চন্দ্রকোনা, 28 অগস্ট: যুবকের লালাসার শিকার গৃহকর্ত্রী ৷ প্রৌঢ়া গৃহকর্ত্রীকে ধর্ষণের অভিযোগ পরিচারকের বিরুদ্ধে (Maid Accused to Rape a Woman) ৷ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ঘটনাটি ঘটেছে ৷ অভিযুক্ত যুবক শ্যামাপদ সাঁতরাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ তাকে নিজেদের হেফাজতে রেখে তদন্ত শুরু করেছে ৷
জানা গিয়েছে, প্রৌঢ়ার দুই ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন । ফলে বাড়িতে স্বামীর সঙ্গে থাকতেন ওই প্রৌঢ়া ৷ ওই যুবক নির্যাতিতার বাড়িতে কাজ করত ৷ সেই সুযোগেই ষাটোর্ধ্ব ওই মহিলাকে নির্যাতন করে পরিচারক ৷ গত 24 অগস্ট রাতে ওই প্রৌঢ়ার উপর অত্যাচার চালায় সে ৷ প্রৌঢ়ার স্বামী বিশেষভাবে সক্ষম হওয়ায় তিনি বাধা দিতে পারেননি ৷
আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণ, 20 বছরের জেল অভিযুক্তর
শুক্রবার চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ প্রৌঢ়ার অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে ৷