আনন্দপুর 23 এপ্রিল : বাজার করতে বেরিয়ে চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর। পাশাপাশি রাস্তা থেকে ছিটকে ধানের জমিতে পড়ে আহত গাড়ির 4 আরোহী (one died and four people were injured on Chandrakona road accident) । তড়িঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় পুলিশ প্রশাসন ৷ কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে তারা । দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার বামুনপাড়া এলাকার চন্দ্রকোনা-মেদিনীপুর রাজ্য সড়কে।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রকোনা থানার কুঁয়াপুর গ্রামের বাসিন্দা অজিত ঘোষ (58) সাইকেলে করে বাড়ি সংলগ্ন আনন্দপুর থানার অন্তগর্ত পাঁচখুরী বাজারে যাচ্ছিলেন। সাইকেলে যাওয়ার পথে বামুনপাড়া এলাকায় মেদিনীপুর থেকে চন্দ্রকোনার দিকে দ্রুত গতিতে আসা একটি চার চাকা গাড়ি ধাক্কা মারে অজিতবাবুকে। সাইকেল আরোহীকে ধাক্কা মেরে কিছুটা টেনে নিয়ে গিয়ে যাত্রী সমেত গাড়িটি পড়ে যায় রাস্তার ধারে ধানি জমিতে। তৎক্ষণাৎ সাইকেল আরোহীর মৃত্যু হয় ৷ গাড়িতে থাকা চালক-সহ 4 যাত্রী আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্রের খবর, চার চাকা গাড়িটি মেদিনীপুর থেকে বর্ধমানের কাটোয়ার দিকে যাচ্ছিল। তাতে চালক সহ 4 জন যাত্রী ছিলেন। স্থানীয়দের কথায়, গাড়ির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন ৷ কিন্তু গাড়িতে থাকা এক যাত্রীর দাবি, সাইকেল আরোহী আচমকাই রাস্তার মাঝে চলে আসায় চালক নিয়ন্ত্রণ না রাখতে পারায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় মৃত ও আহতদের উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন : Road Accident in Newtown : নিউটাউনে বেপরোয়া গতির বলি সাইকেল আরোহী
রাজ্য সড়কের এই রাস্তায় প্রায়শই এইভাবে দুর্ঘটনা ঘটে চলেছে। তাই এই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের কড়া নজরদারির দাবি তুলেছেন স্থানীয়রা।