ঘাটাল, 6 এপ্রিল : কিছুতেই বাগে আসছে না পেট্রল ও ডিজেলের দাম । তার সঙ্গে বাড়বাড়ন্ত গ্যাসের দাম । সেঞ্চুরি পার করল ডিজেল, পেট্রল ৷ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, ঘাটালে ডিজেল লিটার প্রতি 100.23 টাকা আর পেট্রোল লিটার প্রতি 115.58 টাকা (Petrol-Diesel Price Hiked in West Midnapore)।
পেট্রোপণ্যের দাম বেড়েই চলছে দিন দিন । প্রতিদিনই 30 পয়সা থেকে 85 পয়সা দাম বেড়ে চলেছে । পেট্রলের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে ডিজেলের । দাম বাড়ছে গৃহস্থের জ্বালানি গ্যাসেরও । গত মাসখানেক আগে 105 টাকা করে লিটার পিছু পেট্রলের দাম প্রায় মাস তিনেক স্থায়ী হয় । কিন্তু পৌরভোট শেষ হতেই দামের হার বৃদ্ধি হতে থাকে । শেষ পর্যন্ত এদিন সকালে জঙ্গলমহলে পেট্রলের লিটার পিছু দাম দাঁড়াল 115 টাকা 58 পয়সা (Petrol-Diesel Price Hike) ।
অপরদিকে পেট্রলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ডিজেলের দাম । ডিজেল সেঞ্চুরি হাঁকাল সকাল সকাল । ডিজেলের দাম হয় এদিন 100.23 টাকা । জঙ্গলমহলের বেশিরভাগ অংশই কৃষির উপর নির্ভরশীল যেখানে আলু ধান গম সহ একাধিক ফসলের চাষ হয় । যেখান থেকে আলু দেশ বিদেশে রপ্তানি হয় সেখানে ডিজেলের উপর নির্ভরশীল চাষিরা এই সেঞ্চুরির দামে আতঙ্কিত হয়ে পডেছে । কারণ বেশির ভাগই চাষবাস এখন যন্ত্রপাতির মাধ্যমে হয় ৷ চাষবাসের জন্য প্রচুর পরিমাণে ডিজেল লাগে মূলত মেশিন চালানোর প্রয়োজনে । কিন্তু ক্রমবর্ধমান ডিজেলের দাম বেড়ে চলায় চিন্তায় পড়ে গিয়েছে চাষিরা ।
সাত সকালে ডিজেলের দাম সেঞ্চুরি দেখে হতবাক এবং ক্ষুব্ধ ঘাটাল মহকুমার কৃষিপ্রধান এলাকার মানুষজন । প্রতিদিন জ্বালানির দাম 80 থেকে 85 পয়সা করে বেড়েই চলেছে বলে দাবি পাম্প কর্মীদের । সবাই চাইছেন এক বাক্যে সরকার অবিলম্বে পেট্রোপণ্যের দাম কমাক ৷ না হলে চাষবাস তো হবেই না, উল্টে ব্যবসা-বাণিজ্য হবে না ৷ ফলে না খেতে পেয়ে মরবে জঙ্গলমহল ।
স্থানীয় বাসিন্দা পারিখ সামন্ত এ বিষয়ে বলেন, "তেল ভরতে এসে আমরা দেখছি ডিজেলের দাম 100.23 টাকা ৷ যেভাবে দাম বাড়ছে তাতে জীবন দূর্বিসহ হয়ে উঠছে ৷ আমরা কৃষিনির্ভরশীল মানুষ এতে খুবই সমস্যা হচ্ছে আমাদের ৷"
ওপর এক স্থানীয় বাসিন্দা শান্তনু বন্দোপাধ্যায় বলেন, "250 টাকা বেতনের কাজ করি আমরা ৷ গাড়ি নিয়ে বাইরে বাইরে কাজে যাই ৷ তেলের দাম বাড়ায় আমরা খুব অসুবিধাতে পড়ছি ৷ প্রচুর পরিমাণে দাম বেড়ে যাচ্ছে ৷"
এছাড়াও ছোট খাটো ব্যবসা-বাণিজ্যের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে, পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধিতে তারাও আতঙ্কিত । চাষিরা আশঙ্কা করছে এই মাসের মধ্যেই হয়তো পেট্রল ও ডিজেল দেড়শ ছাড়িয়ে 200র গণ্ডি অতিক্রম করবে ।
আরও পড়ুন : Petrol-Diesel Price Hike : 80 পয়সা দাম বাড়ল পেট্রল-ডিজ়েলের, আজ কোন শহরে কী দাম ?