ETV Bharat / state

Armed Man Tries to Enter CM's House: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে আটক যুবক মানসিক সমস্যায় আক্রান্ত, দাবি স্ত্রী'র - Armed Man Tries to Enter CMs House

Man Arrested with Arms Near CM House has Mental Issues: মানসিক সমস্যা রয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ থেকে গ্রেফতার হওয়া যুবকের ! এমনটাই দাবি করলেন ধৃতের স্ত্রী ৷ অভিযুক্ত যুবক পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাসিন্দা ৷

21 July TMC Shahid Dibas ETV BHARAT
21 July TMC Shahid Dibas
author img

By

Published : Jul 21, 2023, 2:25 PM IST

Updated : Jul 21, 2023, 3:44 PM IST

মমতার বাড়ির সামনে থেকে আটক যুবকের মানসিক সমস্যা রয়েছে বলে দাবি পরিবারের

কেশপুর, 21 জুলাই: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র-সহ ভুয়ো পুলিশ পরিচয়ে গ্রেফতার যুবকের মানসিক সমস্যা রয়েছে ৷ এমনটাই জানালেন ধৃত শেখ নূর আমিনের স্ত্রী পুনম বিবি ৷ পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাসিন্দা ওই যুবক ৷ স্বামীর গ্রেফতারির খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি ৷ তবে, স্বামী কী কাজ করেন ? এই প্রশ্নে নানান রকম জবাব দিলেন তাঁর স্ত্রী ৷ তাঁর দাবি, অভিযুক্ত আগে বাড়ির অন্দরসজ্জার কাজ করতেন ৷ আবার কখন রাজ্য মানবাধিকার সংগঠনের সদস্য বলে দাবি করেছেন ৷ তবে, আগ্নেয়াস্ত্র পাওয়ার বিষয়টি পুনম বিবি অস্বীকার করেছেন ৷

পুনম বিবি দাবি করেছেন, তাঁর স্বামী মানসিকভাবে অসুস্থ ৷ আর তিনি কোনও অসৎ উদ্দেশ্যে কালীঘাটে যাননি ৷ আজ সকালেও শেখ নূর আমিনের সঙ্গে তাঁর কথা হয়েছিল ৷ তখন তিনি জানিয়েছিলেন, আগামিকাল সন্ধ্যায় বাড়ি ফিরবেন ৷ কিন্তু, তার পর থেকেই শেখ নূর আলমের সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারেননি ৷ তাঁর ফোন সুইট অফ বলছে ৷

আরও পড়ুন: মমতার বাড়ির সামনে সশস্ত্র যুবক, নূর আমিনের উদ্দেশ্য নিয়ে ধন্দে পুলিশ

কিন্তু, ভুয়ো পরিচয়পত্র কীভাবে এল নূর আমিনের কাছে ? এই প্রশ্ন করতেই সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে যান পুনম বিবি ৷ তবে, তাঁর দাবি আগে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের ভিজিটিং কার্ড সাপ্লাই করতেন ৷ আবার পর মুহূর্তে জানান, বাড়ির অন্দরসজ্জার কাজ করতেন নূর আমিন ৷ এমনকি রাজ্য মানবাধিকার সংগঠনের সদস্যও নাকি তিনি ! সেই কারণেই নাকি সংগঠনের তরফে একুশে জুলাইয়ের সমাবেশে গিয়েছিলেন ৷ কিন্তু, সেখান থেকে গাড়ি নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে কেন ? যার জবাব দিতে পারেননি পুনম বিবি ৷

আরও পড়ুন: একুশে জুলাইয়ে ধর্মতলায় জনস্রোত, কী বার্তা দিলেন মমতা-অভিষেক ? দেখে নিন একনজরে

