ETV Bharat / state

কিষেণজিকে নিয়ে মেদিনীপুরে এসেছিলেন মমতা, আজকাল তুকতাকও করছেন : মুকুল

"42টি আসন পেয়ে উনি কীভাবে প্রধানমন্ত্রী হবেন ? ওঁর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, না হয় তুকতাক করছেন কিংবা জ্যোতিষ গণনা করছেন । ভাবছেন কোনওভাবে যাতে একবার প্রধানমন্ত্রী হতে পারেন ।" বললেন মুকুল রায় ।

মুকুল রায়
author img

By

Published : May 7, 2019, 6:00 AM IST

মেদিনীপুর, 7 মে : 42-এ 42 চাই । তাহলেই দিল্লির দরবাবে মমতাকে পাঠানো যাবে । প্রচারে গিয়ে বারবার একথা বলছেন তৃণমূল নেতা, নেত্রীরা । মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী মুখ করে মানুষের দরবারে ছুটছেন তাঁরা । কিন্তু, 42টি আসন পেলেও কি প্রধানমন্ত্রী হওয়া সম্ভব ? কারণ, লোকসভা 543 আসন বিশিষ্ট । এরমধ্যে 272 আসন পেলে তবেই কোনও দল সংখ্যাগরিষ্ঠতা পায় । তৃণমূল কংগ্রেসের তো এত প্রার্থীই নেই ! তাহলে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবেন কী করে ? কটাক্ষ করে মুকুল রায় বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিকৃত মস্তিষ্ক আর হয় না । উনি আজকাল তুকতাকও করছেন ।"

গতকাল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে পথসভার আয়োজন করা হয় । সেখানে বক্তব্য রাখেন মুকুলবাবু । বলেন, "42টি আসন পেয়ে উনি কীভাবে প্রধানমন্ত্রী হবেন ? ওঁর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, না হয় তুকতাক করছেন কিংবা জ্যোতিষ গণনা করছেন । ভাবছেন কোনওভাবে যাতে একবার প্রধানমন্ত্রী হতে পারেন ।" মুকুলবাবু মাওবাদী নেতা কিষেণজির সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্কের কথা তুলে ধরেন । বলেন, "কিষেণজিকে সঙ্গে নিয়েই মেদিনীপুরে প্রবেশ করেছিলেন মমতা । প্রতিদিন খবর রাখতেন । কিষেণজিকে জিজ্ঞাসা করতেন কতজন মারা গেছে । CPIM-এর কতজন মারা গেছে এবং সাধারণ গ্রামবাসী কতজন মারা গেছে । আর সেই কিষেণজিকেই মারা হল । অভিষেকও একটা সভা থেকে স্বীকার করেছিল, মমতার সরকার একজনকেই খুন করেছিল । তিনি হলেন মাওবাদী নেতা কিষেণজি ।

ভিডিয়োয় শুনুন BJP নেতা মুকুল রায়ের বক্তব্য

একসময়ে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড ছিলেন মুকুল রায় । দীর্ঘদিন তিনি মমতাকে কাছ থেকে দেখেছেন । এতদিন কেন সঙ্গ দিয়েছিলেন মমতার ? উত্তর দেন নিজেই । বলেন, "CPI(M)-এর সন্ত্রাস থেকে জনগণকে মুক্তি দিতে চেয়েছিলাম । ওরা গণতন্ত্র চুরি করছিল । চোর তাড়াতে গিয়ে ডাকাতরানিকে ডেকে নিয়ে এলাম ।"

মেদিনীপুর, 7 মে : 42-এ 42 চাই । তাহলেই দিল্লির দরবাবে মমতাকে পাঠানো যাবে । প্রচারে গিয়ে বারবার একথা বলছেন তৃণমূল নেতা, নেত্রীরা । মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী মুখ করে মানুষের দরবারে ছুটছেন তাঁরা । কিন্তু, 42টি আসন পেলেও কি প্রধানমন্ত্রী হওয়া সম্ভব ? কারণ, লোকসভা 543 আসন বিশিষ্ট । এরমধ্যে 272 আসন পেলে তবেই কোনও দল সংখ্যাগরিষ্ঠতা পায় । তৃণমূল কংগ্রেসের তো এত প্রার্থীই নেই ! তাহলে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবেন কী করে ? কটাক্ষ করে মুকুল রায় বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিকৃত মস্তিষ্ক আর হয় না । উনি আজকাল তুকতাকও করছেন ।"

