ETV Bharat / state

Daughter returns to mother: পালিতা মায়ের কাছে ফিরল ছোট্ট পিউ, ষষ্ঠীতেই অষ্টমীর আনন্দ দোলুই পরিবারে

একদিকে পালিতা মা, অন্যদিকে জন্মদাত্রী মা (Daughter returns to mother)। আইনি জটে প্রায় তিন বছর আগে মেয়েকে পালিতা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে সরকারি হোমে পাঠিয়ে দিয়েছিল প্রশাসন । অবশেষে দুর্গা চতুর্থীতে পালিতা মায়ের কাছে ফিরল ছোট্ট পিউ (Pew returned to her foster mother) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 1, 2022, 5:40 PM IST

অজবনগর, 1 অক্টোবর: প্রায় তিন বছরের আইনি লড়াই ৷ শেষমেষ এক হল মা-মেয়ে ৷ পালিতা মায়ের কাছে ফিরে গেল পিউ (Daughter returns to mother)। মেয়েকে ফিরে পেয়ে বোধনের আগেই খুশির হাওয়া ঘাটালের অজবনগর গ্রামের দোলুই পরিবারে । তিন বছরের দুঃখ কাটিয়ে পুজোর সঙ্গে নতুন করে পাওনা পিউকে (Pew returned to her foster mother) ।

এক মেয়েকে নিয়ে দাবিদার ছিল দুই মা । একদিকে পালিতা মা, অন্যদিকে জন্মদাত্রী মা । আইনি জটে প্রায় তিন বছর আগে মেয়েকে পালিতা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে সরকারি হোমে পাঠিয়ে দিয়েছিল প্রশাসন । দীর্ঘ সময় হোমে কাটানোর পরে আইনি জট কাটিয়ে অবশেষে চতুর্থীতে পালিতা মা ফিরে পেল তাঁর মেয়েকে ।

জানা গিয়েছে, অজবনগরের দেবু দোলুই ও ছবি দোলুই-এর বাড়িতে পিউ হাসিখুশিতেই বড় হচ্ছিল । অভাবি সংসারে দেবু ও ছবি আদর-যত্ন দিয়ে ছোট থেকে তাঁকে স্নেহের সঙ্গে কোলে-পিঠে করে বড় করেছে । কিন্তু পিউ যখন 12 বছরের, তখনই হঠাৎ ছন্দপতন । জন্মদাত্রী মা দাবি করে প্রশাসনিক কর্তাদের নিয়ে এসে হাজির হন এক মহিলা । এই মহিলার নাম ইতু সামন্ত, বাড়ি ঘাটালের খড়ার শহরে । তাঁর দাবি, দু'বছর বয়সে মেয়ে হারিয়ে গিয়েছিল । এখন সেই মেয়েকে তিনি নিজের বাড়িতে নিয়ে যেতে চান ।

আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম মেয়েকে খাইয়ে দিতে 'মা রোবট' বানালেন গোয়ার দিনমজুর

অন্যদিকে, পালিতা মা'র দাবি, মেয়েকে ছোট্ট থেকে আদর-যত্ন দিয়ে এত বড় করেছেন ৷ তাকে ছেড়ে কোনওভাবেই থাকতে পারবেন না । অবশেষে আইনি জটিলতায় পালিতা মায়ের কাছ থেকে পিউকে মেদিনীপুরের সরকারি হোমে পাঠিয়ে দিয়েছিল চাইল্ড লাইন এবং পুলিশ-প্রশাসন । তারপর সেই হোমেই বড় হচ্ছিল পিউ । অবশেষে দুর্গা চতুর্থীতে পালিতা মায়ের কাছে ফিরল ছোট্ট পিউ ৷ হোম কর্তৃপক্ষ সুনির্দিষ্টভাবে পিউকে পালিতা মায়ের হাতেই তুলে দিয়েছে ।

অজবনগর, 1 অক্টোবর: প্রায় তিন বছরের আইনি লড়াই ৷ শেষমেষ এক হল মা-মেয়ে ৷ পালিতা মায়ের কাছে ফিরে গেল পিউ (Daughter returns to mother)। মেয়েকে ফিরে পেয়ে বোধনের আগেই খুশির হাওয়া ঘাটালের অজবনগর গ্রামের দোলুই পরিবারে । তিন বছরের দুঃখ কাটিয়ে পুজোর সঙ্গে নতুন করে পাওনা পিউকে (Pew returned to her foster mother) ।

এক মেয়েকে নিয়ে দাবিদার ছিল দুই মা । একদিকে পালিতা মা, অন্যদিকে জন্মদাত্রী মা । আইনি জটে প্রায় তিন বছর আগে মেয়েকে পালিতা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে সরকারি হোমে পাঠিয়ে দিয়েছিল প্রশাসন । দীর্ঘ সময় হোমে কাটানোর পরে আইনি জট কাটিয়ে অবশেষে চতুর্থীতে পালিতা মা ফিরে পেল তাঁর মেয়েকে ।

জানা গিয়েছে, অজবনগরের দেবু দোলুই ও ছবি দোলুই-এর বাড়িতে পিউ হাসিখুশিতেই বড় হচ্ছিল । অভাবি সংসারে দেবু ও ছবি আদর-যত্ন দিয়ে ছোট থেকে তাঁকে স্নেহের সঙ্গে কোলে-পিঠে করে বড় করেছে । কিন্তু পিউ যখন 12 বছরের, তখনই হঠাৎ ছন্দপতন । জন্মদাত্রী মা দাবি করে প্রশাসনিক কর্তাদের নিয়ে এসে হাজির হন এক মহিলা । এই মহিলার নাম ইতু সামন্ত, বাড়ি ঘাটালের খড়ার শহরে । তাঁর দাবি, দু'বছর বয়সে মেয়ে হারিয়ে গিয়েছিল । এখন সেই মেয়েকে তিনি নিজের বাড়িতে নিয়ে যেতে চান ।

আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম মেয়েকে খাইয়ে দিতে 'মা রোবট' বানালেন গোয়ার দিনমজুর

অন্যদিকে, পালিতা মা'র দাবি, মেয়েকে ছোট্ট থেকে আদর-যত্ন দিয়ে এত বড় করেছেন ৷ তাকে ছেড়ে কোনওভাবেই থাকতে পারবেন না । অবশেষে আইনি জটিলতায় পালিতা মায়ের কাছ থেকে পিউকে মেদিনীপুরের সরকারি হোমে পাঠিয়ে দিয়েছিল চাইল্ড লাইন এবং পুলিশ-প্রশাসন । তারপর সেই হোমেই বড় হচ্ছিল পিউ । অবশেষে দুর্গা চতুর্থীতে পালিতা মায়ের কাছে ফিরল ছোট্ট পিউ ৷ হোম কর্তৃপক্ষ সুনির্দিষ্টভাবে পিউকে পালিতা মায়ের হাতেই তুলে দিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.