একুশের সমাবেশের দিন সকালের এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গিয়েছে ৷ মুখ্যমন্ত্রীর বাড়ির খুব কাছে শেখ নূর আমিনকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ তাঁর গাড়িতে পুলিশের বোর্ড লাগানো ছিল ৷ তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে আগ্নেয়াস্ত্র ও ভোজালি নিয়ে ঘুরছিলেন ৷ তাঁর কাছে ভুয়ো ভিজিটিং কার্ড উদ্ধার হয়েছে ৷ কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বাড়ির অনেকটা কাছেই চলে গিয়েছিলেন অভিযুক্ত ৷

মমতার বাড়ির সামনে থেকে আটক যুবকের মানসিক সমস্যা রয়েছে বলে দাবি পরিবারের

কেশপুর, 21 জুলাই: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র-সহ ভুয়ো পুলিশ পরিচয়ে গ্রেফতার যুবকের মানসিক সমস্যা রয়েছে ৷ এমনটাই জানালেন ধৃত শেখ নূর আমিনের স্ত্রী পুনম বিবি ৷ পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাসিন্দা ওই যুবক ৷ স্বামীর গ্রেফতারির খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি ৷ তবে, স্বামী কী কাজ করেন ? এই প্রশ্নে নানান রকম জবাব দিলেন তাঁর স্ত্রী ৷ তাঁর দাবি, অভিযুক্ত আগে বাড়ির অন্দরসজ্জার কাজ করতেন ৷ আবার কখন রাজ্য মানবাধিকার সংগঠনের সদস্য বলে দাবি করেছেন ৷ তবে, আগ্নেয়াস্ত্র পাওয়ার বিষয়টি পুনম বিবি অস্বীকার করেছেন ৷

পুনম বিবি দাবি করেছেন, তাঁর স্বামী মানসিকভাবে অসুস্থ ৷ আর তিনি কোনও অসৎ উদ্দেশ্যে কালীঘাটে যাননি ৷ আজ সকালেও শেখ নূর আমিনের সঙ্গে তাঁর কথা হয়েছিল ৷ তখন তিনি জানিয়েছিলেন, আগামিকাল সন্ধ্যায় বাড়ি ফিরবেন ৷ কিন্তু, তার পর থেকেই শেখ নূর আলমের সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারেননি ৷ তাঁর ফোন সুইট অফ বলছে ৷

আরও পড়ুন: মমতার বাড়ির সামনে সশস্ত্র যুবক, নূর আমিনের উদ্দেশ্য নিয়ে ধন্দে পুলিশ

কিন্তু, ভুয়ো পরিচয়পত্র কীভাবে এল নূর আমিনের কাছে ? এই প্রশ্ন করতেই সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে যান পুনম বিবি ৷ তবে, তাঁর দাবি আগে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের ভিজিটিং কার্ড সাপ্লাই করতেন ৷ আবার পর মুহূর্তে জানান, বাড়ির অন্দরসজ্জার কাজ করতেন নূর আমিন ৷ এমনকি রাজ্য মানবাধিকার সংগঠনের সদস্যও নাকি তিনি ! সেই কারণেই নাকি সংগঠনের তরফে একুশে জুলাইয়ের সমাবেশে গিয়েছিলেন ৷ কিন্তু, সেখান থেকে গাড়ি নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে কেন ? যার জবাব দিতে পারেননি পুনম বিবি ৷

আরও পড়ুন: একুশে জুলাইয়ে ধর্মতলায় জনস্রোত, কী বার্তা দিলেন মমতা-অভিষেক ? দেখে নিন একনজরে

একুশের সমাবেশের দিন সকালের এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গিয়েছে ৷ মুখ্যমন্ত্রীর বাড়ির খুব কাছে শেখ নূর আমিনকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ তাঁর গাড়িতে পুলিশের বোর্ড লাগানো ছিল ৷ তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে আগ্নেয়াস্ত্র ও ভোজালি নিয়ে ঘুরছিলেন ৷ তাঁর কাছে ভুয়ো ভিজিটিং কার্ড উদ্ধার হয়েছে ৷ কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বাড়ির অনেকটা কাছেই চলে গিয়েছিলেন অভিযুক্ত ৷

Last Updated : Jul 21, 2023, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.