ঘাটাল, 21 ডিসেম্বর: 40 মিনিটে 19 হাজার টাকা নার্সিংহোমের বিল (Nursing Home Bill৷)। আর সেই বিল না মেটালে ছাড়া হবে না মৃতদেহ, গ্রাহ্য করা হবে না স্বাস্থ্য সাথীর কার্ডও । পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে এমনই অভিযোগ ৷ মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ যেতেই বিল কমে হল 5 হাজার।
জানা গিয়েছে, হুগলি জেলার বন্দর এলাকার বাসিন্দা নিহার বর নামে একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরিবারের সদস্যরা বুধবার ভোর নাগাদ তাঁকে ভর্তি করে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কুশপাতায় একটি বেসরকারি নার্সিং হোমে । পরিবারের সদস্যদের অভিযোগ, ভর্তি করার প্রায় 40 মিনিট পরেই মৃত্যু হয় তাঁর । আর তখনই নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, বিল হয়েছে প্রায় 19 হাজার টাকা । দ্রুত সেই বিল মিটিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: আগত বড়দিন, যীশুর জন্মদিনের অপেক্ষায় সাজছে নির্মল হৃদয় আশ্রম চার্চ
কয়েক মিনিটে নার্সিংহোমের এত বিল দেখেই চক্ষু চড়কগাছ মৃতের পরিবারের সদস্যদের ৷ ঘটনায় দেখা দেয় উত্তেজনা । ভিন জেলার বাসিন্দা হওয়াতে নার্সিংহোমের এই কথা জানানো হয় ঘাটাল থানার পুলিশকে । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ।
যদিও মৃতের পরিবারের অভিযোগ, তাদের জানানো হয় যে 19 হাজার টাকা বিল মেটাতে । নার্সিংহোম কর্তৃপক্ষকে বিলের কাগজের দাবি করলেও তারা বিলের কাগজ দিতে চাইনি । এমনকি স্বাস্থ্য সাথীর কার্ড নেবে না-বলেও দাবি করে নার্সিংহোম কর্তৃপক্ষ । অপরদিকে বিলের কাগজ না-দিলে বিল মেটাবে না বলে দাবি করেন পরিবারের সদস্যরা ।
এ নিয়েই উভয়পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায় । যদিও খবর পেয়ে ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ এলে শেষমেশ পাঁচ হাজার টাকায় মৃতের পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় ৷