ETV Bharat / state

Monkey Attack: হনুমানের কামড়ে আহত হয়ে চিকিৎসাধীন, আতঙ্কে ঘুম ছুটেছে চন্দ্রকোনাবাসীর - হনুমানের আক্রমণ

হাতি, পাগলা কুকুরের পর এবার হনুমানের আতঙ্কে ঘুম ছুটেছে চন্দ্রকোনার (Monkey Attack at Chandrakona) বেউড় গ্রামের গ্রামবাসীদের। মূলত এই সময়েই খাবারের লোভে হনুমান লোকালয়ে চলে আসে। এরকমই একটি 50-60টি হনুমানের একটি দলের আতঙ্কে রয়েছেন তাঁরা। এই হনুমানের দলের একটি হনুমান আঁচড়ে ও কামড়ে আহত করছে এলাকার মানুষদের। প্রশাসন ব্যবস্থা নিক চান গ্রামবাসীরা।

Monkey Attack
আতঙ্কে ঘুম ছুটেছে চন্দ্রকোনাবাসীর
author img

By

Published : Nov 14, 2022, 9:42 PM IST

চন্দ্রকোনা, 14 নভেম্বর: এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে 50 থেকে 60টি হনুমানের দল। দলছুট একটি হনুমান অতর্কিতে আক্রমণ চালাচ্ছে মহিলাদের উপর। ইতিমধ্যে হনুমানের কামড়ে আহত হয়েছে বেশ কয়েকজন। কাউকে কামড়, কাউকে আঁচড়ে দিচ্ছে ওই হনুমানটি (Monkey Attack at Chandrakona)। ইতিমধ্যে হনুমানের কামড়েও গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকই। হনুমানের আক্রমণে এলাকায় আক্রান্তের সংখ্যা পাঁচ।

এলাকার মানুষদের দাবি, দ্রুত প্রশাসনের আধিকারিকরা এসে হনুমানগুলিকে তাঁদের এলাকা থেকে সরানোর উদ্যোগ নিক। পাশাপাশি তাঁরা এও দাবি করছেন, হনুমানের ওই দলটির সবাই হামলা চালাচ্ছে না ৷ একটি হনুমান এই ঘটনা ঘটাচ্ছে। কৃষ্ণপদ মণ্ডল, ঝুমা ঘোষরা বলেন, "কোনও কারণ ছাড়াই এই হনুমানগুলো কামড়ে দিচ্ছে। ঘর থেকে বেরোলেই হয়। বাচ্চা থেকে বড় কাউকেই বাদ দিচ্ছে না ওরা। আমরা ভয়ে ঘর থেকে বেরনো বন্ধ করে দিয়েছি।"

হনুমানের কামড়ে আহত হয়ে চিকিৎসাধীন

তাঁরা আরও বলেন, "ওরা বাড়ির ওপর লাফিয়ে লাফিয়ে ঘর ভেঙে দিচ্ছে। কিছুতেই তাড়াতে পারছি না। এই পাড়া থেকে ওই পাড়া, ওই পাড়া থেকে অন্য পাড়া এইভাবে দাপিয়ে বেড়াচ্ছে ৷ প্রশাসন, বন দফতরের (Forest Department) কাছে একান্ত আবেদন, দয়া করে এই হনুমানগুলোকে ধরে নিয়ে যাক। আগামিদিনে আরও বড় ধরনের ঘটনা যাতে না-ঘটে তার জন্য প্রশাসন থেকে অবিলম্বে ব্যবস্থা নিক প্রশাসন।"

আরও পড়ুন: গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে হনুমান, খাঁচা পাতাই সার বন দফতরের

চন্দ্রকোনা, 14 নভেম্বর: এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে 50 থেকে 60টি হনুমানের দল। দলছুট একটি হনুমান অতর্কিতে আক্রমণ চালাচ্ছে মহিলাদের উপর। ইতিমধ্যে হনুমানের কামড়ে আহত হয়েছে বেশ কয়েকজন। কাউকে কামড়, কাউকে আঁচড়ে দিচ্ছে ওই হনুমানটি (Monkey Attack at Chandrakona)। ইতিমধ্যে হনুমানের কামড়েও গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকই। হনুমানের আক্রমণে এলাকায় আক্রান্তের সংখ্যা পাঁচ।

এলাকার মানুষদের দাবি, দ্রুত প্রশাসনের আধিকারিকরা এসে হনুমানগুলিকে তাঁদের এলাকা থেকে সরানোর উদ্যোগ নিক। পাশাপাশি তাঁরা এও দাবি করছেন, হনুমানের ওই দলটির সবাই হামলা চালাচ্ছে না ৷ একটি হনুমান এই ঘটনা ঘটাচ্ছে। কৃষ্ণপদ মণ্ডল, ঝুমা ঘোষরা বলেন, "কোনও কারণ ছাড়াই এই হনুমানগুলো কামড়ে দিচ্ছে। ঘর থেকে বেরোলেই হয়। বাচ্চা থেকে বড় কাউকেই বাদ দিচ্ছে না ওরা। আমরা ভয়ে ঘর থেকে বেরনো বন্ধ করে দিয়েছি।"

হনুমানের কামড়ে আহত হয়ে চিকিৎসাধীন

তাঁরা আরও বলেন, "ওরা বাড়ির ওপর লাফিয়ে লাফিয়ে ঘর ভেঙে দিচ্ছে। কিছুতেই তাড়াতে পারছি না। এই পাড়া থেকে ওই পাড়া, ওই পাড়া থেকে অন্য পাড়া এইভাবে দাপিয়ে বেড়াচ্ছে ৷ প্রশাসন, বন দফতরের (Forest Department) কাছে একান্ত আবেদন, দয়া করে এই হনুমানগুলোকে ধরে নিয়ে যাক। আগামিদিনে আরও বড় ধরনের ঘটনা যাতে না-ঘটে তার জন্য প্রশাসন থেকে অবিলম্বে ব্যবস্থা নিক প্রশাসন।"

আরও পড়ুন: গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে হনুমান, খাঁচা পাতাই সার বন দফতরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.