দাসপুর, 4 ফেব্রুয়ারি : গভীর রাতে ২টি গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে নিজের বাড়িতে আগুন লাগালেন বাড়ির মালিক (Man sets fire on his own House) ৷ সিলিণ্ডার ফাটার শব্দে ছুটে আসেন স্থানীয়রা ৷ দেখেন তিনতলা পাকার বাড়ি দাউ দাউ করে জ্বলছে ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ৷
আশান্তির জেরে মা-বাবা বাড়ি ছেড়েছেন ৷ স্ত্রীও ছেলে ও মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছেন ৷মানসিক অবসাদে বৃহস্পতিবার ভোর রাতে দাসপুর থানার চাঁইপাটের সাতমাথা খেজুরতলা এলাকায় পরেশ মণ্ডল নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেন ৷ দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছন দাসপুর থানার পুলিশ ৷
জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ নিজের বাড়িতে আগুন লাগিয়েছেন পরেশ মণ্ডল ৷ পেশায় তিনি আলু ব্যবসায়ী ৷ তাঁর বক্তব্য অনুযায়ী, প্রায়শই বাবা-মায়ের সঙ্গে অশান্তি লেগে থাকত ৷ দু'দিন আগেও ছোট একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে অশান্তি শুরু হয় ৷ এই ঘটনার একদিন পর বাবা-মা বাড়ির দলিলপত্র ও গয়না নিয়ে কলকাতায় ছোট বোনের বাড়ি চলে যায় ৷ পাশাপাশি এই ঘটনার পরই পরেশ বাবুর স্ত্রীও দুই মেয়ে ও ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে যান ৷ মাস কয়েক পরেই পরেশ বাবুর মেয়ের বিয়ে, বাড়ির সকল সদস্যর হঠাৎ করে এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়া মেনে নিতে পারেনি পরেশবাবু ৷ তার সরল স্বীকারোক্তি তাই রাগের বশে গতকাল রাতে বাড়ির সিলিন্ডারের রেগুলেটর চালু করে আগুন ধরিয়ে দেন তিনি ৷
ঘটনার খবর সিভিক পুলিশকে জানানো হলে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় দাসপুর থানার ভারপ্রাপ্ত ওসি অমিত মুখোপাধ্যায়-সহ বিশাল পুলিশবাহিনী ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ৷ বাড়িটির দোতালায় রান্নাঘরে রাখা ছিল ৪টি সিলিন্ডার, তার মধ্যে দুটি ভর্তি ও দুটি খালি ছিল৷ সবকটি সিলিন্ডারের রেগুলেটর চালু করে এভাবে আগুন ধরিয়ে দেওয়ার ফলে একটি সিলিন্ডার ফেটে গিয়ে পাশের পুকুরে গিয়ে পড়ে ৷ বাড়ির ওয়ারিংয়ের তার-সহ অধিকাংশ আসবাবপত্র পুড়ে গিয়েছে, তবে ওই সময় বাড়ির অন্যান্য সদস্যরা বাড়িতে না-থাকায় ঘটনায় হতাহতের খবর নেই ৷
আরও পড়ুন : Milestones placed at Vidyasagar's village Birsingha: ঐতিহাসিক মাইলস্টোনেই সাজছে বিদ্যাসাগরের জন্মভিটে
তবে প্রতিবেশীদের বক্তব্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন পরেশবাবু। তার আত্মীয় নির্মল সামন্ত জানান, মানসিক চাপ থেকে এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলেছেন তিনি ৷ আগুন ধরিয়ে বাড়ির বাইরে চলে আসায় পরেশ বাবুর কোনও ক্ষতি হয়নি, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটি।