ETV Bharat / state

মামার বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় নিখোঁজ ভাগ্নে, চলছে তল্লাশি - পশ্চিম মেদিনীপুর

জানা গিয়েছে, কার্তিকের বাড়ি দাসপুর থানার নাড়াজোল দুবরাজপুরে । গতকাল রাতে কার্তিক বাইক চালাচ্ছিল ৷ পিছনে বসে ছিল মামা রাখাল বাগাল ৷ ক্ষীরপাই কেঠা নদীর ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যায় দুজনেই ।

wmid
wmid
author img

By

Published : Jul 12, 2020, 5:13 PM IST

ক্ষীরপাই, 12 জুলাই : বাইকে করে মামা বাড়ি যাওয়ার পথে কেঠা নদীর ব্রিজে পথ দুর্ঘটনা৷ গুরুতর আহত হয় রাখাল বাগাল ৷ তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ কিন্তু দুর্ঘটনার জেরে ব্রিজ থেকে নদীতে পড়ে যায় ভাগ্নে ৷ নাম কার্তিক খান(18) ৷ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার ক্ষীরপাই কেঠার ব্রিজে। সকাল থেকে ঘটনাস্থানে ওই যুবকের খোঁজ শুরু করছে NDRF।

জানা গিয়েছে,গতকাল রাত 11টা নাগাদ বাইকে মামার সঙ্গে মামার বাড়ি যাচ্ছিল কার্তিক৷ কিন্তু যাওয়ার পথে কেঠা নদীর ব্রিজে পথ দূর্ঘটনায় দুই বাইক আরোহী ব্রিজ থেকে নদীতে পড়ে যায় । এই ঘটনায় মামাকে উদ্ধার করা গেলেও এখনও ভাগ্নে কার্তিককের খোঁজ পাওয়া যায়নি ৷ সকাল থেকে ঘটনাস্থানে নামানো হয়েছে NDRF-এর দল।

জানা গিয়েছে, কার্তিকের বাড়ি দাসপুর থানার নাড়াজোল দুবরাজপুরে । গতকাল রাতে কার্তিক বাইক চালাচ্ছিল ৷ পিছনে বসে ছিল মামা রাখাল বাগাল ৷ ক্ষীরপাই কেঠা নদীর ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যায় দুজনেই । মামা রাখাল বাগাল কোনওক্রমে জল থেকে উঠে পড়লেও কার্তিক খান জলে তলিয়ে যাওয়ায় বলে আশঙ্কা পরিবারের লোকজনের । রাতেই ঘটনাস্থানে পৌঁছয় পুলিশ ও পরিবারের লোকজন ৷ রাখাল বাগালকে ভরতি করা হয় ঘাটাল হাসপাতালে ৷ উদ্ধার হয়েছে বাইকটি ।

ক্ষীরপাই, 12 জুলাই : বাইকে করে মামা বাড়ি যাওয়ার পথে কেঠা নদীর ব্রিজে পথ দুর্ঘটনা৷ গুরুতর আহত হয় রাখাল বাগাল ৷ তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ কিন্তু দুর্ঘটনার জেরে ব্রিজ থেকে নদীতে পড়ে যায় ভাগ্নে ৷ নাম কার্তিক খান(18) ৷ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার ক্ষীরপাই কেঠার ব্রিজে। সকাল থেকে ঘটনাস্থানে ওই যুবকের খোঁজ শুরু করছে NDRF।

জানা গিয়েছে,গতকাল রাত 11টা নাগাদ বাইকে মামার সঙ্গে মামার বাড়ি যাচ্ছিল কার্তিক৷ কিন্তু যাওয়ার পথে কেঠা নদীর ব্রিজে পথ দূর্ঘটনায় দুই বাইক আরোহী ব্রিজ থেকে নদীতে পড়ে যায় । এই ঘটনায় মামাকে উদ্ধার করা গেলেও এখনও ভাগ্নে কার্তিককের খোঁজ পাওয়া যায়নি ৷ সকাল থেকে ঘটনাস্থানে নামানো হয়েছে NDRF-এর দল।

জানা গিয়েছে, কার্তিকের বাড়ি দাসপুর থানার নাড়াজোল দুবরাজপুরে । গতকাল রাতে কার্তিক বাইক চালাচ্ছিল ৷ পিছনে বসে ছিল মামা রাখাল বাগাল ৷ ক্ষীরপাই কেঠা নদীর ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যায় দুজনেই । মামা রাখাল বাগাল কোনওক্রমে জল থেকে উঠে পড়লেও কার্তিক খান জলে তলিয়ে যাওয়ায় বলে আশঙ্কা পরিবারের লোকজনের । রাতেই ঘটনাস্থানে পৌঁছয় পুলিশ ও পরিবারের লোকজন ৷ রাখাল বাগালকে ভরতি করা হয় ঘাটাল হাসপাতালে ৷ উদ্ধার হয়েছে বাইকটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.