চন্দ্রকোণা, 2 জানুয়ারি: রাস্তাঘাট থেকে পানীয় জল, আবাস যোজনায় দুর্নীতি-সহ হয়নি গ্রামের কোন উন্নয়নমূলক কাজ । কাজের টাকা গিয়েছে নেতাদের পকেটে বলে অভিযোগ বাসিন্দাদের । গ্রামের উন্নয়ন না-হলে পঞ্চায়েত ভোট বয়কট ৷ এই ডাক দিয়েই পোস্টার দিলেন গ্রামবাসীরা । এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা এক নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের মামুদপুর গ্রামে। তাদের দাবি-দাওয়া নিয়ে পোস্টার দেওয়াকে সমর্থন বিরোধীদের ।
নতুন বছরের শুরুতেই গ্রামে পড়েছে এমনই একাধিক পোস্টার ৷ আর সেই পোস্টারে লেখা মল্লিক পাড়ার রাস্তা হয়নি কেন, তৃণমূল জবাব দাও ৷ রাস্তার টাকা গেল কোথায়, তৃণমূল জবাব দাও ৷ আবাস যোজনার বাড়ি উপযুক্তরা পেল না কেন, তৃণমূল জবাব দাও । এমনকী কার্তিক কর্মকারের বাড়ি হইতে অনিল পাঁজার বাড়ি পর্যন্ত মোরাম রাস্তার টাকা কোথায় গেল, তৃণমূল জবাব দাও । কারণ এই সমস্ত কাজের জন্য সরকারি বোর্ড লাগানো হয়েছে, কিন্তু হয়নি কোনও কাজ বলে অভিযোগ (Panchayat election boycott Poster against TMC)।
যদিও গ্রামবাসীদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তাঘাট থেকে পানীয় জল এমনকী আবাস যোজনা, সমস্ত কিছু থেকেই বঞ্চিত তারা । এই গ্রামের মল্লিক পাড়ায় প্রায় 70টি পরিবারের বাস ৷ প্রতিনিয়ত প্রশাসনের কাছে অবহেলার শিকার তারা । তাই এবার আগে উন্নয়ন, তারপরে ভোট ডাক গ্রামের মানুষদের । এলাকার তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ তুলেছে তারা । এলাকার মানুষের এই ধরনের পোস্টারকে সমর্থন করেছে সিপিএম ও বিজেপি ।
আরও পড়ুন: আবাস যোজনায় নাম তৃণমূল নেতার পরিবারের, বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপির
বিজেপি ক্ষীরপাই মন্ডলের সহ-সভাপতি বাপ্পাদিত্য পাত্র বলেন, "আমরা গ্রামবাসীদের পাশে আছি ৷ গ্রামে তৃণমূল আমলে কোনও উন্নয়ন হয়নি ৷ বরং রাস্তাঘাট থেকে আবাস যোজনা একের পর এক দুর্নীতি হয়েছে ৷ এ বিষয়ে তৃণমুল পরিচালিত জাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ চক্রবর্তীর অবশ্য দাবি, "এই সরকারের আমলে সমস্ত জায়গায় উন্নয়ন হয়েছে । এইসব বিরোধীদের চক্রান্ত ।" যদিও চন্দ্রকোনা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলুই বলেন, "গ্রামের পানীয় জলের একটু সমস্যা হয়েছিল আমরা দ্রুত সমাধানের চেষ্টা করেছি । গ্রামে মানুষদের মতবিরোধের কারণে উন্নয়ন হয়নি ।"
আরও পড়ুন: টাকার ভাগ সবাই পায় ! আবাস যোজনার টাকা আত্মসাৎ নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা