পশ্চিম মেদিনীপুর, 23 মার্চ : মেয়ের স্মৃতির উদ্দেশে স্কুল ভবনে একটি অফিস ও একটি শ্রেণি কক্ষ তৈরি করলেন ওই স্কুলেরই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমেন্দ্র চৌধুরী ৷ প্রায় সাড়ে 4 লক্ষ টাকা ব্যয়ে নেতাজি প্রাথমিক বিদ্যালয়ে দোতলায় দুই কক্ষের একটি নতুন ভবন তৈরি করে স্কুলকে দান করেন তিনি ৷ দাসপুরের দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্রী ছিল সৌমেন্দ্র বাবুর মেয়ে গার্গী চৌধুরী (Father Built School bhaban For Daughter's Memory) ৷
2019 সালের 15 সেপ্টেম্বর মৃত্যু হয় গার্গীর ৷ মেয়েকে নিয়ে ঘাটালের বিবেকানন্দ মোড়ে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন সৌমেন্দ্র বাবু ৷ সেইসময় একটি বাইককে সাইড দিতে গিয়ে উল্টে যায় কয়লা বোঝাই ট্রাক ৷ তাতেই চাপা পড়ে মৃত্যু হয়েছিল গার্গীর । তবে বেঁচে গিয়েছিলেন সৌমেন্দ্র বাবু ৷ সেই স্মৃতি আজও দগদগে ৷ চোখের সামনে মেয়ের মৃত্যু দেখে শোকে পাথর হয়ে গিয়েছিলেন ৷ সৌমেন্দ্র চৌধুরী দাসপুরের দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন ।
আরও পড়ুন: Pregnant Lady Death at Tehatta Hospital : প্রসূতির মৃত্যু ঘিরে উত্তপ্ত তেহট্ট, পথ অবরোধ স্থানীয়দের
গতবছর ডিসেম্বরে সৌমেন্দ্র চৌধুরীর চাকরির মেয়াদ শেষ হয়ে গেলেও কোভিড বিধির জন্য সেসময় বিদায় সংবর্ধনা হয়নি । তাই মঙ্গলবার এলাকাবাসী ও স্কুলের তরফে সৌমেন্দ্রবাবুর বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয় । এদিনই সৌমেন্দ্রবাবুর মেয়ে গার্গীর স্মৃতির উদ্দেশে দান করা স্কুলের নতুন ভবনেরও উদ্বোধন হয় । এই স্কুলেই হাতেখড়ি হয়েছিল গার্গীর (Father Built A New School Bhaban)।
সৌমেন্দ্রবাবুর উদ্দেশ্য, গার্গী তার স্কুলেরই আর পাঁচটা ছাত্রছাত্রীর স্মৃতিতে বেঁচে থাকুক । প্রধান শিক্ষক হিসাবে সৌমেন্দ্রবাবু খুবই জনপ্রিয় ছাত্রছাত্রী, শিক্ষক থেকে এলাকার মানুষদের মধ্যে । স্কুলের উন্নয়ন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে এবং তাদের পড়াশোনায় বিভিন্ন রকম সহযোগিতা করে থাকেন সৌমেন্দ্র বাবু ৷