ETV Bharat / state

Debra Rape: নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ডেবরায়, ফেরার অভিযুক্ত - ডেবরায় ছাত্রীকে ধর্ষণ

ফের নাবালিকা ধর্ষণে চাঞ্চল্য় ছড়াল পশ্চিম মেদিনীপুরে (Debra minor student Rape) ৷ অভিযুক্ত পলাতক যুবকের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে ডেবরা থানার পুলিশ ।

Debra Rape
নাবালিকা ছাত্রীকে ধর্ষণ
author img

By

Published : Apr 18, 2022, 10:15 PM IST

ডেবরা, 18 এপ্রিল : পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় (Debra minor student Rape) ৷ অভিযুক্ত যুবক পলাতক ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

দিনকয়েক আগেই পিংলার বিশেষভাবে সক্ষম এক যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে । আর এবার ঘটনাস্থল পিংলার পাশেই ডেবরা । ওই নির্যাতিতা নাবালিকার বাড়ি পিংলা এলাকাতেই । তবে পঞ্চম শ্রেণির ছাত্রী থাকে ডেবরা ব্লকের একটি গ্রামে তার মামাবাড়িতে । সেখানে থেকেই সে পড়াশোনা করত বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : Hanskhali Rape : প্রেমের ফাঁদে ফেলে হাঁসখালির নাবালিকাকে ধর্ষণ ! মৃতার দিদির দাবি ঘিরে নয়া জল্পনা

অভিযোগ, রবিবার বিকেলে মামাবাড়ির লোকজনদের অনুপস্থিতিতে ঘরে ঢুকে ওই নাবালিকাকে ধর্ষণ করে এলাকারই এক যুবক । অভিযুক্ত যুবকের নাম মঙ্গল মান্ডি । মেয়েটির দিদিমার অভিযোগ, এদিন বিকেলে কাজ থেকে ফিরে বাড়িতে ঢুকে দেখেন নাতনি রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। পরে ঘটনা জানতে পেরে এলাকায় পৌঁছান ডেবরা থানার পুলিশ আধিকারিকরা । নাবালিকার দিদিমা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন ৷

পলাতক যুবকের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে ডেবরা থানার পুলিশ । অপরদিকে সোমবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওই নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে পুলিশের তরফে । ঘটনার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ । যদিও দিনের পর দিন ধর্ষণের ঘটনা বেড়ে চলায় ক্ষোভ ছড়িয়েছে জঙ্গলমহলে । সবাই চাইছেন পুলিশ শক্ত হাতে এমন ঘটনা বন্ধ করতে তৎপর হোক ।

ডেবরা, 18 এপ্রিল : পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় (Debra minor student Rape) ৷ অভিযুক্ত যুবক পলাতক ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

দিনকয়েক আগেই পিংলার বিশেষভাবে সক্ষম এক যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে । আর এবার ঘটনাস্থল পিংলার পাশেই ডেবরা । ওই নির্যাতিতা নাবালিকার বাড়ি পিংলা এলাকাতেই । তবে পঞ্চম শ্রেণির ছাত্রী থাকে ডেবরা ব্লকের একটি গ্রামে তার মামাবাড়িতে । সেখানে থেকেই সে পড়াশোনা করত বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : Hanskhali Rape : প্রেমের ফাঁদে ফেলে হাঁসখালির নাবালিকাকে ধর্ষণ ! মৃতার দিদির দাবি ঘিরে নয়া জল্পনা

অভিযোগ, রবিবার বিকেলে মামাবাড়ির লোকজনদের অনুপস্থিতিতে ঘরে ঢুকে ওই নাবালিকাকে ধর্ষণ করে এলাকারই এক যুবক । অভিযুক্ত যুবকের নাম মঙ্গল মান্ডি । মেয়েটির দিদিমার অভিযোগ, এদিন বিকেলে কাজ থেকে ফিরে বাড়িতে ঢুকে দেখেন নাতনি রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। পরে ঘটনা জানতে পেরে এলাকায় পৌঁছান ডেবরা থানার পুলিশ আধিকারিকরা । নাবালিকার দিদিমা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন ৷

পলাতক যুবকের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে ডেবরা থানার পুলিশ । অপরদিকে সোমবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওই নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে পুলিশের তরফে । ঘটনার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ । যদিও দিনের পর দিন ধর্ষণের ঘটনা বেড়ে চলায় ক্ষোভ ছড়িয়েছে জঙ্গলমহলে । সবাই চাইছেন পুলিশ শক্ত হাতে এমন ঘটনা বন্ধ করতে তৎপর হোক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.