চন্দ্রকোনা, 3 ডিসেম্বর : ট্রাক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু টোটো চালকের (Road Accident at Chandrakona) ৷ ঘটনায় আহত চারজন । শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের চন্দ্রকোনা 1 ব্লকের জাড়া এলাকায় বওড়ার শ্রীনগর-ক্ষীরপাই রাজ্য সড়কে ।
জাড়া এলাকার বাসিন্দা জয়দীপ চৌধুরী টোটোয় যাত্রী নিয়ে ক্ষীরপাই থেকে জাড়ার দিকে যাচ্ছিলেন । সে সময় শ্রীনগর থেকে ক্ষীরপাইয়ের দিকে একটি ট্রাক আসার সময় বওড়াতে টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । ফলে টোটো থেকে ছিটকে ট্রাকের সামনে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান টোটো চালক ৷ আহত হন চার যাত্রী ৷
খবর পেয়ে ঘটনাস্থলে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ এসে রক্তাক্ত ওই টোটো চালক-সহ বাকিদের উদ্ধার করে ক্ষীরপাই হাসপাতালে পাঠায় ৷ পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ঘাটাল হাসপাতালে পাঠানো হয় ৷ আহতদের মধ্যে থাকা একটি 16 বছরের কিশোরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন : Road Block in Ghatal : রাস্তা সম্প্রসারণে ভাঙা পড়ছে দোকান, পুনর্বাসনের দাবিতে অবরোধে ব্যবসায়ীরা