাটাল থানার বরদচৌকন রানিবাজার এলাকার ঘটনা । আহত OC দেবাংশু ভৌমিক স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনায় আহত হয়েছেন আরও এক পুলিশকর্মী । পুলিশের উপর হামলার ঘটনায় কয়েকজনকে আটক করেছে ঘাটাল থানার পুলিশ ।
তৃণমূলের দাবি, রানিবাজারে তাদের দলীয় কার্যালয়ে তালা দিয়ে রেখেছিল BJP । চাবি চাইতে গিয়ে BJP-র লোকজন তাদের কর্মীদের উপর হামলা চালায় । এদিকে কার্যালয়ে তালা দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ । সেই সময় আহত হন OC দেবাংশু ভৌমিক । অপর এক পুলিশকর্মীও চোট পান ।
এই প্রসঙ্গে ঘাটালের বিধায়ক শংকর দোলুই বলেন, BJP-র লোকজন পরিকল্পিতভাবে পিছন থেকে OC-কে আক্রমণ করে । তিনি নিজে এই ঘটনার সাক্ষী ।আজ এর প্রতিবাদে পথে নামবে তারা । তিনি বলেন, "আমাদের পার্টি অফিসে BJP জোর করে চাবি দিয়ে দেয় । আমরা সেই চাবি আনতে গেলে BJP-র লোকজন লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে । এই সময় থানার OC খবর পেয়ে আসেন । তিনি আক্রান্ত হন । তাঁর মাথা ফাটে এবং তাঁর সঙ্গে থাকা আরও এক কনস্টেবল আক্রান্ত হন । তাঁর হাত ভেঙেছে । আমরা BJP-র এই ঘৃণ্য চক্রান্তের নিন্দা করছি । "