মেদিনীপুর, 12 সেপ্টেম্বর: খারাপ আবহাওয়া এবং বিজেপি-এর নবান্ন অভিযান নিয়ে শুরু রাজনৈতিক কাজিয়ার মধ্য়েই সোমবার পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এদিন বিকেলে সড়ক পথে মেদিনীপুরে (Medinipur) পৌঁছন তিনি ৷ মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ গঠন নিয়ে বৈঠক হবে খড়্গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৷ তাতে যোগ দেবেন মমতা ৷ এছাড়াও রয়েছে আরও একগুচ্ছ কর্মসূচি ৷ প্রসঙ্গত, এবার সব মিলিয়ে চারদিনের জেলা সফরে (Four Day Visit) বেরিয়েছেন রাজ্য়ের প্রশাসনিক প্রধান ৷ এর মধ্য়ে প্রথম দু'দিন পশ্চিম মেদিনীপুরে কাটিয়ে তৃতীয় দিন তিনি চলে যাবেন পূর্ব মেদিনীপুর ৷ চতুর্থ দিন আবার ফিরে আসবে পশ্চিম মেদিনীপুরে ৷ তারপর এখান থেকে রওনা দেবেন কলকাতার উদ্দেশে ৷
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, 13 তারিখের বৈঠক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সংক্রান্ত হলেও তা অনুষ্ঠিত হবে পশ্চিম মেদিনীপুরে ৷ সেই বৈঠকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ-সহ বিধায়ক ও মন্ত্রীরাও হাজির থাকবেন ৷ এরপর 14 সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর ৷ তাতে সংশ্লিষ্ট পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তারা ছাড়াও বিধায়ক ও সাংসদরাও উপস্থিত থাকবেন ৷ বৈঠকে তাঁদের সঙ্গে সরাসরি কথা বলবেন মুখ্যমন্ত্রী ৷ তারপর আবারও পশ্চিম মেদিনীপুর ফিরে আসবেন তিনি ৷
আরও পড়ুন: সিঙ্গুর অতীত ! রানিনগরে 600 কোটি টাকা বিনিয়োগ টাটাদের, জানালেন মমতা
15 সেপ্টেম্বর মেদিনীপুরের খড়্গপুর শহরের ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি 'জব ফেয়ার'-এর আয়োজন করা হয়েছে ৷ তাতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ছাড়াও ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলা অংশ নেবে ৷ এই জব ফেয়ার-এর মঞ্চ থেকেই চাকরি পাওয়া প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী ৷ তারপর সেখান থেকেই ফিরে যাবেন কলকাতায় ৷
সোমবার মেদিনীপুরের খড়্গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে ঢোকার মুখেই খড়্গপুরের পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারের সঙ্গে কয়েক মিনিট কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কনভয় সেখানে পৌঁছতেই তাঁকে স্বাগত জানাতে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা ও কর্মীরা ৷ সেই দলেই ছিলেন প্রদীপ ৷ তাঁকে দেখতে পেয়ে গাড়ি থামান মমতা ৷ গাড়িতে বসেই জানলা দিয়ে প্রদীপের সঙ্গে কথা বলেন তিনি ৷