মেদিনীপুর, 29 অগস্ট: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'ডেঁপো ছেলে' বলে কটাক্ষ করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ মঙ্গলবার মেদিনীপুরে দলের এক ডেপুটেশন কর্মসূচিতে যোগ দিয়ে অভিষেককে উদ্দেশ্য করে মহম্মদ সেলিম বলেন, "আমি ওকে ভাইপো বলি না, ডেঁপো বলি ৷ দিদিমনি তার ডেঁপো ছেলেকে এই কারণেই সিজিও কমপ্লেক্সে পাঠাচ্ছেন না কারণ, যেমন শুভেন্দু অধিকারীকে ওখানে ডেকে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করিয়েছেল, ঠিক তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে যদি আবার কিছু খাইয়ে দাইয়ে বিজেপিতে যোগদান করিয়ে নেয় তাহলে দলের অবস্থা খারাপ হয়ে যাবে, সেই ভয়ে ৷"
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় সম্প্রতি শোনা গিয়েছে, তিনি দুর্নীতির সঙ্গে জড়িত তা প্রমাণ হলে প্রকাশ্য মঞ্চে তিনি ফাঁসিতে ঝুলবেন ৷ অভিষেকের এই মন্তব্য টেনে এদিন কটাক্ষ করেন সেলিম ৷ তিনি বলেন, "অভিষেক এখন নিজেই বলছে আমি ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি । এরকম একটি কথা বলে একদিকে জনগণকে বিভ্রান্ত করছে, আরেক দিকে দেশের সবচেয়ে বড় উকিলদের কোটি কোটি টাকা দিয়ে মামলা লড়ার জন্য দাঁড় করিয়ে তিনি জামিনের জন্য আবেদন করছেন সুপ্রিম কোর্টে । ফলে তিনি মিথ্যে কথা বলে জনগণকে বোকা বানাচ্ছেন ।"
আরও পড়ুন: আমার পদবি মোদি নয়... বন্দ্যোপাধ্যায়, মাথা উঁচু করে লড়তে জানি; মন্তব্য অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে সেলিম এদিন আরও বলেনন, "আমাদেরকে যদি কোনও অফিসার কোনও অভিযোগের প্রেক্ষিতে ডাকে আমরা নিশ্চয়ই যাব । আমার নামে একাধিক অভিযোগ আছে, কেস আছে ৷ আমাদের নেতাদের ডাকলে আমরা থানায় যেতে বলি, তেমনি ডেপো ছেলেকেও একবার ডেকেছে তাই যাওয়া উচিত । স্কুলের ছাত্র দোষ করলে হেড স্যার স্কুলের ছাত্রকে কান ধরে বেঞ্চের উপর দাঁড় করান ঠিক তেমনি অভিষেককে ডেকেছে । তিনি কান মুলে দিলেই তার শাস্তি মুকুব করে দেবে ।" মেদিনীপুরে এদিন সিপিএমের ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা সিপিএম সম্পাদক মহম্মদ সেলিমও ৷