ETV Bharat / state

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বেতনের 25 লাখ দান মুখ্যমন্ত্রী তহবিলে - cm relief fund

কোরোনা যুদ্ধে লড়াই করতে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ । 25,25,025 টাকার চেক তুলে দেওয়া হল ।

cm relief fund
25 লক্ষ টাকা জেলাশাসকের হাতে তুলে দিলেন পুলিশ সুপার
author img

By

Published : May 19, 2020, 4:29 PM IST

পশ্চিম মেদিনীপুর, 19 মে : মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এগিয়ে এল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার । সোমবার মেদিনীপুরের জেলাশাসক রেশমি কোমলের হাতে 25 লাখ 25 হাজার 25 টাকার চেক তুলে দেন পুলিশ সুপার দীনেশ কুমার । মূলত এই কোরোনা যুদ্ধে মাঠে নেমে লড়াইয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনের দিক থেকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই চেক প্রদান ।

কোরোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে লড়াই করছে গোটা বিশ্ব । এই লড়াইয়ে শামিল হয়েছে ভারত । দেশে কোরোনা সংক্রমণের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে । মারা গিয়েছে 3 হাজারের বেশি । এরই মধ্যে সবাই মিলে চেষ্টা করছে কোরোনা যুদ্ধে জয়ী হওয়ার । স্বাস্থ্যকর্মী-ডাক্তারদের পরেই যোদ্ধারা হলেন পুলিশকর্মী । কোরোনা সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে তাদের গৃহবন্দী করার পাশাপাশি প্রশাসন সমস্ত দিক নজরে রেখেছে । এছাড়াও নিজেরা ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা মেটাতে রক্তদান করে চলেছেন । এই সময়ে রক্তের হাহাকার মেটাতে যথাসম্ভব চেষ্টা করছেন পুলিশ প্রশাসন ।

তাছাড়াও গ্রামগঞ্জসহ শহরের আনাচে-কানাচে দুস্থ গরিব গৃহবন্দী মানুষের হাতে ত্রাণ তুলে দিতে বদ্ধপরিকর মেদিনীপুর জেলা পুলিশের বিশেষ অংশ । এবার কোরোনা যুদ্ধে আর্থিক দিক দিয়ে সাহায্য করতে এগিয়ে এলো জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের পুলিশকর্মীরা । এদিন পুলিশ কর্মীরা নিজেদের বেতনের 25,25,025 টাকার চেক জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন।

এ বিষয়ে পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, জেলার প্রতিটি পুলিশকর্মীর অনুদানে এই পরিমাণ অর্থ তুলে দেওয়া সম্ভব হয়েছে । এই মহামারীর সময় পুলিশের প্রচেষ্টা এবং আর্থিক সাহায্য প্রয়োজনীয় । সকল মানুষকে এগিয়ে আসতে হবে । এই মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য একজোট হতে হবে ।

পশ্চিম মেদিনীপুর, 19 মে : মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এগিয়ে এল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার । সোমবার মেদিনীপুরের জেলাশাসক রেশমি কোমলের হাতে 25 লাখ 25 হাজার 25 টাকার চেক তুলে দেন পুলিশ সুপার দীনেশ কুমার । মূলত এই কোরোনা যুদ্ধে মাঠে নেমে লড়াইয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনের দিক থেকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই চেক প্রদান ।

কোরোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে লড়াই করছে গোটা বিশ্ব । এই লড়াইয়ে শামিল হয়েছে ভারত । দেশে কোরোনা সংক্রমণের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে । মারা গিয়েছে 3 হাজারের বেশি । এরই মধ্যে সবাই মিলে চেষ্টা করছে কোরোনা যুদ্ধে জয়ী হওয়ার । স্বাস্থ্যকর্মী-ডাক্তারদের পরেই যোদ্ধারা হলেন পুলিশকর্মী । কোরোনা সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে তাদের গৃহবন্দী করার পাশাপাশি প্রশাসন সমস্ত দিক নজরে রেখেছে । এছাড়াও নিজেরা ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা মেটাতে রক্তদান করে চলেছেন । এই সময়ে রক্তের হাহাকার মেটাতে যথাসম্ভব চেষ্টা করছেন পুলিশ প্রশাসন ।

তাছাড়াও গ্রামগঞ্জসহ শহরের আনাচে-কানাচে দুস্থ গরিব গৃহবন্দী মানুষের হাতে ত্রাণ তুলে দিতে বদ্ধপরিকর মেদিনীপুর জেলা পুলিশের বিশেষ অংশ । এবার কোরোনা যুদ্ধে আর্থিক দিক দিয়ে সাহায্য করতে এগিয়ে এলো জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের পুলিশকর্মীরা । এদিন পুলিশ কর্মীরা নিজেদের বেতনের 25,25,025 টাকার চেক জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন।

এ বিষয়ে পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, জেলার প্রতিটি পুলিশকর্মীর অনুদানে এই পরিমাণ অর্থ তুলে দেওয়া সম্ভব হয়েছে । এই মহামারীর সময় পুলিশের প্রচেষ্টা এবং আর্থিক সাহায্য প্রয়োজনীয় । সকল মানুষকে এগিয়ে আসতে হবে । এই মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য একজোট হতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.