মেদিনীপুর, 6 মে: কোভিডকালে বিপুল পরিবর্তন এসেছে সবক্ষেত্রে ৷ কিছু বছর আগেও গঙ্গাজল পেতে গঙ্গায় যেতে হত ৷ পরিস্থিতি অনেকটাই বদলেছে ৷ পোষ্ট অফিস থেকে গঙ্গাজল পাওয়া যাচ্ছে ৷ পোষ্ট অফিসে লাইন দিয়ে দাঁড়িয়ে গঙ্গাজল কিনছেন মেদিনীপুরের বাসিন্দারা ৷ 250 মিলিলিটার গঙ্গাজল মিলছে 30 টাকায় (Selling Ganga water From Post Office) ৷
ডাকঘরের দেওয়া তথ্য অনুযায়ী, এই কোভিড বিপর্যয়েও বছরে সর্বাধিক গঙ্গাজল বিক্রি করেছে তারা । কেন্দ্র সরকারের নির্দেশিকার পর থেকে মেদিনীপুরের এই পোষ্ট অফিস গঙ্গোত্রীর জল বিক্রি করা শুরু করেছে । এপ্রিল, 2021 থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত 1845 বোতল গঙ্গাজল বিক্রি হয়েছে । যা থেকে ডাকঘরের আয় হয়েছে 55 হাজার 350 টাকা ৷ যা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে ৷ গঙ্গজল বিক্রি করে এই বিপুল পরিমাণ আয় করতে পেরে খুশি সিনিয়র পোস্টমাস্টার থেকে পোষ্ট অফিস কর্মীরা ৷
আরও পড়ুন : Offline Exam Protest : মেদিনীপুর কলেজে অফলাইন পরীক্ষার প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের
এই প্রসঙ্গেই মেদিনীপুর পোষ্ট অফিসের পোষ্টমাস্টার রতিকান্ত সোয়াইন বলেন,‘‘ ডাকঘর-এর কাছে একটা বড় পাওনা । যে ডাকঘর থেকে মানুষের গঙ্গাজল কেনার চাহিদা সবচেয়ে বেশি । জঙ্গল মহলের মানুষ বেশি নির্ভরশীল এবং স্বচ্ছ মনে করে গঙ্গাজল ৷ তাই এখান থেকে গঙ্গাজল সঞ্চয় করে এবং এই চাহিদার জন্যই গত বছরে তাদের মোট বিক্রির পরিমাণ সর্বোচ্চ । গঙ্গাজল বিক্রিতে দ্বিতীয় স্থান দখল করেছে পশ্চিম মেদিনীপুরের এই পোস্ট অফিস। এতে আমরা খুশি। ’’