মেদিনীপুর, 12 ডিসেম্বর : ব্যাঙ্ককর্মীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুষ্কৃতীরা লক্ষাধিক টাকা ছিনতাই করল ৷ বৃহস্পতিবার মেদিনীপুর শহরের কবরডাঙা এলাকার ঘটনা ৷
অভিজিৎ মিদ্দা বেসরকারি ব্যাংকের কর্মী ৷ তিনি জানান, গ্রাহকদের কাছ থেকে ঋণ পরিশোধের টাকা সংগ্রহ করে দুপুরে তিনি বাড়ি ফিরছিলেন ৷ কবরডাঙা এলাকায় তিন যুবক বাইকে চেপে এসে তাঁর পথ আটকায় ৷ তারপর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ দিয়ে দিতে বলে । প্রাণের ভয়ে অভিজিৎ টাকা ভরতি ব্যাগটি দুষ্কৃতীদের হাতে তুলে দেন ৷ ব্যাগে প্রায় 1 লাখ 30 হাজার টাকা ছিল ৷ টাকা নিয়েই চম্পট দেয় দুষ্কৃতীরা ৷
পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান অভিজিৎ ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এখনও পর্যন্ত দুষ্কৃতীরা অধরা ৷ ভরদুপুরে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ৷ এলাকায় পুলিশি টহলদারির দাবি জানিয়েছে তাঁরা ৷
কিছুদিন আগে একই কায়দায় ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল ৷ অন্য এক ঘটনায় ছিনতাইয়ের সময় খুন হন রাজা মজুমদার নামে এক যুবক ৷ বারবার মেদিনীপুর শহরে এমন ঘটনা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ৷