ETV Bharat / state

বেলদায় বাজ পড়ে মৃত 1

চাষের কাজে মাঠে গেছিলেন বেলদার অমর্ষিয়ার স্বপন জানা ৷ বিকেল চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ ঙ্গে সঙ্গে পাশের জমিতে থাকা অন্য চাষিরা তাঁকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ হাসপাতালেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 16, 2019, 7:48 PM IST

বেলদা, 16 অগাস্ট : চাষের কাজে গেছিলেন ৷ মাঠেই বাজ পড়ে মৃত্যু হল ব্যক্তির ৷ মৃতের নাম স্বপন জানা ৷ দুর্ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের বেলদার কাজিচকের ৷

চাষের কাজে মাঠে গেছিলেন বেলদার অমর্ষিয়ার স্বপন ৷ বিকেল চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ সঙ্গে সঙ্গে পাশের জমিতে থাকা অন্য চাষিরা তাঁকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে ৷ হাসপাতালেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পরে ঘটনাস্থানে পৌঁছায় বেলদা থানার পুলিশ ৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

রাজ্যে আজ বজ্রাঘাতে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ এর আগে ভিক্টেরিয়া মেমোরিয়ালের কাছে একজন ও পুরুলিয়ায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয় ৷

বেলদা, 16 অগাস্ট : চাষের কাজে গেছিলেন ৷ মাঠেই বাজ পড়ে মৃত্যু হল ব্যক্তির ৷ মৃতের নাম স্বপন জানা ৷ দুর্ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের বেলদার কাজিচকের ৷

চাষের কাজে মাঠে গেছিলেন বেলদার অমর্ষিয়ার স্বপন ৷ বিকেল চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ সঙ্গে সঙ্গে পাশের জমিতে থাকা অন্য চাষিরা তাঁকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে ৷ হাসপাতালেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পরে ঘটনাস্থানে পৌঁছায় বেলদা থানার পুলিশ ৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

রাজ্যে আজ বজ্রাঘাতে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ এর আগে ভিক্টেরিয়া মেমোরিয়ালের কাছে একজন ও পুরুলিয়ায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয় ৷

Intro:ফের বাজ পড়ে মৃত্যু, চাষের কাজ করতে গেলে মাঠেই বজ্রাঘাতে মৃত্যু , ঘটনাটি বেলদার কাজীচকে l
Body:ফের বাজ পড়ে মৃত্যু, চাষের কাজ করতে গেলে মাঠেই বজ্রাঘাতে মৃত্যু , ঘটনাটি বেলদার কাজীচকে l

বাজ পড়ে মৃত্যু হল বেলদার কাজীচকে স্বপন জানা নামে এক ব্যক্তির ,রাজ্যে বাজ পড়ে মৃত 2 l ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত কাজিচক গ্রামে l চাষের জমিতে কাজ করতে আচমকাই বাজ পড়ে l পরিবারের লোকজন এবং পাশের জমিতে চাষ করা অপর চাষিরা দেখতে পেয়ে বেলদা গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে l মৃতের নাম স্বপন জানা (৪৬),বাড়ি বেলদা থানার অমর্ষিয়া গ্রামে l বিকেল চারটে নাগাদ চাষের কাজ করতে মাঠে গেলে সেখানেই বজ্রাঘাতে মৃত্যু হয় ওই ব্যক্তির l বেলদা থানার পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়না তদন্তের পাঠিয়েছে l বাড়িতে আর্থিক উপার্জনের একমাত্র অবলম্বন ছিল স্বপন বাবু l তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে l উল্লেখ্য এই কয়েকদিন আগেই পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গে বাজ পড়ে প্রচুর মানুষ একসাথে মারা গেছে l ঘন ঘন বাজ পড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক l সবচেয়ে বেশি বাজ পড়ে মানুষ মারা গেছে পুরুলিয়ায় l শুক্রবারও ঝিরিঝিরি বৃষ্টির সাথে ঘনঘন বাজ পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশের মানুষ l শেষ পর্যন্ত পাওয়া খবরে বেলদায় এই বাজ পড়ে মৃত্যু হয়েছে স্বপন জানা নামে ওই ব্যক্তির l তিনি অনান্য কর্মীর সাথে চাষের কাজ করছিলেন সেই সময় বাজ পড়ে l Conclusion:ফের বাজ পড়ে মৃত্যু, চাষের কাজ করতে গেলে মাঠেই বজ্রাঘাতে মৃত্যু , ঘটনাটি বেলদার কাজীচকে l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.