ETV Bharat / state

সামজিক দূরত্ব না মেনেই বই নেওয়ার জন্য জমায়েত অভিভাবকদের - social distance

মেদিনীপুর শহরের বিধান নগর এলাকার এক নামী স্কুলের পক্ষ থেকে বিধান নগর এলাকার প্রান্তিক স্কুলের মাঠে অভিবাবকদের হাতে বই তুলে দেওয়ার কথা জানানো হয় ফোন করে l এরপরেই পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের অভিভাবকরা সেই বই সংগ্রহ করতে পৌঁছে যান স্কুলের মাঠে l বই নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় অভিভাবকদের মধ্যে । পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় l

ছবি
ছবি
author img

By

Published : May 7, 2020, 2:28 PM IST

মেদিনীপুর, 7 মে : জেলাকে রেড জো়ন হিসাবে ঘোষণা করা হয়েছে । আর এক কিলোমিটার মধ্যে রয়েছে কনটেনইমেণ্ট বর্ডার । তারই মধ্যে সামাজিক দূরত্ব না মেনে বই নেওয়ার জন্য হুড়োহুড়ি l এই ঘটনায় জেলার এক নামী বেসরকারি স্কুলের বিরুদ্ধে উঠেছে একাধিক প্রশ্ন l শেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় l

ঘটনাটি মেদিনীপুর শহরের বিধান নগর এলাকার । এখানকার এক নামী স্কুলের পক্ষ থেকে বিধান নগর এলাকার প্রান্তিক স্কুলের মাঠে অভিভাবকদের হাতে বই তুলে দেওয়ার কথা জানানো হয় ফোন করে l এরপরেই পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের অভিভাবকরা সেই বই সংগ্রহ করতে পৌঁছে যান স্কুলের মাঠে l বই নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় অভিভাবকদের মধ্যেই l স্কুলের মাঠে ব্যাপক জমায়েত দেখে এলাকাবাসীর তরফে অভিযোগ জানানো হয় এলাকার বিদায়ী কাউন্সিলর মৌ রায়কে l খবর পেয়ে স্কুল মাঠে আসেন মৌ রায় ও তৃণমূল কর্মীরা l এরপরে খবর দেওয়া হয় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশকে l পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় l

এলাকার বিদায়ী কাউন্সিলরের অভিযোগ, স্কুল প্রাঙ্গনের খুব কাছেই কনটেনমেণ্ট জো়ন থাকা সত্ত্বেও কোনও নিয়ম মানা হয়নি । এমনকী বই বিলির জন্য স্কুলের তরফে কোনও অনুমতিও নেওয়া হয়নি । এই বেসরকারি স্কুলটির নিজস্ব মাঠ রয়েছে l তা সত্ত্বেও সেই মাঠ থেকে দুই কিলোমিটার দূরে এই বিধান নগর গ্রাউন্ডে এসে কেন বই বিতরণ সে বিষয়ে সদুত্তরও পাওয়া যায়নি l যদিও, ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষ l সরকারি স্কুল-কলেজ সমস্ত বন্ধ থাকার পরও কিভাবে সোশাল ডিস্ট্যান্স না মেনে বই নিতে চলে এলেন অভিভাবকরা এবং বই বিতরণ শুরু করল স্কুল কর্তৃপক্ষ সেই নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন l

মেদিনীপুর, 7 মে : জেলাকে রেড জো়ন হিসাবে ঘোষণা করা হয়েছে । আর এক কিলোমিটার মধ্যে রয়েছে কনটেনইমেণ্ট বর্ডার । তারই মধ্যে সামাজিক দূরত্ব না মেনে বই নেওয়ার জন্য হুড়োহুড়ি l এই ঘটনায় জেলার এক নামী বেসরকারি স্কুলের বিরুদ্ধে উঠেছে একাধিক প্রশ্ন l শেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় l

ঘটনাটি মেদিনীপুর শহরের বিধান নগর এলাকার । এখানকার এক নামী স্কুলের পক্ষ থেকে বিধান নগর এলাকার প্রান্তিক স্কুলের মাঠে অভিভাবকদের হাতে বই তুলে দেওয়ার কথা জানানো হয় ফোন করে l এরপরেই পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের অভিভাবকরা সেই বই সংগ্রহ করতে পৌঁছে যান স্কুলের মাঠে l বই নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় অভিভাবকদের মধ্যেই l স্কুলের মাঠে ব্যাপক জমায়েত দেখে এলাকাবাসীর তরফে অভিযোগ জানানো হয় এলাকার বিদায়ী কাউন্সিলর মৌ রায়কে l খবর পেয়ে স্কুল মাঠে আসেন মৌ রায় ও তৃণমূল কর্মীরা l এরপরে খবর দেওয়া হয় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশকে l পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় l

এলাকার বিদায়ী কাউন্সিলরের অভিযোগ, স্কুল প্রাঙ্গনের খুব কাছেই কনটেনমেণ্ট জো়ন থাকা সত্ত্বেও কোনও নিয়ম মানা হয়নি । এমনকী বই বিলির জন্য স্কুলের তরফে কোনও অনুমতিও নেওয়া হয়নি । এই বেসরকারি স্কুলটির নিজস্ব মাঠ রয়েছে l তা সত্ত্বেও সেই মাঠ থেকে দুই কিলোমিটার দূরে এই বিধান নগর গ্রাউন্ডে এসে কেন বই বিতরণ সে বিষয়ে সদুত্তরও পাওয়া যায়নি l যদিও, ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষ l সরকারি স্কুল-কলেজ সমস্ত বন্ধ থাকার পরও কিভাবে সোশাল ডিস্ট্যান্স না মেনে বই নিতে চলে এলেন অভিভাবকরা এবং বই বিতরণ শুরু করল স্কুল কর্তৃপক্ষ সেই নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন l

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.