ETV Bharat / state

মেদিনীপুরে ভরদুপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই লক্ষাধিক টাকা - কপালে বন্দুক ঠেকিয়ে টাকা ছিনতাই

অভিজিৎ মিদ্দা বেসরকারি ব্যাংকের কর্মী ৷ তিনি জানান, গ্রাহকদের কাছ থেকে ঋণ পরিশোধের টাকা সংগ্রহ করে দুপুরে তিনি বাড়ি ফিরছিলেন ৷ কবরডাঙা এলাকায় তিন যুবক বাইকে চেপে এসে তাঁর পথ আটকায় ৷ তারপর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ দিয়ে দিতে বলে ।  প্রাণের ভয়ে অভিজিৎ টাকা ভরতি ব্যাগটি দুষ্কৃতীদের হাতে তুলে দেন ৷

money laundering at gun point in Midnapore
মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাই লক্ষাধিক টাকা
author img

By

Published : Dec 12, 2019, 7:42 PM IST

মেদিনীপুর, 12 ডিসেম্বর : ব্যাঙ্ককর্মীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুষ্কৃতীরা লক্ষাধিক টাকা ছিনতাই করল ৷ বৃহস্পতিবার মেদিনীপুর শহরের কবরডাঙা এলাকার ঘটনা ৷

অভিজিৎ মিদ্দা বেসরকারি ব্যাংকের কর্মী ৷ তিনি জানান, গ্রাহকদের কাছ থেকে ঋণ পরিশোধের টাকা সংগ্রহ করে দুপুরে তিনি বাড়ি ফিরছিলেন ৷ কবরডাঙা এলাকায় তিন যুবক বাইকে চেপে এসে তাঁর পথ আটকায় ৷ তারপর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ দিয়ে দিতে বলে । প্রাণের ভয়ে অভিজিৎ টাকা ভরতি ব্যাগটি দুষ্কৃতীদের হাতে তুলে দেন ৷ ব্যাগে প্রায় 1 লাখ 30 হাজার টাকা ছিল ৷ টাকা নিয়েই চম্পট দেয় দুষ্কৃতীরা ৷

পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান অভিজিৎ ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এখনও পর্যন্ত দুষ্কৃতীরা অধরা ৷ ভরদুপুরে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ৷ এলাকায় পুলিশি টহলদারির দাবি জানিয়েছে তাঁরা ৷

কিছুদিন আগে একই কায়দায় ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল ৷ অন্য এক ঘটনায় ছিনতাইয়ের সময় খুন হন রাজা মজুমদার নামে এক যুবক ৷ বারবার মেদিনীপুর শহরে এমন ঘটনা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ৷

মেদিনীপুর, 12 ডিসেম্বর : ব্যাঙ্ককর্মীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুষ্কৃতীরা লক্ষাধিক টাকা ছিনতাই করল ৷ বৃহস্পতিবার মেদিনীপুর শহরের কবরডাঙা এলাকার ঘটনা ৷

অভিজিৎ মিদ্দা বেসরকারি ব্যাংকের কর্মী ৷ তিনি জানান, গ্রাহকদের কাছ থেকে ঋণ পরিশোধের টাকা সংগ্রহ করে দুপুরে তিনি বাড়ি ফিরছিলেন ৷ কবরডাঙা এলাকায় তিন যুবক বাইকে চেপে এসে তাঁর পথ আটকায় ৷ তারপর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ দিয়ে দিতে বলে । প্রাণের ভয়ে অভিজিৎ টাকা ভরতি ব্যাগটি দুষ্কৃতীদের হাতে তুলে দেন ৷ ব্যাগে প্রায় 1 লাখ 30 হাজার টাকা ছিল ৷ টাকা নিয়েই চম্পট দেয় দুষ্কৃতীরা ৷

পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান অভিজিৎ ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এখনও পর্যন্ত দুষ্কৃতীরা অধরা ৷ ভরদুপুরে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ৷ এলাকায় পুলিশি টহলদারির দাবি জানিয়েছে তাঁরা ৷

কিছুদিন আগে একই কায়দায় ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল ৷ অন্য এক ঘটনায় ছিনতাইয়ের সময় খুন হন রাজা মজুমদার নামে এক যুবক ৷ বারবার মেদিনীপুর শহরে এমন ঘটনা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ৷

Intro:ভর দুপুরে মেদিনীপুরের বুকে যুবকের মাথায় বন্দুক থেকে চুরি হয়ে গেল লক্ষাধিক টাকার ,ঘটনাটি কোতোয়ালি থানার অন্তর্গত কবরডাঙ্গা এলাকায় ,এদিন স্মল ইনভেস্টরস এজেন্সি বন্ধন এর টাকা তুলে নিয়ে যাওয়ার পথে তিন যুবক মোটরবাইকে এসে বন্দুক ঠেকিয়ে টাকা নিয়ে চলে যায় বলে় অভিযোগ l তদন্তে করছে কোতয়ালী থানার পুলিশ l Body:ভর দুপুরে মেদিনীপুরের বুকে যুবকের মাথায় বন্দুক থেকে চুরি হয়ে গেল লক্ষাধিক টাকার ,ঘটনাটি কোতোয়ালি থানার অন্তর্গত কবরডাঙ্গা এলাকায় ,এদিন স্মল ইনভেস্টরস এজেন্সি বন্ধন এর টাকা তুলে নিয়ে যাওয়ার পথে তিন যুবক মোটরবাইকে এসে বন্দুক ঠেকিয়ে টাকা নিয়ে চলে যায় বলে় অভিযোগ l তদন্তে করছে কোতয়ালী থানার পুলিশ l


