ETV Bharat / state

World Cup Fever: স্বপ্নপূরণ ! লিও'র হাতে বিশ্বকাপ ওঠায় খুশিতে চপ-মিষ্টি বিলি করলেন মেসিভক্ত জয়দেব

বাঙালি মানেই ফুটবলের প্রতি এক আলাদা টান ৷ তাই তো বলে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল ৷ বিশ্বকাপ নিয়ে বাঙালির উত্তেজনা ছিল তুঙ্গে ৷ আর্জেন্তিনা জিততেই এবার মিষ্টি মুখ করালেন পশ্চিম মেদিনীপুরের এক চপ বিক্রেতা (Jaydev Barat distribute sweets) ৷

author img

By

Published : Dec 20, 2022, 1:47 PM IST

ETV Bhatrat
মেসির নাম লেখা আর্জেন্তিনার জার্সি গায়ে জয়দেব বাবু
খুশিতে চপ-মিষ্টি বিলি করলেন মেসিভক্ত জয়দেব

মেদিনীপুর, 20 ডিসেম্বর: ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে জয়ী আর্জেন্তিনা । এই বিশ্বকাপ জেতার মূল চাবিকাঠি মেসি । তাই তো ফুটবল ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত জয়দেব বরাট সারাদিন ধরে বিলোলেন মিষ্টি । পেশায় চপ বিক্রেতা জয়দেববাবু জানান, 86 সাল থেকেই তিনি ফুটবলের প্রতি তাঁর অমোঘ টান । পরে মেসির ভক্ত হয়ে ওঠা ৷

টানটান উত্তেজনার মধ্য দিয়ে রবিবার শেষ হয়েছে বিশ্বকাপ । বিশ্বকাপ হাতে পেয়েছে আর্জেন্তিনা, এর নেপথ্যে নায়ক মেসি । তাইতো মেসির পায়ের জাদুতে আর্জেন্তিনার ঘরে এবার সোনার কাপ উঠতেই এলাকাবাসীকে মিষ্টি মুখ করালেন গোলকুয়া চকের জয়দেব বরাট । প্রতিদিন সকাল হলেই চপ, পেঁয়াজি, মুড়ি-ঘুগনি পকোড়া বিক্রি করেন রাস্তার ধারে । তাঁরও প্রিয় খেলা ফুটবল, সেই খেলার দৌলতেই তিনি 1986 সাল থেকে ছিলেন মারাদোনার ভক্ত । জয়দেব বরাবরই মারাদোনাকে পছন্দ করেন ৷ পরবর্তীকালে তাঁর ভালোলাগার তালিকায় চলে আসেন মেসি ৷ বর্তামানে মেসির একনিষ্ট ভক্ত হিসাবে নিজেকে দাবি করেন ৷ এমনকী এই ব্যবসায়ীর দোকানে গেলেও দেখা যাবে মেসি, মারাদোনার ছবি ৷

আরও পড়ুন: পরাজিত নায়কদের যন্ত্রণা ভাগ করে নিতে বিমানবন্দরে হাজার হাজার ফ্যান

ফুটবলের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করেই এই ব্যবসায়ী বলেন, "বিশ্বকাপের ওই তিন ঘণ্টা টিভির সামনে বসেছিলাম । শেষ পর্যন্ত মেসির দৌলতে আর্জেন্তিনা জয়ী হওয়ায় স্বপ্নপূরণ হয়।" তাই তো পরদিন সকাল হতেই দোকানে হাজির হন। দোকানে এসে চপ-পেঁয়াজি ভাজার পাশাপাশি মিষ্টি কিনে বিলোতে শুরু করেন পথ চলতি মানুষের মধ্যে । মেসি লেখা গেঞ্জি পরে সঙ্গে মিষ্টি বিলিয়ে নিজের আনন্দ উপভোগ করলেন বছর ষাটের জয়দেব বরাট । পথচলতি মানুষ তার হাতে মিষ্টি খেয়ে দেদার খুশি ।

খুশিতে চপ-মিষ্টি বিলি করলেন মেসিভক্ত জয়দেব

মেদিনীপুর, 20 ডিসেম্বর: ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে জয়ী আর্জেন্তিনা । এই বিশ্বকাপ জেতার মূল চাবিকাঠি মেসি । তাই তো ফুটবল ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত জয়দেব বরাট সারাদিন ধরে বিলোলেন মিষ্টি । পেশায় চপ বিক্রেতা জয়দেববাবু জানান, 86 সাল থেকেই তিনি ফুটবলের প্রতি তাঁর অমোঘ টান । পরে মেসির ভক্ত হয়ে ওঠা ৷

টানটান উত্তেজনার মধ্য দিয়ে রবিবার শেষ হয়েছে বিশ্বকাপ । বিশ্বকাপ হাতে পেয়েছে আর্জেন্তিনা, এর নেপথ্যে নায়ক মেসি । তাইতো মেসির পায়ের জাদুতে আর্জেন্তিনার ঘরে এবার সোনার কাপ উঠতেই এলাকাবাসীকে মিষ্টি মুখ করালেন গোলকুয়া চকের জয়দেব বরাট । প্রতিদিন সকাল হলেই চপ, পেঁয়াজি, মুড়ি-ঘুগনি পকোড়া বিক্রি করেন রাস্তার ধারে । তাঁরও প্রিয় খেলা ফুটবল, সেই খেলার দৌলতেই তিনি 1986 সাল থেকে ছিলেন মারাদোনার ভক্ত । জয়দেব বরাবরই মারাদোনাকে পছন্দ করেন ৷ পরবর্তীকালে তাঁর ভালোলাগার তালিকায় চলে আসেন মেসি ৷ বর্তামানে মেসির একনিষ্ট ভক্ত হিসাবে নিজেকে দাবি করেন ৷ এমনকী এই ব্যবসায়ীর দোকানে গেলেও দেখা যাবে মেসি, মারাদোনার ছবি ৷

আরও পড়ুন: পরাজিত নায়কদের যন্ত্রণা ভাগ করে নিতে বিমানবন্দরে হাজার হাজার ফ্যান

ফুটবলের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করেই এই ব্যবসায়ী বলেন, "বিশ্বকাপের ওই তিন ঘণ্টা টিভির সামনে বসেছিলাম । শেষ পর্যন্ত মেসির দৌলতে আর্জেন্তিনা জয়ী হওয়ায় স্বপ্নপূরণ হয়।" তাই তো পরদিন সকাল হতেই দোকানে হাজির হন। দোকানে এসে চপ-পেঁয়াজি ভাজার পাশাপাশি মিষ্টি কিনে বিলোতে শুরু করেন পথ চলতি মানুষের মধ্যে । মেসি লেখা গেঞ্জি পরে সঙ্গে মিষ্টি বিলিয়ে নিজের আনন্দ উপভোগ করলেন বছর ষাটের জয়দেব বরাট । পথচলতি মানুষ তার হাতে মিষ্টি খেয়ে দেদার খুশি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.