ETV Bharat / state

নিউ টাউন এনকাউন্টার কাণ্ডে এবার নাম জড়াল পিংলার - gangster encounter case

গত ১৭ মে পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা আকাশ পাল নামে এক যুবকের আধার কার্ডের নম্বর দিয়ে একটি প্রি-পেইড মোবাইল সিম কেনে গ্যাংস্টারেরা । এরপরে নতুন মোবাইল কিনে সেই সিম লাগিয়ে তারপরেই ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য ফ্ল্যাটের এজেন্ট ও ব্রোকারদের সঙ্গে কথা বলে তারা ।

নিউটাউন এনকাউন্টার কাণ্ডে এবার নাম জড়াল পিংলার
নিউটাউন এনকাউন্টার কাণ্ডে এবার নাম জড়াল পিংলার
author img

By

Published : Jun 11, 2021, 10:28 AM IST

পিংলা, 11 জুন : নিউ টাউনের আবাসনে গ্যাংস্টারদের সঙ্গে আগেই মিলেছিল কলকাতার যোগসূত্র ৷ এবার তাদের সঙ্গে যোগ মিলল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার ৷ গ্যাংস্টারদের কাছ থেকে উদ্ধার হয়েছে পিংলার বাসিন্দা অশোক পালের নামে নেওয়া প্রি-পেইড সিম কার্ড ৷

রাজ্য পুলিশের গোয়েন্দারা জানাচ্ছেন,গত 17 মে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার বাসিন্দা আকাশ পাল নামে এক যুবকের আধার কার্ডের নম্বর দিয়ে একটি প্রি-পেইড মোবাইল সিম কেনে গ্যাংস্টারেরা । এরপর নতুন মোবাইল কিনে সেই সিম লাগিয়ে তারপরেই ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য ফ্ল্যাটের এজেন্ট ও ব্রোকারদের সঙ্গে কথা বলে তারা । গোয়েন্দারা জানাচ্ছেন মূলত নিজের পরিচয় গোপন করার জন্যই এই পন্থা অবলম্বন করেছিল তারা । ওই সিম থেকেই ফোন করত পঞ্জাব পুলিশের হাতে ধৃত ভরত ।

ভবানীভবন সূত্রের জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সঙ্গে তাঁরা কথা বলছেন । তাঁরা জানার চেষ্টা করছেন কে এই আকাশ পাল ? আকাশ পালের সঙ্গে ভরত ও জয়পাল সিং ভুল্লার মতো গ্যাংস্টারদের কীভাবে যোগাযোগ হয়েছিল? পাশাপাশি ভরতকেও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করতে চায় রাজ্য পুলিশের গোয়েন্দারা ।

আরও পড়ুন : পঞ্জাবের গ্যাংস্টারদের সঙ্গে স্পষ্ট কলকাতা যোগ!

পিংলা, 11 জুন : নিউ টাউনের আবাসনে গ্যাংস্টারদের সঙ্গে আগেই মিলেছিল কলকাতার যোগসূত্র ৷ এবার তাদের সঙ্গে যোগ মিলল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার ৷ গ্যাংস্টারদের কাছ থেকে উদ্ধার হয়েছে পিংলার বাসিন্দা অশোক পালের নামে নেওয়া প্রি-পেইড সিম কার্ড ৷

রাজ্য পুলিশের গোয়েন্দারা জানাচ্ছেন,গত 17 মে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার বাসিন্দা আকাশ পাল নামে এক যুবকের আধার কার্ডের নম্বর দিয়ে একটি প্রি-পেইড মোবাইল সিম কেনে গ্যাংস্টারেরা । এরপর নতুন মোবাইল কিনে সেই সিম লাগিয়ে তারপরেই ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য ফ্ল্যাটের এজেন্ট ও ব্রোকারদের সঙ্গে কথা বলে তারা । গোয়েন্দারা জানাচ্ছেন মূলত নিজের পরিচয় গোপন করার জন্যই এই পন্থা অবলম্বন করেছিল তারা । ওই সিম থেকেই ফোন করত পঞ্জাব পুলিশের হাতে ধৃত ভরত ।

ভবানীভবন সূত্রের জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সঙ্গে তাঁরা কথা বলছেন । তাঁরা জানার চেষ্টা করছেন কে এই আকাশ পাল ? আকাশ পালের সঙ্গে ভরত ও জয়পাল সিং ভুল্লার মতো গ্যাংস্টারদের কীভাবে যোগাযোগ হয়েছিল? পাশাপাশি ভরতকেও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করতে চায় রাজ্য পুলিশের গোয়েন্দারা ।

আরও পড়ুন : পঞ্জাবের গ্যাংস্টারদের সঙ্গে স্পষ্ট কলকাতা যোগ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.