ETV Bharat / state

Youth Outrageous Act: বউকে ফিরিয়ে দেওয়ার দাবিতে জল ট্যাংকের মাথায় যুবক, তারপর ?

author img

By

Published : May 4, 2023, 10:41 PM IST

Updated : May 4, 2023, 10:47 PM IST

70-এর দশকের শোলের বীরু জলের ট্যাংকে উঠছিল বাসন্তীকে ফিরে পেতে ৷ এই দশকে বউকে ফিরে পেতে যুবক ট্যাংকের মাথায় চরে বসলেন ৷ স্ত্রীকে না ফিরিয়ে দিলে সুইসাইড করার হুমকি দিতে থাকেন তিনি ৷ এরপর কী হল পডুন...

youth suicide attempt
জলের ট্যাংকের উপর যুবক

বউকে ফিরিয়ে দেওয়ার দাবিতে জল ট্যাংকের মাথায় যুবক

মেদিনীপুর, 4 মে: 1975 সালে মুক্তি পাওয়া শোলে সিনেমার সেই দৃশ্য নিশ্চই সকলের মনে রয়েছে ৷ যেখানে ধর্মেন্দ্র অর্থাৎ বীরু প্রেমিকাকে ফিরে পেতে জলের ট্যাংকের উপর উঠে গিয়েছিল ৷ সেখানে দাঁড়িয়ে তিনি চিৎকার করে বলেছিলেন, 'বাসন্তী মুঝে ছোড় কে মাত যা' ৷ এবার ফের সেইরকম দৃশ্যের দেখা মিলল ৷ তবে সিনেমায় নয়, বাস্তবে ৷ স্ত্রীর মৃত্যু হয়েছে ৷ তবে তাঁকে পুনরায় ফিরে পেতে চান ৷ সেই আবেদন জানিয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে 12টা নাগাদ মেদিনীপুরে এক বিশাল জল ট্যাংকের উপর চড়ে বসলেন যুবক । প্রায় আধঘণ্টা ধরে একটাই দাবি করে গেলেন তিনি, ফিরিয়ে দেওয়া হোক তাঁর বউকে । আশেপাশের বাসিন্দাদের শত আর্জিতেও নীচে নামলেন না তিনি ৷ শেষমেষ ফায়ার ব্রিগেড ও পুলিশ এসে যুবককে নীচে নামিয়ে আনে ৷

জানা গিয়েছে, মেদিনীপুরের শেখপুরা পোল্ট্রি পুকুর এলাকার বাসিন্দা ভিকি পাওয়ার । বয়স 28 বছর ৷ ওই যুবক স্ত্রীকে নিয়ে সুখেই সংসার করছিলেন। কিন্তু সম্প্রতি কীটনাশক খেয়ে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর । এরপরই যুবক ভেঙে পড়েন । নিজের মানসিক ভারসাম্য হারিয়ে এ দিন তিনি উঠে পড়েন এলাকারই একটি উচ্চ জল ট্যাংকে । এমনকী সেখান থেকে ঝাঁপ দিয়ে পড়ে যাওয়ার হুমকি পর্যন্ত দেন । এই ঘটনার পরেই এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য । ট্যাংকের উপর তাঁকে দেখার পরেই জড়ো হয় আশেপাশের মানুষজন ৷ অনেকেই যুবককে আবেদন নিবেদন করেন এবং নীচে নেমে আসার আর্জি জানান ।

স্থানীয়রা অনেকেই ট্যাংকের উপর উঠেছিল ওই যুবককে জল সেখান থেকে নামানোর জন্য ৷ কিন্তু নিজের দাবিতেই অনড় থাকে ওই যুবক । এরপরই খবর যায় কোতোয়ালি থানায় এবং ফায়ার ব্রিগেডে । পরে পদস্থ আধিকারিকদের নিয়ে উপস্থিত হয় পুলিশ এবং ফায়ার ব্রিগেড । তারা কথা বলার মধ্য দিয়ে যুবককে জল ট্যাংক থেকে নামিয়ে আনে । আর তাতেই এলাকার পরিস্থিতি শান্ত হয় । এরপরই পুলিশ যুবককে থানায় নিয়ে যায় । শিখর পাওয়ার নামে স্থানীয় যুবক বলেন, "ভিকি পাওয়ার তাঁর স্ত্রীকে প্রচুর পরিমাণে ভালোবাসতেন এবং সম্প্রতি সেই স্ত্রীর মৃত্যুতে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন । যার পরিণতি হিসেবে তিনি উঠে পড়েছেন এই জলের ট্যাংকে এবং মরে যাওয়ার হুমকি দেন ।"

