মেদিনীপুর, 14 মে : গোটা দেশের সঙ্গে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরেও পালিত হল ইদ ৷ তবে রাজ্য সহ দেশের অন্যত্র যখন সম্পূর্ণ কোভিড বিধি মেনে পালিত হচ্ছে পবিত্র ইদ উৎসব, তখন পশ্চিম মেদিনীপুরের ছবিটা ভয়ঙ্কর ৷ কোভিড বিধি শিকেয় তুলে লাউড স্পিকার এর কম্পিটিশন করে চলছে নাচা-গান, হৈ-হুল্লোড় ৷ ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে ।
যদিও এই বিশৃঙ্খলা পুলিশকে কড়া হাতে মোকাবিলা করতে বলেছেন মেদিনীপুর মুসলিম কমিটি । সারা রাজ্যে কোভিড পরিস্থিতিতে সম্পূর্ণ বিধি মেনেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন মেতেছেন এই পবিত্র উৎসবে । তবে পশ্চিম মেদিনীপুরের ছবিটা বেশ ভয়ঙ্কর ৷ ছড়াতে পারে সংক্রমণ বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা ৷
কয়েকদিন আগেই মেদিনীপুর টাউন মুসলিম কমিটি থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সেই নির্দেশিকা অনুযায়ী কোভিড বিধিকে মান্যতা দিয়ে পালন করতে হবে পবিত্র ইদ উৎসব ৷ তাই মসজিদে নয় বাড়ি থেকেই এই উৎসব পালন করার নির্দেশ দেওয়া হয় ৷ কিন্তু সেই নির্দেশকে উপেক্ষা করে প্রকাশ্যে জমায়েতের মাধ্যমে ইদ উৎসব পালন হল পশ্চিম মেদিনীপুরে ।
উল্লেখ্য কোভিড পরিস্থিতিতে গোটা দেশের সঙ্গে জঙ্গলমহলও দিশেহারা । প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও । দেখা যাচ্ছে বেডের আকাল ৷ সমস্যা অক্সিজেন নিয়েও । রাজ্যজুড়ে চলছে আংশিক লকডাউন ৷ এইসময়, সংখ্যালঘু মানুষেরা জমায়েত হয়ে কীভাবে এই ধরনের অনুষ্ঠানে মেতে উঠলেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন ।