ETV Bharat / state

ডেবরায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 5 - ডেবরায় গণধর্ষণের অভিযোগ পাঁচ যুবকের বিরুদ্ধে

ডেবরার কালুয়া বৃন্দাবনের ঘটনা । নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচ যুবকের বিরুদ্ধে ।

rape
ছবি
author img

By

Published : Jan 2, 2020, 3:30 AM IST

ডেবরা, 2 জানুয়ারি : মামাবাড়ি থেকে ফেরার পথে নাবালিকাকে অন্যত্র তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল পাঁচ যুবকের বিরুদ্ধে । পরে বেহুঁশ অবস্থায় তাকে তার বাড়ির সামনে ফেলে দিয়ে যাওয়া হয় । ঘটনায়, পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । পশ্চিম মেদিনীপুরের ডেবরার ঘটনা ।

রবিবার দুপুর দেড়টা নাগাদ পিংলার সাহড়দায় মামাবাড়ি থেকে ফিরছিল নাবালিকা । পথে সঞ্জু নাগ ও শুভদীপ নুবিয়ান নামে দুই যুবক তাকে কুপ্রস্তাব দেয় ও তাদের সঙ্গে যেতে বলে । কিন্তু তাতে রাজি না হওয়ায় জোর করে পাশের একটি জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যাওয়া হয় নাবালিকাকে । সেখানে আগে থেকেই উপস্থিত ছিল সায়ন খাঁড়া,বিশ্বজিৎ খাঁড়া ও তাদের এক বন্ধু । মদের আসরও বসেছিল । অভিযোগ, এরপর সঞ্জু ও তার সঙ্গীরা নাবালিকাকে ধর্ষণ করে । জ্ঞান হারায় নির্যাতিতা । পরে বেহুঁশ অবস্থাতেই নাবালিকাকে তার বাড়ির সামনে ফেলে চম্পট দেয় অভিযুক্তরা । তড়িঘড়ি নাবালিকাকে ডেবরা হাসপাতালে ভরতি করে পরিবারের লোকজন । পরে সেখান থেকে মেদিনীপুর মেডিকেলে স্থানান্তরিত করা হয় ।

নাবালিকার বাবা জানান, সাইকেলে চেপে মামাবাড়ি থেকে ফিরছিল মেয়ে । কিন্তু দুপুর পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি । মামাবাড়িতে ফোন করা হলে তারা জানায়, মেয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে । এরপর খোঁজাখুঁজি শুরু হয় । থানায় অভিযোগ জানাতে যাবেন এমন সময় বাইকে করে ঘরের সামনে মেয়েকে ফেলে দিয়ে যায় একজন । পরে ডেবরা থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা । তদন্তে নেমে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ডেবরা, 2 জানুয়ারি : মামাবাড়ি থেকে ফেরার পথে নাবালিকাকে অন্যত্র তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল পাঁচ যুবকের বিরুদ্ধে । পরে বেহুঁশ অবস্থায় তাকে তার বাড়ির সামনে ফেলে দিয়ে যাওয়া হয় । ঘটনায়, পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । পশ্চিম মেদিনীপুরের ডেবরার ঘটনা ।

রবিবার দুপুর দেড়টা নাগাদ পিংলার সাহড়দায় মামাবাড়ি থেকে ফিরছিল নাবালিকা । পথে সঞ্জু নাগ ও শুভদীপ নুবিয়ান নামে দুই যুবক তাকে কুপ্রস্তাব দেয় ও তাদের সঙ্গে যেতে বলে । কিন্তু তাতে রাজি না হওয়ায় জোর করে পাশের একটি জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যাওয়া হয় নাবালিকাকে । সেখানে আগে থেকেই উপস্থিত ছিল সায়ন খাঁড়া,বিশ্বজিৎ খাঁড়া ও তাদের এক বন্ধু । মদের আসরও বসেছিল । অভিযোগ, এরপর সঞ্জু ও তার সঙ্গীরা নাবালিকাকে ধর্ষণ করে । জ্ঞান হারায় নির্যাতিতা । পরে বেহুঁশ অবস্থাতেই নাবালিকাকে তার বাড়ির সামনে ফেলে চম্পট দেয় অভিযুক্তরা । তড়িঘড়ি নাবালিকাকে ডেবরা হাসপাতালে ভরতি করে পরিবারের লোকজন । পরে সেখান থেকে মেদিনীপুর মেডিকেলে স্থানান্তরিত করা হয় ।

নাবালিকার বাবা জানান, সাইকেলে চেপে মামাবাড়ি থেকে ফিরছিল মেয়ে । কিন্তু দুপুর পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি । মামাবাড়িতে ফোন করা হলে তারা জানায়, মেয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে । এরপর খোঁজাখুঁজি শুরু হয় । থানায় অভিযোগ জানাতে যাবেন এমন সময় বাইকে করে ঘরের সামনে মেয়েকে ফেলে দিয়ে যায় একজন । পরে ডেবরা থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা । তদন্তে নেমে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Intro:মামা বাড়ি থেকে ফেরার পথে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করল 5 যুবক, এরপর তাকে তার বাড়ির সামনে বেহুঁশ অবস্থায় ফেলে দিয়ে যায় বলে অভিযোগ করল নাবালিকার বাড়ির লোকজন ,পুলিশ এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে , ঘটনাটি ডেবরা এলাকার l
Body:মামা বাড়ি থেকে ফেরার পথে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করল 5 যুবক, এরপর তাকে তার বাড়ির সামনে বেহুঁশ অবস্থায় ফেলে দিয়ে যায় বলে অভিযোগ করল নাবালিকার বাড়ির লোকজন ,পুলিশ এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে , ঘটনাটি ডেবরা এলাকার l