আরও পড়ুন: সরকারি টাকা লুটের অভিযোগে আটক অভিষেকের কনভয়, 'চোর' স্লোগান গ্রামবাসীদের

বউকে ফিরিয়ে দেওয়ার দাবিতে জল ট্যাংকের মাথায় যুবক

মেদিনীপুর, 4 মে: 1975 সালে মুক্তি পাওয়া শোলে সিনেমার সেই দৃশ্য নিশ্চই সকলের মনে রয়েছে ৷ যেখানে ধর্মেন্দ্র অর্থাৎ বীরু প্রেমিকাকে ফিরে পেতে জলের ট্যাংকের উপর উঠে গিয়েছিল ৷ সেখানে দাঁড়িয়ে তিনি চিৎকার করে বলেছিলেন, 'বাসন্তী মুঝে ছোড় কে মাত যা' ৷ এবার ফের সেইরকম দৃশ্যের দেখা মিলল ৷ তবে সিনেমায় নয়, বাস্তবে ৷ স্ত্রীর মৃত্যু হয়েছে ৷ তবে তাঁকে পুনরায় ফিরে পেতে চান ৷ সেই আবেদন জানিয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে 12টা নাগাদ মেদিনীপুরে এক বিশাল জল ট্যাংকের উপর চড়ে বসলেন যুবক । প্রায় আধঘণ্টা ধরে একটাই দাবি করে গেলেন তিনি, ফিরিয়ে দেওয়া হোক তাঁর বউকে । আশেপাশের বাসিন্দাদের শত আর্জিতেও নীচে নামলেন না তিনি ৷ শেষমেষ ফায়ার ব্রিগেড ও পুলিশ এসে যুবককে নীচে নামিয়ে আনে ৷

জানা গিয়েছে, মেদিনীপুরের শেখপুরা পোল্ট্রি পুকুর এলাকার বাসিন্দা ভিকি পাওয়ার । বয়স 28 বছর ৷ ওই যুবক স্ত্রীকে নিয়ে সুখেই সংসার করছিলেন। কিন্তু সম্প্রতি কীটনাশক খেয়ে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর । এরপরই যুবক ভেঙে পড়েন । নিজের মানসিক ভারসাম্য হারিয়ে এ দিন তিনি উঠে পড়েন এলাকারই একটি উচ্চ জল ট্যাংকে । এমনকী সেখান থেকে ঝাঁপ দিয়ে পড়ে যাওয়ার হুমকি পর্যন্ত দেন । এই ঘটনার পরেই এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য । ট্যাংকের উপর তাঁকে দেখার পরেই জড়ো হয় আশেপাশের মানুষজন ৷ অনেকেই যুবককে আবেদন নিবেদন করেন এবং নীচে নেমে আসার আর্জি জানান ।

স্থানীয়রা অনেকেই ট্যাংকের উপর উঠেছিল ওই যুবককে জল সেখান থেকে নামানোর জন্য ৷ কিন্তু নিজের দাবিতেই অনড় থাকে ওই যুবক । এরপরই খবর যায় কোতোয়ালি থানায় এবং ফায়ার ব্রিগেডে । পরে পদস্থ আধিকারিকদের নিয়ে উপস্থিত হয় পুলিশ এবং ফায়ার ব্রিগেড । তারা কথা বলার মধ্য দিয়ে যুবককে জল ট্যাংক থেকে নামিয়ে আনে । আর তাতেই এলাকার পরিস্থিতি শান্ত হয় । এরপরই পুলিশ যুবককে থানায় নিয়ে যায় । শিখর পাওয়ার নামে স্থানীয় যুবক বলেন, "ভিকি পাওয়ার তাঁর স্ত্রীকে প্রচুর পরিমাণে ভালোবাসতেন এবং সম্প্রতি সেই স্ত্রীর মৃত্যুতে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন । যার পরিণতি হিসেবে তিনি উঠে পড়েছেন এই জলের ট্যাংকে এবং মরে যাওয়ার হুমকি দেন ।"

আরও পড়ুন: সরকারি টাকা লুটের অভিযোগে আটক অভিষেকের কনভয়, 'চোর' স্লোগান গ্রামবাসীদের

Last Updated : May 4, 2023, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.