মেদিনীপুর, 10 ডিসেম্বর: পাঁচ বছর পর রবিবার ফের রাজ্যে হতে চলেছে টেট পরীক্ষা (WB TET 2022) ৷ আর সেই পরীক্ষাকে ঘিরেই কড়া ব্যবস্থা নিতে চলেছে পুলিশ এবং জেলা প্রশাসন । তারই চিত্র উঠে এল মেদিনীপুরে (Midnapore) ৷
পরীক্ষার আগের দিন অর্থাৎ শনিবার এলাকার ব্যস্ত মোড়গুলিতে দোকানদার ও গাড়ি চালকদের সতর্ক করা হয় (Police aware people to avoid traffic jams)। কোতোয়ালি থানার পুলিশ দফায় দফায় অভিযান চালায় শহরজুড়ে । যানজট এড়াতে পুলিশের তরফে দেওয়া হয় কড়া নির্দেশিকা ।
মূলত টেট পরীক্ষার্থীরা (TET examination) যাতে আসা-যাওয়ার ক্ষেত্রে কোনওরকম সমস্যায় না পড়ে ৷ এর পাশাপাশি টোটো, অটো বা ছোট-বড় গাড়ির জেরে যাতে যানজট সৃষ্টি না হয়, তার জন্য দেওয়া হল সতর্কবার্তা । দোকানদারদের পুলিশের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, জিনিস কিনতে এসে মানুষ দু'চাকা বা চার চাকার গাড়ি রাস্তার উপর না-রাখে। এদিকে নজর রাখতে হবে দোকানদারদেরই ৷ শনিবার গোলকূয়াচক, কোতোয়ালি বাজার, স্কুল বাজার, পঞ্চুরচক, কলেজ মোড়, এলআইসি, কেরানিটোলা ও বটতলা-সহ ব্যস্ত মোড়গুলিতে গাড়ি রাখা নিয়ে এক প্রস্থ অভিযান চালায় কোতোয়ালি পুলিশের একটি বিশেষ দল।
আরও পড়ুন: রাত পোহালেই টেট, বিতর্ক এড়াতে নিরাপত্তায় জোর পর্ষদের