খড়্গপুর, 15 সেপ্টেম্বর: সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই পাঁচ জেলার চাকরি প্রাপকের হাতে তুলে দেওয়া হবে নিয়োগের শংসাপত্র ৷ তাঁদের হাতে সেই শংসাপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এই উপলক্ষে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) খড়্গপুরের (Kharagpur) শিল্পতালুকে (Industrial Park) একটি বিশেষ সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ অনুষ্ঠান শুরু হবে দুপুর 2টোয় ৷ সেই উপলক্ষে সকাল থেকেই রয়েছে সাজো সাজো রব ৷ অনুষ্ঠানস্থল ঘিরে তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী ৷
উল্লেখ্য, চারদিনের জেলা সফরে গত সোমবার পশ্চিম মেদিনীপুর পৌঁছন মুখ্যমন্ত্রী ৷ পূর্ব ঘোষিত সূচি অনুসারেই বৃহস্পতিবার খড়্গপুরের শিল্পতালুকে 'কর্ম মেলা'র (Job Fair) আয়োজন করা হয় ৷ তাতে অংশ নিচ্ছে মোট পাঁচটি জেলা ৷ এগুলির মধ্যে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর ছাড়াও থাকছে ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া ৷ ইতিমধ্য়েই এই পাঁচ জেলার 10 হাজার প্রার্থী চাকরি পেয়েছেন ৷ তাঁদেরই কয়েকজন প্রতিনিধি এদিনের কর্ম মেলায় উপস্থিত থাকবেন ৷ সেই চাকরি প্রাপকদের হাতে নিয়োগের শংসাপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী ৷ বাকিরা শংসাপত্র সংগ্রহ করবেন সংশ্লিষ্ট দফতর থেকে ৷
আরও পড়ুন: চারদিনের জেলা সফরে মেদিনীপুর পৌঁছলেন মমতা
এদিনের এই সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই 'টাটা মেটালিক্স'-এর 600 কোটি টাকার একটি সম্প্রসারিত প্ল্যান্ট উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ৷ সেইসঙ্গে, গনগনিতে বিশেষ পর্যটনকেন্দ্রেরও উদ্বোধন করবেন তিনি ৷ এই প্রকল্প রূপায়নে খরচ হয়েছে প্রায় 3 কোটি 50 লক্ষ টাকা ৷ পাশাপাশি, এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকেই কৃষি ও বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সরকারি অনুদান-সহ বেশ কিছু প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হবে ৷ অনুষ্ঠান শেষে এদিনই কলকাতায় ফিরে যাবেন মুখ্যমন্ত্রী ৷
স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিনের অনুষ্ঠান মঞ্চে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে উপস্থিত থাকতে পারেন বিধায়ক জুন মালিয়া ও মন্ত্রী শ্রীকান্ত মাহাত ৷ এছাড়াও শিউলি সাহা, মানসরঞ্জন ভুঁইয়া, সুজয় হাজরা প্রমুখের উপস্থিত থাকার কথা রয়েছে ৷