মেদিনীপুর শহরের ভরদুপুরে পিস্তল দেখিয়ে টাকা ছিনতাই এরকমই অভিযোগ করল স্মল ইনভেস্টমেন্ট বন্ধন ব্যাংক এর কর্মী অভিজিৎ মিদ্দা l ঘটনা সূত্রে জানা যায় এদিন অভিজিৎ বাবু বিভিন্ন গ্রুপ থেকে লোন সংগ্রহ করে তিনি যখন কবরডাঙ্গা হয়ে বাড়ির দিকে ফিরছিলেন তখন তাকে রাস্তায় তিন যুবক হঠাৎ বাইক নিয়ে তার পথ আটকায় l কিছু বুঝে ওঠার আগেই তার মাথায় বন্দুক ঠেকিয়ে দাবি করা হয় সব টাকা পয়সার দিয়ে দেওয়ার l ভয়ে আতঙ্কিত অভিজিৎ বাবু তার ব্যাগে থাকা 1লক্ষ 30 হাজার টাকা তৎক্ষণাৎ দুষ্কৃতীদের হাতে তুলে দেয় l এরপর দুষ্কৃতীরা টাকা নিয়ে অদৃশ্য হয়ে যায় এই কবরডাঙ্গার অলিগলিতে l এই ঘটনায় কিছুক্ষণ আতঙ্কিত হয়ে পড়ে অভিজিৎবাবু l এর পর সম্বিৎ ফিরলে সে এলাকার মানুষকে জানায় l এরপর এলাকার লোকজন রাস্তায় জড়ো হয় l বিষয়টি অভিযোগ করা হয় কোতোয়ালি থানায় l কোতয়ালী থানা থেকে পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করে l যদি এখনও পর্যন্ত দুষ্কৃতী অধরা l তবে ভরদুপুরে যেভাবে টাকা ছিনতাই হয়ে গেল সে নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষজন l এলাকার মানুষ দাবি তুলেছে পুলিশ পিকেটিং ও পুলিশের টহলদারির l উল্লেখ করা যায় কিছুদিন আগে এরকমই এক ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল কে খয়রুল্লাহ চকে মাস তিনেক আগে l তাছাড়া এরকমই এক ঘটনায় টাকা না দেওয়ায় খুন হতে হয় মেদিনীপুরের ছেলে রাজা মজুমদার নামে এক যুবককে l 6 দিনের লড়াই করার পর অবশেষে রাজা মারা যায় বেসরকারি নার্সিংহোমে l সেই ঘটনার রেশ এখনো রয়েছে মেদিনীপুরের বুকে l তারপরেই নতুন করে ছিনতাইয়ের ঘটনায় আবার আতঙ্ক সৃষ্টি হলো বলে দাবি এলাকাবাসীর l কর্মী অভিজিৎ মিদ্দা বলেন আমি খয়রুল্লাহ চক থেকে টাকা কালেকশন করে ফিরছিলাম l এরপর আমি যখন কবরডাঙ্গা কাছে আসি তখন রাস্তার টার্নিং এর কাছে আমাকে ঘিরে ধরে তিন যুবক l তারা মোটর বাইক নিয়ে এসে আমার রাস্তা আটকায় l আমাকে পিস্তল দেখিয়ে ভয় দেখায় এবং বলে ব্যাগে যা টাকা আছে তা দিয়ে দেওয়ার জন্য l আমি আতংকিত হয়ে এবং ভয়ে সব টাকা ওদের দিয়ে দিই l ওরা টাকা নিয়ে এরপরে কবরডাঙ্গার কোন এক গলিতে ওরা চলে যায় l এখন আমি কি করব তাই ভেবে পাচ্ছি না l Conclusion:ভর দুপুরে মেদিনীপুরের বুকে যুবকের মাথায় বন্দুক থেকে চুরি হয়ে গেল লক্ষাধিক টাকার ,ঘটনাটি কোতোয়ালি থানার অন্তর্গত কবরডাঙ্গা এলাকায় ,এদিন স্মল ইনভেস্টরস এজেন্সি বন্ধন এর টাকা তুলে নিয়ে যাওয়ার পথে তিন যুবক মোটরবাইকে এসে বন্দুক ঠেকিয়ে টাকা নিয়ে চলে যায় বলে় অভিযোগ l তদন্তে করছে কোতয়ালী থানার পুলিশ l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.