ETV Bharat / state

"আমি নর্দমা, আমায় বাঁচান-আপনারাও বাঁচবেন" !

নিয়মিত পরিষ্কার হয় না নর্দমা । জল জমে বাড়ছে রোগের প্রকোপ । আতঙ্ক বাড়ছে মশাবাহিত রোগের । প্রশাসনের টনক নড়াতে নর্দমা সেজে অভিনব প্রতিবাদে কেশিয়ারির ব্যবসায়ী তপন দাসের ।

তপন দাস
author img

By

Published : Jul 20, 2019, 3:30 AM IST

কেশিয়াড়ি, 20 জুলাই : বর্ষা আসতেই নিকাশি সমস্যায় জেরবার কেশিয়াড়ি । অল্প বৃষ্টিতেই জল জমে একাকার । দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় ময়লা জমে একাকার । ফলে জল জমছে যত্রতত্র । এছাড়াও এলাকায় প্লাস্টিক ব্যবহারের বৃদ্ধি জল জমার সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে । কেশিয়াড়ি বাসস্ট্যান্ডের অবস্থা সবচেয়ে খারাপ । অল্প বৃষ্টিতেই নর্দমা উপচে নোংরা জল জমে থাকছে বাসস্ট্যান্ডে । প্রতিদিন ওই নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে কেশিয়াড়ির বাসিন্দাদের । পাল্লা দিয়ে বাড়ছে জলবাহিত রোগের প্রকোপ । জমা জলে দ্রুত বংশবৃদ্ধি করছে মশা । ফলে ডেঙ্গি, এনসেফ্যালাইটিসের মত মশাবাহিত রোগের আতঙ্কও ক্রমশ বাড়ছে কেশিয়াড়িতে ।

বারবার প্রশাসনিক কর্তাদের জানিয়েও সুরাহা হয়নি । এবার তাই অভিনব প্রতিবাদে রাস্তায় নামলেন কেশিয়াড়ির ব্যবসায়ী তপন দাস । গায়ে নোংরা মেখে প্রতীকী নর্দমা সেজে কেশিয়াড়ি চষে ফেলেছেন তপনবাবু । মাইকে ঘোষণা করে সাধারণ মানুষকে নর্দমা পরিষ্কার রাখার গুরুত্ব বোঝানোর পাশাপাশি স্থানীয় সাংসদ, বিধায়ক, BDO-সহ সমস্ত রাজনৈতিক দলের কাছে অবিলম্বে নর্দমা পরিষ্কারের আবেদন জানাচ্ছেন । সেই সঙ্গে নর্দমার বয়ানে লিফলেটও ছাপিয়েছেন । কেশিয়াড়ি ঘুরে ঘুরে বিলি করছেন সেই লিফলেট ।

tapan das
তপন দাসের লিফলেট

নর্দমার বয়ানে তপন দাস লিখেছেন, "আমি কেশিয়াড়ির নর্দমা বলছি ! মাননীয়, MP সাহেব, MLA সাহেব, BDO সাহেব, IC সাহেব, প্রধান সাহেবা, ব্যবসায়ী সংগঠন, সমস্ত রাজনৈতিক নেতৃত্বের কাছে আমার বিনীত আবেদন, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আবর্জনা মুক্ত করুন , কারণ ডেঙ্গি সহ অন্যান্য পোকামাকড় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ! তাছাড়া খুব তাড়াতাড়ি ডেঙ্গি দ্বারা কেশিয়াড়িবাসী আক্রান্ত হওয়ার সময় হয়েছে । আমার আর আবর্জনা বহন করার ক্ষমতা নেই , তাই আমিও ভেঙেচুরে একাকার । তাছাড়া আমার কাছে জমে থাকা নোংরা জল পেরিয়ে আপনারা বাড়ি প্রবেশ করছেন । অতএব, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে মুক্ত করুন । আমি কথা দিচ্ছি, দিবারাত্রি পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকব ।"

কেশিয়াড়ি, 20 জুলাই : বর্ষা আসতেই নিকাশি সমস্যায় জেরবার কেশিয়াড়ি । অল্প বৃষ্টিতেই জল জমে একাকার । দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় ময়লা জমে একাকার । ফলে জল জমছে যত্রতত্র । এছাড়াও এলাকায় প্লাস্টিক ব্যবহারের বৃদ্ধি জল জমার সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে । কেশিয়াড়ি বাসস্ট্যান্ডের অবস্থা সবচেয়ে খারাপ । অল্প বৃষ্টিতেই নর্দমা উপচে নোংরা জল জমে থাকছে বাসস্ট্যান্ডে । প্রতিদিন ওই নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে কেশিয়াড়ির বাসিন্দাদের । পাল্লা দিয়ে বাড়ছে জলবাহিত রোগের প্রকোপ । জমা জলে দ্রুত বংশবৃদ্ধি করছে মশা । ফলে ডেঙ্গি, এনসেফ্যালাইটিসের মত মশাবাহিত রোগের আতঙ্কও ক্রমশ বাড়ছে কেশিয়াড়িতে ।

