ETV Bharat / state

মূর্তি ভেঙে চুরির চেষ্টা, দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের - মূর্তি ভেঙে চুরির চেষ্টা দুষ্কৃতীদের

মেদিনীপুর শহরের গুড়গুড়ি পালের কালগাঙের ঘটনা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে দুষ্কৃতীরা মূর্তি ভেঙে মন্দিরে চুরির চেষ্টা করে ।

ছবি
ছবি
author img

By

Published : May 4, 2020, 10:04 PM IST

মেদিনীপুর, 4 মে : গভীর রাতে এলাকার হনুমান মন্দিরের মূর্তি ভেঙে চুরির চেষ্টা । দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । তাদের বক্তব্য, দিন কয়েক ধরেই এলাকায় এরকম চুরির ঘটনা ঘটছে, তাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে । শেষমেশ পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । মেদিনীপুরের গুড়গুড়ি পালের কালগাঙের ঘটনা।

মেদিনীপুর শহরের কালগাঙে কয়েকশো পরিবার রয়েছে । এলাকায় ঢোকার মুখেই একটি হনুমান মন্দির রয়েছে । স্থানীয়দের তরফে জানা গেছে, আজ সকালে মন্দিরের মধ্যে মূর্তি ভাঙা অবস্থায় পড়েছিল । গ্রিল দেখে মনে হয় ভাঙা বা কাটার চেষ্টা করা হয়েছিল । স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করার পর পুলিশের প্রাথমিক অনুমান, গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা মন্দিরে চুরি করতে আসে । মন্দিরের তালা সহজে ভাঙতে পারেনি। তাই গ্রিলের ফাঁক দিয়ে মূর্তিতে থাকা সোনা-রুপোর গয়না চুরি করার চেষ্টা করে । আর সেই সময় কোনওকারণে মূর্তিটি ভেঙে যায় । আশুতোষ পাণ্ডে নামে এক বাসিন্দা জানান, গত কয়েকদিন ধরেই এলাকায় বেশ কয়েকজন উপদ্রব চালাচ্ছে । এলাকার মানুষের সাইকেল, মোটর সাইকেল সহ বাড়ির যাবতীয় জিনিস চুরি যাওয়ার ঘটনা ঘটেছে ।

image
দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

ইতিমধ্যেই ওই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে এলাকাবাসী । সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকাজুড়ে একটি মিছিলও করে তারা । শেষমেশ পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

মেদিনীপুর, 4 মে : গভীর রাতে এলাকার হনুমান মন্দিরের মূর্তি ভেঙে চুরির চেষ্টা । দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । তাদের বক্তব্য, দিন কয়েক ধরেই এলাকায় এরকম চুরির ঘটনা ঘটছে, তাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে । শেষমেশ পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । মেদিনীপুরের গুড়গুড়ি পালের কালগাঙের ঘটনা।

মেদিনীপুর শহরের কালগাঙে কয়েকশো পরিবার রয়েছে । এলাকায় ঢোকার মুখেই একটি হনুমান মন্দির রয়েছে । স্থানীয়দের তরফে জানা গেছে, আজ সকালে মন্দিরের মধ্যে মূর্তি ভাঙা অবস্থায় পড়েছিল । গ্রিল দেখে মনে হয় ভাঙা বা কাটার চেষ্টা করা হয়েছিল । স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করার পর পুলিশের প্রাথমিক অনুমান, গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা মন্দিরে চুরি করতে আসে । মন্দিরের তালা সহজে ভাঙতে পারেনি। তাই গ্রিলের ফাঁক দিয়ে মূর্তিতে থাকা সোনা-রুপোর গয়না চুরি করার চেষ্টা করে । আর সেই সময় কোনওকারণে মূর্তিটি ভেঙে যায় । আশুতোষ পাণ্ডে নামে এক বাসিন্দা জানান, গত কয়েকদিন ধরেই এলাকায় বেশ কয়েকজন উপদ্রব চালাচ্ছে । এলাকার মানুষের সাইকেল, মোটর সাইকেল সহ বাড়ির যাবতীয় জিনিস চুরি যাওয়ার ঘটনা ঘটেছে ।

image
দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

ইতিমধ্যেই ওই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে এলাকাবাসী । সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকাজুড়ে একটি মিছিলও করে তারা । শেষমেশ পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.