ETV Bharat / state

ভেঙে পড়ল শিলাবতীর উপর পুরোনো সেতু - bridge collapsed incident in midnapore

স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়েছিল ফাটল ৷ বেহাল দশার জেরে বন্ধ করে দেওয়া হয়েছিল গড়বেতায় শিলাবতীর উপর পুরোনো এই সেতু ৷

শিলাবতীর সেতুতে ভাঙন
শিলাবতীর সেতুতে ভাঙন
author img

By

Published : Sep 2, 2020, 1:01 PM IST

Updated : Sep 2, 2020, 2:53 PM IST

গড়বেতা, 2 সেপ্টেম্বর : গড়বেতার শিলাবতী নদীর উপর পুরোনো সেতুর একাংশ ভেঙে পড়ল ৷ হতাহতের কোনও খবর নেই ৷ ফাটল ধরা পড়ায় দীর্ঘদিন ধরেই ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল ৷ তবে স্থানীয়রা অনেক সময় পারাপারের জন্য সেতুটি ব্যবহার করতেন ৷ হঠাৎ সেতুটি ভেঙে পড়ায় আতঙ্কে এলাকার বাসিন্দারা ৷

সুদেব পাত্র নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, সকাল সাড়ে ন'টা নাগাদ ভেঙে পড়ে সেতুর একাংশ ৷ তিনি বলেন, "কী কারণে ভেঙেছে সেটা বলতে পারব না ৷ হঠাৎ দেখি ধস নেমে বসে গেছে ৷ " অপর এক প্রত্যক্ষদর্শী তাপস কান্ডার বলেন, জলের তোড়ে ভেঙে পড়েছে সেতুর একাংশ ৷ বলেন, "বড় সেতুর কাজ সম্পূর্ণ হলে এই সেতুতে যাতায়াত বন্ধ হয়ে যায় ৷ তবে কয়েকজন যাতায়াত করত ৷ কেউ হতাহত হয়নি ৷ "

ভেঙে পড়ল শিলাবতীর উপর পুরোনো সেতু

কয়েকদিন আগেই খড়গপুর, মেদিনীপুরের সঙ্গে বাঁকুড়া, বিষ্ণুপুরের মধ্যে সংযোগরক্ষাকারী এই পুরোনো সেতুটির স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে ফাটল ধরা পড়ে ৷ পাশেই একটি নতুন সেতুর কাজ চলছিল ৷ সেই কাজ সম্পূর্ণ হওয়ায় পুরোনো সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে ৷ তবে স্থানীয়রা মাঝেমধ্যে এই পথে যাতায়াত করত ৷

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান প্রশাসনিক কর্তারা । এলাকা পরিদর্শন করেন ৷ খতিয়ে দেখেন সেতুর পরিস্থিতি ৷

গড়বেতা, 2 সেপ্টেম্বর : গড়বেতার শিলাবতী নদীর উপর পুরোনো সেতুর একাংশ ভেঙে পড়ল ৷ হতাহতের কোনও খবর নেই ৷ ফাটল ধরা পড়ায় দীর্ঘদিন ধরেই ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল ৷ তবে স্থানীয়রা অনেক সময় পারাপারের জন্য সেতুটি ব্যবহার করতেন ৷ হঠাৎ সেতুটি ভেঙে পড়ায় আতঙ্কে এলাকার বাসিন্দারা ৷

সুদেব পাত্র নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, সকাল সাড়ে ন'টা নাগাদ ভেঙে পড়ে সেতুর একাংশ ৷ তিনি বলেন, "কী কারণে ভেঙেছে সেটা বলতে পারব না ৷ হঠাৎ দেখি ধস নেমে বসে গেছে ৷ " অপর এক প্রত্যক্ষদর্শী তাপস কান্ডার বলেন, জলের তোড়ে ভেঙে পড়েছে সেতুর একাংশ ৷ বলেন, "বড় সেতুর কাজ সম্পূর্ণ হলে এই সেতুতে যাতায়াত বন্ধ হয়ে যায় ৷ তবে কয়েকজন যাতায়াত করত ৷ কেউ হতাহত হয়নি ৷ "

ভেঙে পড়ল শিলাবতীর উপর পুরোনো সেতু

কয়েকদিন আগেই খড়গপুর, মেদিনীপুরের সঙ্গে বাঁকুড়া, বিষ্ণুপুরের মধ্যে সংযোগরক্ষাকারী এই পুরোনো সেতুটির স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে ফাটল ধরা পড়ে ৷ পাশেই একটি নতুন সেতুর কাজ চলছিল ৷ সেই কাজ সম্পূর্ণ হওয়ায় পুরোনো সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে ৷ তবে স্থানীয়রা মাঝেমধ্যে এই পথে যাতায়াত করত ৷

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান প্রশাসনিক কর্তারা । এলাকা পরিদর্শন করেন ৷ খতিয়ে দেখেন সেতুর পরিস্থিতি ৷

Last Updated : Sep 2, 2020, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.