ETV Bharat / state

Milestones placed at Vidyasagar's village Birsingha: ঐতিহাসিক মাইলস্টোনেই সাজছে বিদ্যাসাগরের জন্মভিটে - milestones to tell the story of Ishwar Chandra Vidyasagar

মাইলস্টোন দেখেই ইংরেজি সংখ্যা রপ্ত করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Ishwar Chandra Vidyasagar news)৷ এ বার তাঁর জন্মভিটে বীরসিংহ গ্রামে (Birsingha village) তাঁর জীবনের কাহিনি তুলে ধরবে এই মাইলস্টোনই (milestones placed at Vidyasagar's village Birsingha)৷

milestones-to-tell-the-story-of-ishwar-chandra-vidyasagar-at-his-native-village-birsingha
ঐতিহাসিক মাইলস্টোনেই সাজছে বিদ্যাসাগরের জন্মভিটে
author img

By

Published : Jan 31, 2022, 2:16 PM IST

বীরসিংহ, 30 জানুয়ারি: পর্যটকদের টানতে সেজে উঠছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রাম ৷ রাজ্য সরকারের উদ্যোগে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে স্থান পেল তাঁর স্মৃতি-বিজড়িত মাইলস্টোন (milestones placed at Vidyasagar's village Birsingha), যেখানে খোদাই করা রয়েছে তাঁর জীবনের কাহিনি ৷

একসময় বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের পিঠে চড়ে বীরসিংহ গ্রাম (Birsingha village) থেকে কলকাতা যাওয়ার পথে মাইলস্টোন দেখে ইংরেজি সংখ্যা শিখে ফেলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Ishwar Chandra Vidyasagar news)। সেই স্মৃতিকে অমলিন করে রাখতে মাইলস্টোন দিয়ে সাজানো হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরকে । এই মাইলস্টোনে তুলে ধরা হয়েছে বিদ্যাসাগরের জীবনের একাধিক ঘটনা ও তার সময়কাল ।

milestones-to-tell-the-story-of-ishwar-chandra-vidyasagar-at-his-native-village-birsingha
ঐতিহাসিক মাইলস্টোনেই সাজছে বিদ্যাসাগরের জন্মভিটে

করোনা আবহে বিদ্যাসাগর মেলা এ বার পিছিয়ে দেওয়া হয়েছে ৷ মেলা শুরু হচ্ছে 6 ফেব্রুয়ারি থেকে ৷ তার আগে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরকে নতুন করে সাজিয়ে তুলতে উদ্যোগ নিয়েছে বীরসিংহ উন্নয়ন পর্ষদ (milestones to tell the story of Ishwar Chandra Vidyasagar)। বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রামকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ জন্য বছরখানেক আগে বিদ্যাসাগর মেলার উদ্বোধনে গিয়ে বীরসিংহ উন্নয়ন পর্ষদ গঠন করেন তিনি ।

milestones-to-tell-the-story-of-ishwar-chandra-vidyasagar-at-his-native-village-birsingha
বীরসিংহে ইতিহাসের সংরক্ষণ

আরও পড়ুন: Vidyasagar Birthday: 3 কৃতীকে সংবর্ধনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 সালের 26 সেপ্টেম্বর । তার পর ধাপে ধাপে 1828 সালে কলকাতায় গমন । সংস্কৃত কলেজে পড়াশোনা 1829 সাল থেকে 1841 সাল পর্যন্ত ৷ বিদ্যাসাগরের বিয়ে 1834 সালে । ফোর্ট উইলিয়াম কলেজে যোগদান 1847 সালে । বেতাল পঞ্চবিংশতি বই লেখা 1847 ও ভ্রান্তিবিলাস বই লেখা 1869 সালে ৷ 1891 সালের 29 জুলাই তাঁর জীবনাবসান হয় । তাঁর জীবনের 14টি বিশেষ উল্লেখযোগ্য বিষয় তুলে ধরতে 14টি মাইলস্টোন পোঁতা হয়েছে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের প্রবেশ দ্বারে ৷ এগুলি পর্যটকদের সামনে তুলে ধরবে ইতিহাস, যা তাঁদের শিহরিত করে তুলবে বলে মনে করছে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের কর্মকর্তারা ।

ঐতিহাসিক মাইলস্টোনেই সাজছে বিদ্যাসাগরের জন্মভিটে

দীর্ঘদিন ধরে এলাকাবাসীরা দাবি তুলেছিলেন, বিদ্যাসাগর স্মৃতি মন্দিরকে ঢেলে সাজানো হোক । অনেকেই বলেছিলেন যে, পর্যটকরা বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামে গেলে তাঁদের মন ভারাক্রান্ত হয়ে পড়ে ৷ বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত স্থানে দেখার মতো কিছুই প্রায় ছিল না ৷ অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে বিদ্যাসাগরের স্মৃতি মন্দির ও বীরসিংহ গ্রামে দেওয়ালে দেওয়ালে সাজিয়ে তোলা হয়েছে বিদ্যাসাগরের ছবি দিয়ে তাঁর নানা স্মৃতির কথা । শুধু তাই নয়, বিদ্যাসাগরের আমলের কাঁচা মাটি বিদ্যালয়টিকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে । বিদ্যাসাগরের পুষ্করিণীরও ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।এককথায় বিদ্যাসাগরের জন্ম ভিটে ঘুরতে গেলে মন ভরবে পর্যটকদের । এমনই মনে করছেন বীরসিংহ গ্রামের বাসিন্দা থেকে শুরু করে ঘাটালবাসী (West Midnapore news)।

