চন্দ্রকোনা, 13 অক্টোবর : বাজার করতে যাচ্ছিলেন সাইকেলে চেপে ৷হঠাৎ করেই পিছন থেকে একটি ডাম্পার এসে চাপা দিয়ে চলে গেল ৷ তবে তারপরও উঠে বসতে পেরেছিলেন বৃদ্ধ ৷ আকস্মিক ঘটনায় হকচকিয়ে যান প্রত্যক্ষদর্শীরা ৷ তারপরই দৌড়ে আসেন তাঁরা ৷ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ৷ পরে তাঁর মৃত্যু হয় ৷ গোটা দুর্ঘটনাটিই ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় ৷ হাড় হিম করা ফুটেছে দেখা গিয়েছে, ডাম্পারটি কীভাবে সাইকেল আরোহী ওই বৃদ্ধকে চাপা দিয়ে চলে যাচ্ছে । এই ফুটেজের ভিত্তিতেই থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার ৷
গত 10 অক্টোবর, চতুর্থীর দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-1 ব্লকের শ্রীনগরে পথ দুর্ঘটনাটি ঘটে ৷ শ্রীনগরের ছোট চৌকান মোড়ের রাস্তায় বছর ছেষট্টির সন্তোষ দে-কে পিছন থেকে একটি ডাম্পার এসে চাপা দিয়ে চলে যায় । পাশের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় উঠে যায় ঘটনার মুহূর্তের ভিডিয়ো । প্রথমে বৃদ্ধকে চন্দ্রকোনার ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয় ৷ পরে সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই মৃত্যু হয় তাঁর ৷
আরও পড়ুন : Jagatdal death : জগদ্দলে চায়ের দাম নিয়ে বচসার জেরে চড় দোকানদারের, মৃত্যু খরিদ্দারের
জানা গিয়েছে, সন্তোষ দে-র বাড়ি চন্দ্রকোনা-1 ব্লকের লক্ষ্মীপুর-1 গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুদাসপুরে । চতুর্থীর দিন শ্রীনগরে বাজার করতে গিয়েছিলেন সন্তোষ ৷ বাজার সেরে সাইকেলে বাড়ি ফেরার পথে শ্রীনগর ছোট চৌকান মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে । গুরুতর চোট পান তিনি ৷ সোমবার রাতে কলকাতায় তাঁর মৃত্যু হয় ৷
ঘটনার প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ দেখে মৃতের পরিবারের তরফে চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ ৷