বারবার প্রশাসনিক কর্তাদের জানিয়েও সুরাহা হয়নি । এবার তাই অভিনব প্রতিবাদে রাস্তায় নামলেন কেশিয়াড়ির ব্যবসায়ী তপন দাস । গায়ে নোংরা মেখে প্রতীকী নর্দমা সেজে কেশিয়াড়ি চষে ফেলেছেন তপনবাবু । মাইকে ঘোষণা করে সাধারণ মানুষকে নর্দমা পরিষ্কার রাখার গুরুত্ব বোঝানোর পাশাপাশি স্থানীয় সাংসদ, বিধায়ক, BDO-সহ সমস্ত রাজনৈতিক দলের কাছে অবিলম্বে নর্দমা পরিষ্কারের আবেদন জানাচ্ছেন । সেই সঙ্গে নর্দমার বয়ানে লিফলেটও ছাপিয়েছেন । কেশিয়াড়ি ঘুরে ঘুরে বিলি করছেন সেই লিফলেট ।

tapan das
তপন দাসের লিফলেট

নর্দমার বয়ানে তপন দাস লিখেছেন, "আমি কেশিয়াড়ির নর্দমা বলছি ! মাননীয়, MP সাহেব, MLA সাহেব, BDO সাহেব, IC সাহেব, প্রধান সাহেবা, ব্যবসায়ী সংগঠন, সমস্ত রাজনৈতিক নেতৃত্বের কাছে আমার বিনীত আবেদন, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আবর্জনা মুক্ত করুন , কারণ ডেঙ্গি সহ অন্যান্য পোকামাকড় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ! তাছাড়া খুব তাড়াতাড়ি ডেঙ্গি দ্বারা কেশিয়াড়িবাসী আক্রান্ত হওয়ার সময় হয়েছে । আমার আর আবর্জনা বহন করার ক্ষমতা নেই , তাই আমিও ভেঙেচুরে একাকার । তাছাড়া আমার কাছে জমে থাকা নোংরা জল পেরিয়ে আপনারা বাড়ি প্রবেশ করছেন । অতএব, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে মুক্ত করুন । আমি কথা দিচ্ছি, দিবারাত্রি পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকব ।"

Intro:নর্দমার প্রতীকী সেজে প্রতিবাদ Body: আমি কেশিয়াড়ীর নর্দমা বলছি ! মাননীয় , MP সাহেব, MLA সাহেব, BDO সাহেব, IC সাহেব, প্রধান সাহেবা, ব্যবসায়ী সংগঠন, সমস্ত রাজনৈতিক নেতৃত্বের কাছে আমার বিনীত আবেদন, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আবর্জনা মুক্ত করুন , কারণ ডিঙি সহ অন্যান্য পোকামাকড় কুরেকুরে খাচ্ছে ! গায়ে নর্দমার নোংরা মেখে রাস্তায় রাস্তায় প্রতিবাদ l

গালভরা দুঃখ নিয়ে কাতর কন্ঠে প্রশাসনিক কর্তাদের কাছে আবেদন:"আমাকে মুক্ত কর,আমি কেশিয়াড়ির নর্দমা বলছি l চারিদিকে দেখা দিচ্ছে ভয়াবহ পরিস্থিতি,সাধারণ মানুষের খামখেয়ালীপনা এবং প্রশাসনিক উদাসীনতার কারণে প্রত্যেকটি জায়গার নর্দমা থেকে খাল সবই আজ মরণাপন্ন l হারিয়ে যাচ্ছে জলাশয় এর নাব্যতা,সৌজন্যে প্লাস্টিকের যথেচ্ছাচারে ব্যবহার l তাই প্রশাসনিক কর্তা থেকে আমলা সবার কাছে আবেদন রক্ষা করা হোক নর্দমার,পরিষ্কার হোক নিয়মিত ,আবর্জনাযুক্ত কেশিয়াড়ির নর্দমার পরিষ্কারের দাবি জানিয়ে এলাকার সাধারণ দোকানদার তপন দাস হ্যান্ডবিল বানিয়ে নিজে প্রতিকি সেজে এলাকা পরিষ্কারের দাবি জানালো ঘুরে ঘুরে l চারিদিকে সোচ্চার হয়ে সকলের কাছে তখন কেশিয়াড়ির বাসিন্দাও নিজে প্রতিবাদ জানিয়েছে " লক্ষ্য শুধু নির্মল পরিবেশ গড়ার"l
মাননীয় , MP সাহেব, MLA সাহেব, BDO সাহেব, IC সাহেব, প্রধান সাহেবা, ব্যবসায়ী সংগঠন, সমস্ত রাজনৈতিক নেতৃত্বের কাছে আমার বিনীত আবেদন, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আবর্জনা মুক্ত করুন l কারণ ডিঙি সহ অন্যান্য পোকামাকড় কুরেকুরে খাচ্ছে , তাছাড়া খুব তাড়াতাড়ি ডেঙ্গি দ্বারা কেশিয়াড়িবাসী আক্রান্ত হওয়ার সময় হয়েছে l আমার আর আবর্জনা বহন করার ক্ষমতা নেই , তাই আমিও ভেঙে চুরে একাকার , তাছাড়া আমার কাছে জমে থাকা নোংরা জল বাসস্ট্যান্ড মাড়িয়ে আপনার গৃহে প্রবেশ করছেন l অতএব, যত তাড়াতাড়ি সম্বব আমাকে মুক্ত করুন আমি কথা দিচ্ছি দিবা রাত্রি পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো "প্রতিবাদে তপন দাস " l Conclusion:নর্দমার প্রতীকী সেজে প্রতিবাদ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.