আরও পড়ুন: Vidyasagar Birth Anniversary : জন্মজয়ন্তীতে বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য মমতা, অমিতের

বীরসিংহ, 30 জানুয়ারি: পর্যটকদের টানতে সেজে উঠছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রাম ৷ রাজ্য সরকারের উদ্যোগে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে স্থান পেল তাঁর স্মৃতি-বিজড়িত মাইলস্টোন (milestones placed at Vidyasagar's village Birsingha), যেখানে খোদাই করা রয়েছে তাঁর জীবনের কাহিনি ৷

একসময় বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের পিঠে চড়ে বীরসিংহ গ্রাম (Birsingha village) থেকে কলকাতা যাওয়ার পথে মাইলস্টোন দেখে ইংরেজি সংখ্যা শিখে ফেলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Ishwar Chandra Vidyasagar news)। সেই স্মৃতিকে অমলিন করে রাখতে মাইলস্টোন দিয়ে সাজানো হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরকে । এই মাইলস্টোনে তুলে ধরা হয়েছে বিদ্যাসাগরের জীবনের একাধিক ঘটনা ও তার সময়কাল ।

milestones-to-tell-the-story-of-ishwar-chandra-vidyasagar-at-his-native-village-birsingha
ঐতিহাসিক মাইলস্টোনেই সাজছে বিদ্যাসাগরের জন্মভিটে

করোনা আবহে বিদ্যাসাগর মেলা এ বার পিছিয়ে দেওয়া হয়েছে ৷ মেলা শুরু হচ্ছে 6 ফেব্রুয়ারি থেকে ৷ তার আগে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরকে নতুন করে সাজিয়ে তুলতে উদ্যোগ নিয়েছে বীরসিংহ উন্নয়ন পর্ষদ (milestones to tell the story of Ishwar Chandra Vidyasagar)। বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রামকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ জন্য বছরখানেক আগে বিদ্যাসাগর মেলার উদ্বোধনে গিয়ে বীরসিংহ উন্নয়ন পর্ষদ গঠন করেন তিনি ।

milestones-to-tell-the-story-of-ishwar-chandra-vidyasagar-at-his-native-village-birsingha
বীরসিংহে ইতিহাসের সংরক্ষণ

আরও পড়ুন: Vidyasagar Birthday: 3 কৃতীকে সংবর্ধনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 সালের 26 সেপ্টেম্বর । তার পর ধাপে ধাপে 1828 সালে কলকাতায় গমন । সংস্কৃত কলেজে পড়াশোনা 1829 সাল থেকে 1841 সাল পর্যন্ত ৷ বিদ্যাসাগরের বিয়ে 1834 সালে । ফোর্ট উইলিয়াম কলেজে যোগদান 1847 সালে । বেতাল পঞ্চবিংশতি বই লেখা 1847 ও ভ্রান্তিবিলাস বই লেখা 1869 সালে ৷ 1891 সালের 29 জুলাই তাঁর জীবনাবসান হয় । তাঁর জীবনের 14টি বিশেষ উল্লেখযোগ্য বিষয় তুলে ধরতে 14টি মাইলস্টোন পোঁতা হয়েছে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের প্রবেশ দ্বারে ৷ এগুলি পর্যটকদের সামনে তুলে ধরবে ইতিহাস, যা তাঁদের শিহরিত করে তুলবে বলে মনে করছে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের কর্মকর্তারা ।

ঐতিহাসিক মাইলস্টোনেই সাজছে বিদ্যাসাগরের জন্মভিটে

দীর্ঘদিন ধরে এলাকাবাসীরা দাবি তুলেছিলেন, বিদ্যাসাগর স্মৃতি মন্দিরকে ঢেলে সাজানো হোক । অনেকেই বলেছিলেন যে, পর্যটকরা বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামে গেলে তাঁদের মন ভারাক্রান্ত হয়ে পড়ে ৷ বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত স্থানে দেখার মতো কিছুই প্রায় ছিল না ৷ অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে বিদ্যাসাগরের স্মৃতি মন্দির ও বীরসিংহ গ্রামে দেওয়ালে দেওয়ালে সাজিয়ে তোলা হয়েছে বিদ্যাসাগরের ছবি দিয়ে তাঁর নানা স্মৃতির কথা । শুধু তাই নয়, বিদ্যাসাগরের আমলের কাঁচা মাটি বিদ্যালয়টিকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে । বিদ্যাসাগরের পুষ্করিণীরও ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।এককথায় বিদ্যাসাগরের জন্ম ভিটে ঘুরতে গেলে মন ভরবে পর্যটকদের । এমনই মনে করছেন বীরসিংহ গ্রামের বাসিন্দা থেকে শুরু করে ঘাটালবাসী (West Midnapore news)।

আরও পড়ুন: Vidyasagar Birth Anniversary : জন্মজয়ন্তীতে বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য মমতা, অমিতের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.