ETV Bharat / state

জেলার তথ্য এক ছাতার তলায়, চালু মেদিনীপুর কালেক্টরেট মিউজ়িয়াম - latest news of medinipur

পুরাতত্ত্ব নিদর্শন, বিভিন্ন মন্দির, তথ্য সামগ্রী নিয়ে শুরু হল মেদিনীপুরের কালেক্টরেট মিউজ়িয়ামের পথচলা ৷ গতকাল এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মিউজ়িয়ামের উদ্বোধন করেন জেলাশাসক রেশমি কোমল ৷

museum
কালেক্টরেট মিউজ়িয়াম
author img

By

Published : Feb 11, 2020, 7:49 PM IST

Updated : Feb 11, 2020, 11:46 PM IST

মেদিনীপুর, 11 ফেব্রুয়ারি : জেলার সমস্ত তথ্য ও তত্ত্ব মিলবে এবার এক জায়গাতেই ৷ পুরাতত্ত্ব নিদর্শন ,তথ্য-তত্ত্ব, অডিয়ো-ভিজ়ুয়াল উপস্থাপনা দিয়ে মেদিনীপুর কলেজ ও জেলা কালেক্টরের যৌথ উদ্যোগে চালু হল কালেক্টরেট মিউজ়িয়াম । মিউজ়িয়ামে দেখভালের দায়িত্ব থাকবেন মেদিনীপুর কলেজের ছাত্র-ছাত্রীরা ৷ গতকাল জেলাশাসক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করলেন এই মিউজ়িয়ামের ৷

এই কালেক্টরেট মিউজ়িয়াম কী ? মূলত পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ ভৌগোলিক তথ্য ও তত্ত্ব দেখা যাবে এই মিউজ়িয়ামে ৷ সেখানকার বিভিন্ন আসবাবপত্র, তথ্য নিদর্শন, উৎপন্ন দ্রব্য থাকবে এই মিউজ়িয়ামে । গতকাল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে মিউজ়িয়ামের উদ্বোধন করেন জেলাশাসক ডক্টর রেশমি কমল ৷ মিউজ়িয়ামে ঘুরতে আসা দর্শকদের গাইড করা এবং তথ্য ও তত্ত্ব সম্পর্কে বোঝানোর দায়িত্বে থাকছেন ছাত্র-ছাত্রীরাই । এই মিউজ়িয়ামে থাকছে তৎকালীন সময়ে বিপ্লবীদের বিভিন্ন পুরোনো বই, বিভিন্ন নিদর্শন ৷ অডিয়ো ভিজ়ুয়াল উপস্থাপনার মাধ্যমে দেখানো হবে মেদিনীপুরের ঐতিহাসিক বিভিন্ন জায়গার তথ্য । বিশেষ করে গনগনি ,কুরুম্বেরা ,কর্ণগড় মন্দির ,মন্দিরময় পাথরাসহ মেদিনীপুরের ঐতিহাসিক বিভিন্ন দেব-দেবীর মন্দির এবং বিপ্লবীদের জন্মস্থান সম্পর্কে তথ্য থাকছে মিউজ়িয়ামে ৷

দেখুন মিউজ়িয়ামের ভিডিয়ো

মিউজ়িয়াম উদ্বোধন করে ডক্টর রেশমি কোমল বলেন, "মিউজ়িয়ামের এই বাড়িটি পুরোনো DM বিল্ডিং ছিল ৷ নতুন বিল্ডিং চালু করার পর এই বিল্ডিংটি ভাঙা অবস্থায় পড়েছিল । এই বিল্ডিংটিকে সংস্কার করে কালেক্টরেট মিউজ়িয়াম চালু করা হল জেলাবাসীর জন্য । এখানে জেলার তরুণ প্রজন্মসহ সবাই এই মিউজ়িয়ামে নিদর্শনগুলো দেখতে পারবেন ।"

মেদিনীপুর, 11 ফেব্রুয়ারি : জেলার সমস্ত তথ্য ও তত্ত্ব মিলবে এবার এক জায়গাতেই ৷ পুরাতত্ত্ব নিদর্শন ,তথ্য-তত্ত্ব, অডিয়ো-ভিজ়ুয়াল উপস্থাপনা দিয়ে মেদিনীপুর কলেজ ও জেলা কালেক্টরের যৌথ উদ্যোগে চালু হল কালেক্টরেট মিউজ়িয়াম । মিউজ়িয়ামে দেখভালের দায়িত্ব থাকবেন মেদিনীপুর কলেজের ছাত্র-ছাত্রীরা ৷ গতকাল জেলাশাসক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করলেন এই মিউজ়িয়ামের ৷

এই কালেক্টরেট মিউজ়িয়াম কী ? মূলত পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ ভৌগোলিক তথ্য ও তত্ত্ব দেখা যাবে এই মিউজ়িয়ামে ৷ সেখানকার বিভিন্ন আসবাবপত্র, তথ্য নিদর্শন, উৎপন্ন দ্রব্য থাকবে এই মিউজ়িয়ামে । গতকাল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে মিউজ়িয়ামের উদ্বোধন করেন জেলাশাসক ডক্টর রেশমি কমল ৷ মিউজ়িয়ামে ঘুরতে আসা দর্শকদের গাইড করা এবং তথ্য ও তত্ত্ব সম্পর্কে বোঝানোর দায়িত্বে থাকছেন ছাত্র-ছাত্রীরাই । এই মিউজ়িয়ামে থাকছে তৎকালীন সময়ে বিপ্লবীদের বিভিন্ন পুরোনো বই, বিভিন্ন নিদর্শন ৷ অডিয়ো ভিজ়ুয়াল উপস্থাপনার মাধ্যমে দেখানো হবে মেদিনীপুরের ঐতিহাসিক বিভিন্ন জায়গার তথ্য । বিশেষ করে গনগনি ,কুরুম্বেরা ,কর্ণগড় মন্দির ,মন্দিরময় পাথরাসহ মেদিনীপুরের ঐতিহাসিক বিভিন্ন দেব-দেবীর মন্দির এবং বিপ্লবীদের জন্মস্থান সম্পর্কে তথ্য থাকছে মিউজ়িয়ামে ৷

দেখুন মিউজ়িয়ামের ভিডিয়ো

মিউজ়িয়াম উদ্বোধন করে ডক্টর রেশমি কোমল বলেন, "মিউজ়িয়ামের এই বাড়িটি পুরোনো DM বিল্ডিং ছিল ৷ নতুন বিল্ডিং চালু করার পর এই বিল্ডিংটি ভাঙা অবস্থায় পড়েছিল । এই বিল্ডিংটিকে সংস্কার করে কালেক্টরেট মিউজ়িয়াম চালু করা হল জেলাবাসীর জন্য । এখানে জেলার তরুণ প্রজন্মসহ সবাই এই মিউজ়িয়ামে নিদর্শনগুলো দেখতে পারবেন ।"

Last Updated : Feb 11, 2020, 11:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.