গতকাল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে পথসভার আয়োজন করা হয় । সেখানে বক্তব্য রাখেন মুকুলবাবু । বলেন, "42টি আসন পেয়ে উনি কীভাবে প্রধানমন্ত্রী হবেন ? ওঁর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, না হয় তুকতাক করছেন কিংবা জ্যোতিষ গণনা করছেন । ভাবছেন কোনওভাবে যাতে একবার প্রধানমন্ত্রী হতে পারেন ।" মুকুলবাবু মাওবাদী নেতা কিষেণজির সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্কের কথা তুলে ধরেন । বলেন, "কিষেণজিকে সঙ্গে নিয়েই মেদিনীপুরে প্রবেশ করেছিলেন মমতা । প্রতিদিন খবর রাখতেন । কিষেণজিকে জিজ্ঞাসা করতেন কতজন মারা গেছে । CPIM-এর কতজন মারা গেছে এবং সাধারণ গ্রামবাসী কতজন মারা গেছে । আর সেই কিষেণজিকেই মারা হল । অভিষেকও একটা সভা থেকে স্বীকার করেছিল, মমতার সরকার একজনকেই খুন করেছিল । তিনি হলেন মাওবাদী নেতা কিষেণজি ।

ভিডিয়োয় শুনুন BJP নেতা মুকুল রায়ের বক্তব্য

একসময়ে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড ছিলেন মুকুল রায় । দীর্ঘদিন তিনি মমতাকে কাছ থেকে দেখেছেন । এতদিন কেন সঙ্গ দিয়েছিলেন মমতার ? উত্তর দেন নিজেই । বলেন, "CPI(M)-এর সন্ত্রাস থেকে জনগণকে মুক্তি দিতে চেয়েছিলাম । ওরা গণতন্ত্র চুরি করছিল । চোর তাড়াতে গিয়ে ডাকাতরানিকে ডেকে নিয়ে এলাম ।"

মমতা বন্দ্যোপাধ্যায় বিকৃত মস্তিষ্কের আর না হয় উনি তাক তুক করছেন আজকাল ! মমতার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে এরকমই কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায় l বলা যায় যে পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এর সমর্থনে এদিন পথসভার আয়োজন করেছিল বিজেপি l এই দিন ধর্মা পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে এরকমই মন্তব্য করেন বক্তা মুকুল রায় l বলা যায় যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবারে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ , দিলীপ ঘোষ এর সমর্থনে বিজেপির বহু নেতা প্রতিদিনই আসছেন সভা-সমিতি করতে এই মেদিনীপুরে l এদিন বক্তব্য রাখতে গিয়ে মুকুলবাবু প্রথম থেকেই চাঁছাছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন l তিনি বলেন কোন অ্যাঙ্গেল এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারছেন না ,42 টি আসন পেয়ে তিনি কিভাবে প্রধানমন্ত্রী হবেন তাই হয় উনার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, না হয় উনি বর্তমানে তাক তুক করছেন এবং জ্যোতিষীদের কাছে জ্যোতিষী গণনা করছেন l মুকুল রায়ের বক্তব্য রাখতে গিয়ে বলেন দীর্ঘ বাম জমানার অপ শাসনের অবসান নিয়ে তিনি বলেন তৎকালীন মাওবাদী নেতা কিষানজী কে সঙ্গে নিয়েই তিনি মেদিনীপুরের প্রবেশ করেছিলেন l তিনি প্রতিদিন খবর রাখতেন এবং কিষেনজির সঙ্গে যোগাযোগ করে জিজ্ঞেস করতেন l তার কতজন মারা গেছে, সিপিএমের কতজন মারা গেছে এবং সাধারন গ্রামবাসী কতজন মারা গেছে পাশাপাশি কিষেণজি ও তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান এই বাসনা প্রকাশ করেছিলেন সেই সময় l তাই এদিন মুকুল রায় কটাক্ষ করে বলেন মমতার ভাইপো কোন একটি সভায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজনকে খুন করেছিল সে হচ্ছে মাওবাদী নেতা কিষেণজিকে l মমতা বন্দোপাধ্যায়ের এক সময়ের সফরসঙ্গী ছিলেন এই মুকুল রায় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন তখন তিনি মমতার সাথে ছিলেন এই কারণেই তিনি তখন ভেবেছিলেন সিপিএমের শাসনকালে যে ধরনের সন্ত্রাস দীপক সরকার সুশান্ত ঘোষরা করছে সেই সন্ত্রাস থেকে মুক্তি দেওয়া জনগণকে অবিলম্বে প্রয়োজন l তাই আমরা চোরকে তাড়াতে চেয়েছিলাম ,কিন্তু চোরকে তাড়িয়ে ডাকাত রানী চলে আসবে এইটা চাই নি l মুকুলবাবু ফেডারেল ফ্রন্টের সরকার গঠন নিয়ে বলেন, ভুল করেও যদি ফেডারেল ফ্রন্টের সরকার আসতে চাই তাতে সপ্তাহে সাত দিন ধরে বিভিন্ন ধরনের রাজনীতির লোক বিভিন্নভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং রবিবার ছুটির দিনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় l

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.