ডেবরায় জঙ্গলে নিয়ে গিয়ে নাবালিকাকে গনধর্ষন , গ্রেফতার 5 ,পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কালুয়া বৃন্দাবন এলাকায় জঙ্গলের ঝোপে এক নাবালিকাকে গন ধর্ষনের ঘটনায় গ্রেফতার হোলো 5 যুবক l ঘটনার সুত্রপাত রবিবার দুপুর 1:30 টা নাগাদ ওই নাবালিকা পিংলার সাহড়দা এলাকায় এক আত্মীয় বাড়ী থেকে ফিরছিল l সেই সময় বাড়ীর কাছাকাছি সঞ্জু নাগ ও শুভদীপ নুবিয়ান ওই মেয়েটিকে জোর পূর্বক সঙ্গে যেতে বলে, কিন্তু তাতে রাজী না হওয়ায় তাকে জঙ্গলের ঝোঁপে নিয়ে যায়, সেখানে আরো সায়ন খাঁড়া,বিশ্বজিৎ খাঁড়া নামে আরো তিনজন আগে থেকেই উপস্থিত ছিল l সেখানে সবাই মদ্যপ অবস্থায় ছিল এবং সেখানেই সঞ্জু ও তার সাথীরা নাবালিকাটিকে ধর্ষন করে l ধর্ষন করার পর অজ্ঞান হয়ে পড়ে ওই নাবালিকা l পরে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায় নাবালিকাকে তার বাড়ীর কাছে পৌঁছে দিয়ে চম্পট দেয় পাঁচ জন যুবক l পরে বাড়ীতে গিয়ে আবার অসুস্থ হয়ে পড়াতেই ডেবরা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এবং পরে তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় l এমনটাই ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই নাবালিকার বাবা l এই অভিযোগের ভিত্তিতেই 5 জনকে গ্রেফতার করে ডেবরা থানার পুলিশ l ধৃতদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় পরীক্ষা করার জন্য ,এদিন এই পাঁচজনকে মেডিকেল কলেজে ডাক্তারি পরীক্ষা করার জন্য পুলিশ নিয়ে আসে এরপর তাকে মেদিনিপুর কোর্ট এর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় l অপরদিকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি থাকার পর এদিন সকালে পকসো মেডিকেল ডিপার্টমেন্ট থেকে পরীক্ষা হয় ওই নাবালিকার l উল্লেখ্য হায়দ্রাবাদ ঘটনার পর বেশ কিছুটা হল মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক কাজ করেছিল l কিছুদিন এই ধরনের ঘটনা খুব একটা সামনে আসেনি কিন্তু ডেবরার ঘটনাই ফের প্রকাশ্যে এলো গণধর্ষনের ঘটনা l

এ বিষয়ে মেয়েটির বাবার বক্তব্য নাবালিকা মেয়ে আমার সাইকেলে করে মামা বাড়ি থেকে ফিরছিল দুপুর নাগাদ l সেই সময় পথের মধ্যে দুই যুবক তার পথ আটকায় মেয়েটির পাশ কাটিয়ে চলে আসার সময় তাকে জোর করে তুলে নিয়ে চলে যায় মুচিরাম এলাকায় জঙ্গলের কাছে l সেখানে আগে থেকে আরো তিনজন মজুদ ছিল l মোট পাঁচজন মিলে আমার মেয়ের উপর অত্যাচার চালায় l এরপর মেয়ে বাড়ি ফিরে না আসায় আমরা মামা বাড়িতে ফোন করি তাতে জানতে পারি মেয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে l এরপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করি এবং থানায় অভিযোগ জানানোর জন্য যখন প্রস্তুত হচ্ছিলাম সেই সময় আমার মেয়েকে একজন বাইকে করে ঘরের সামনে অচেতন অবস্থায় নামিয়ে দিয়ে যায় l আমরা মেয়েকে অচেতন অবস্থায় ডেবরা হাসপাতালে নিয়ে যায় এবং ডেবরা থানায় অভিযোগ করি l রাতে ডেবরা হাসপাতাল থেকে আমরা মেদিনীপুর মেডিকেল উদ্দেশ্যে রওনা দিয় l রাতে মেদিনীপুর মেডিকেল ভর্তি হয়েছিল l এই ঘটনার পর পুলিশ 5 জন যুবক কে এরেস্ট করেছে বলে জানতে পারি l Conclusion:মামা বাড়ি থেকে ফেরার পথে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করল 5 যুবক, এরপর তাকে তার বাড়ির সামনে বেহুঁশ অবস্থায় ফেলে দিয়ে যায় বলে অভিযোগ করল নাবালিকার বাড়ির লোকজন ,পুলিশ এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে , ঘটনাটি ডেবরা এলাকার l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.