ETV Bharat / state

সামজিক দূরত্ব না মেনেই বই নেওয়ার জন্য জমায়েত অভিভাবকদের

মেদিনীপুর শহরের বিধান নগর এলাকার এক নামী স্কুলের পক্ষ থেকে বিধান নগর এলাকার প্রান্তিক স্কুলের মাঠে অভিবাবকদের হাতে বই তুলে দেওয়ার কথা জানানো হয় ফোন করে l এরপরেই পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের অভিভাবকরা সেই বই সংগ্রহ করতে পৌঁছে যান স্কুলের মাঠে l বই নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় অভিভাবকদের মধ্যে । পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় l

ছবি
ছবি
author img

By

Published : May 7, 2020, 2:28 PM IST

মেদিনীপুর, 7 মে : জেলাকে রেড জো়ন হিসাবে ঘোষণা করা হয়েছে । আর এক কিলোমিটার মধ্যে রয়েছে কনটেনইমেণ্ট বর্ডার । তারই মধ্যে সামাজিক দূরত্ব না মেনে বই নেওয়ার জন্য হুড়োহুড়ি l এই ঘটনায় জেলার এক নামী বেসরকারি স্কুলের বিরুদ্ধে উঠেছে একাধিক প্রশ্ন l শেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় l

ঘটনাটি মেদিনীপুর শহরের বিধান নগর এলাকার । এখানকার এক নামী স্কুলের পক্ষ থেকে বিধান নগর এলাকার প্রান্তিক স্কুলের মাঠে অভিভাবকদের হাতে বই তুলে দেওয়ার কথা জানানো হয় ফোন করে l এরপরেই পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের অভিভাবকরা সেই বই সংগ্রহ করতে পৌঁছে যান স্কুলের মাঠে l বই নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় অভিভাবকদের মধ্যেই l স্কুলের মাঠে ব্যাপক জমায়েত দেখে এলাকাবাসীর তরফে অভিযোগ জানানো হয় এলাকার বিদায়ী কাউন্সিলর মৌ রায়কে l খবর পেয়ে স্কুল মাঠে আসেন মৌ রায় ও তৃণমূল কর্মীরা l এরপরে খবর দেওয়া হয় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশকে l পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় l

এলাকার বিদায়ী কাউন্সিলরের অভিযোগ, স্কুল প্রাঙ্গনের খুব কাছেই কনটেনমেণ্ট জো়ন থাকা সত্ত্বেও কোনও নিয়ম মানা হয়নি । এমনকী বই বিলির জন্য স্কুলের তরফে কোনও অনুমতিও নেওয়া হয়নি । এই বেসরকারি স্কুলটির নিজস্ব মাঠ রয়েছে l তা সত্ত্বেও সেই মাঠ থেকে দুই কিলোমিটার দূরে এই বিধান নগর গ্রাউন্ডে এসে কেন বই বিতরণ সে বিষয়ে সদুত্তরও পাওয়া যায়নি l যদিও, ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষ l সরকারি স্কুল-কলেজ সমস্ত বন্ধ থাকার পরও কিভাবে সোশাল ডিস্ট্যান্স না মেনে বই নিতে চলে এলেন অভিভাবকরা এবং বই বিতরণ শুরু করল স্কুল কর্তৃপক্ষ সেই নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন l

মেদিনীপুর, 7 মে : জেলাকে রেড জো়ন হিসাবে ঘোষণা করা হয়েছে । আর এক কিলোমিটার মধ্যে রয়েছে কনটেনইমেণ্ট বর্ডার । তারই মধ্যে সামাজিক দূরত্ব না মেনে বই নেওয়ার জন্য হুড়োহুড়ি l এই ঘটনায় জেলার এক নামী বেসরকারি স্কুলের বিরুদ্ধে উঠেছে একাধিক প্রশ্ন l শেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় l

ঘটনাটি মেদিনীপুর শহরের বিধান নগর এলাকার । এখানকার এক নামী স্কুলের পক্ষ থেকে বিধান নগর এলাকার প্রান্তিক স্কুলের মাঠে অভিভাবকদের হাতে বই তুলে দেওয়ার কথা জানানো হয় ফোন করে l এরপরেই পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের অভিভাবকরা সেই বই সংগ্রহ করতে পৌঁছে যান স্কুলের মাঠে l বই নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় অভিভাবকদের মধ্যেই l স্কুলের মাঠে ব্যাপক জমায়েত দেখে এলাকাবাসীর তরফে অভিযোগ জানানো হয় এলাকার বিদায়ী কাউন্সিলর মৌ রায়কে l খবর পেয়ে স্কুল মাঠে আসেন মৌ রায় ও তৃণমূল কর্মীরা l এরপরে খবর দেওয়া হয় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশকে l পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় l

এলাকার বিদায়ী কাউন্সিলরের অভিযোগ, স্কুল প্রাঙ্গনের খুব কাছেই কনটেনমেণ্ট জো়ন থাকা সত্ত্বেও কোনও নিয়ম মানা হয়নি । এমনকী বই বিলির জন্য স্কুলের তরফে কোনও অনুমতিও নেওয়া হয়নি । এই বেসরকারি স্কুলটির নিজস্ব মাঠ রয়েছে l তা সত্ত্বেও সেই মাঠ থেকে দুই কিলোমিটার দূরে এই বিধান নগর গ্রাউন্ডে এসে কেন বই বিতরণ সে বিষয়ে সদুত্তরও পাওয়া যায়নি l যদিও, ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষ l সরকারি স্কুল-কলেজ সমস্ত বন্ধ থাকার পরও কিভাবে সোশাল ডিস্ট্যান্স না মেনে বই নিতে চলে এলেন অভিভাবকরা এবং বই বিতরণ শুরু করল স্কুল কর্তৃপক্ষ সেই নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন l

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.